bdstall.com

ভিভোর নতুন ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ডিসপ্লের নিচে

কিছুদিন আগেও এই গুজবটি ছিল যে অ্যাপল তাদের নতুন ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে ডিসপ্লের নিচেই সেট করবে। কিন্তু অ্যাপল সেটি না করে ফেস আইডি সিকিউরিটি সিস্টেম নিয়ে এলো। কিন্তু চাইনিজ স্মার্টফোন নির্মাতা কোম্পানি ভিভো নতুন একটি ফোন আনতে যাচ্ছে যার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এর ডিসপ্লের নিচে। নতুন এই ফোনটিতে থাকতে পারে ৬.৪৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে যার রেজুলেসন হবে ২১৬০ ১০৮০। পেছনে থাকবে ১২ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা এবং সামনে থাকবে ১২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা।

 

 

স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর থাকবে ফোনটিতে। এছাড়াও বিল্ট-ইন স্টোরেজ থাকবে ১২৮ জিবি এবং র‍্যাম থাকবে ৪ জিবি। ২০১৮ সালেই চায়নার বাজারে পাওয়া যেতে পারে ভিভোর এই নতুন স্মার্টফোন। যার মূল্য হবে ৬২৪ ডলার।

 

 

স্মার্টফোনের মূল্য তালিকা

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: February 15, 2018
Reviews (0) Write a Review