bdstall.com

প্রায়ই জানতে চাওয়া প্রশ্নগুলো

১. বিডিস্টল ডট কম কি?
২. বিডিস্টল ডট কম কি অন্যান্য ই-কমার্স মার্কেট থেকে আলাদা?
৩. বিডিস্টল ডট কম থেকে কিভাবে আমি পণ্য কিনতে পারব?
৪. ঢাকার বাইরে থেকে বিডিস্টলের পণ্য কেনার উপায় কি?
৫. বিডিস্টলে একই পণ্যের বিভিন্ন দাম কেন?
৬. বিডিস্টলের শো রুম কোথায়?
৭. বিডিস্টলের পণ্য কি কিস্তিতে বিক্রয় হয়?
৮. বিডিস্টলের পণ্য কি অরিজিনাল?
৯. আমি কিভাবে বিডিস্টলে স্টল খুলবো?
১০. স্টল খুলার ক্ষেত্রে কি কি থাকা আবশ্যক?


১. বিডিস্টল ডট কম কি?

বিডিস্টল ডটকম একটি ই-কমার্স প্লাটফর্ম যেখানে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য কোম্পানি তাদের পণ্যগুলো প্রদর্শন করে থাকে। বিডিস্টলে মূলত সব নতুন পণ্য পাওয়া যায়। বিভিন্ন কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করে বিধায় পণ্যের দাম নিয়ে তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে কমদামে পণ্য ক্রয় করা যায়।


২. বিডিস্টল ডট কম কি অন্যান্য ই-কমার্স মার্কেট থেকে আলাদা?

হ্যা। বিডিস্টল ডট কম অন্যান্য ই-কমার্স মার্কেট থেকে আলাদা। কেননা বিডিস্টল ডট কম গ্রাহকদের কাছে শুধুমাত্র নতুন পণ্য প্রদর্শন করে। তাছাড়া কোম্পানি ব্যতীত কোন ব্যাক্তি বিশেষকে বিডিস্টলে পণ্য প্রদর্শনের অনুমতি দেওয়া হয়না। প্রতিটি কোম্পানিকেই তাদের শোরুম অথবা অফিসের ঠিকানা যাচাই-বাচাই করে পণ্য প্রদর্শনের অনুমতি দেওয়া হয়। তাই বিডিস্টলের গ্রাহকদের প্রতারিত হবার কোনো সম্ভাবনা নেই।


৩. বিডিস্টল ডট কম থেকে কিভাবে আমি পণ্য কিনতে পারব?

বিডিস্টল ডট কমে প্রতিটি পণ্যের বিস্তারিত দেওয়া আছে। সেই সাথে বিক্রেতা অর্থাৎ কোম্পানির নাম, ঠিকানা এবং ফোন নাম্বারও দেওয়া আছে। খুব সহজেই আপনি ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে পণ্যটি ক্রয় করতে পারবেন।


৪. ঢাকার বাইরে থেকে বিডিস্টলের পণ্য কেনার উপায় কি?

বিডিস্টলের প্রায় সকল কোম্পানিই ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি করে। এক্ষেত্রে আপনি নির্দিষ্ট পণ্যের বিক্রেতা কোম্পানির সাথে বিস্তারিত আলাপ করে নিন।


৫. বিডিস্টলে একই পণ্যের বিভিন্ন দাম কেন ?

বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য কোম্পানি তাদের পণ্যগুলো এখানে প্রতিযোগিতামূলক দামে প্রদর্শন করে থাকে। যার ফলে একই পণ্যের দাম বিভিন্ন হয় এবং ক্রেতা কম দামে পণ্য কিনতে পারে।


৬. বিডিস্টলের শো রুম কোথায়?

বিভিন্ন কোম্পানি বিডিস্টলের মাধ্যমে তাদের পণ্য প্রদর্শন করে। তাই পণ্য কিনার ক্ষেত্রে নির্দিষ্ট বিক্রেতা কোম্পানির শো-রুমে যোগাযোগ করতে হবে। বিডিস্টল ডট কমে প্রতিটি পণ্যের বিক্রেতা অর্থাৎ কোম্পানির নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে। খুব সহজেই আপনি ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে পণ্যটি ক্রয় করতে পারবেন।


৭. বিডিস্টলের পণ্য কি কিস্তিতে বিক্রয় হয়?

কিস্তি বা ইএমআই অথবা কোন স্পেসাল অফারের সুবিধা সম্পর্কে জানতে আপনি পণ্যের ডিটেলস পেজটি দেখুন। যে সকল পণ্যে এ সকল সুবিধা দেয়া হয় সেগুলোর ডিটেলস পেজের স্পেশাল অফারে উল্লেখ করে দেয়া হয়।


৮. বিডিস্টলের পণ্য কি অরিজিনাল?

বিডিস্টলের সকল পণ্যই অরিজিনাল। এখানে কোন ব্র্যান্ডের ক্লোন কিংবা ব্র্যান্ডের নামে নকল কোন পণ্য প্রদর্শন করার সুযোগ নেই। কাজেই আপনি এখানে যেকোনো ব্র্যান্ডের অরিজিনাল পণ্যটিই খুঁজে পাবেন।


৯. আমি কিভাবে বিডিস্টলে স্টল খুলবো?

বিডিস্টলে স্টল খুলার জন্য আপনি নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
  > বিডিস্টলে ডটকমে নিবন্ধন করুন অথবা আপনার একাউন্টে লগইন করুন
  > একটিভেট স্টল লিঙ্কে ক্লিক করুন।
  > ফর্মটি ফিলআপ করে সাবমিট করুন।
  > বিডিস্টল আপনার শপকে যাচাই করবে।
  > যাচাই প্রক্রিয়া শেষে অনুমোদন পাওয়ার পরই আপনি আপনার পণ্য প্রদর্শন করতে পারবেন।


১০. স্টল খুলার ক্ষেত্রে কি কি আবশ্যক?

  > আপনার অবশ্যই একটি শো-রুম থাকতে হবে।
  > আপনার শো-রুমে শুধুমাত্র নতুন পণ্য বিক্রি হয়।
  > শুধুমাত্র কোম্পানি এবং শো-রুমগুলোকেই পণ্য প্রদর্শনের অনুমতি দেওয়া হয়।