bdstall.com

স্যামসাং গ্যালাক্সি এস৯-এ থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপ

মাত্র কিছুদিন আগেই স্যামসাং তাদের গ্যালাক্সি এস৮ এবং এস৮+ মুক্তি দিয়েছে। তবে এর মধ্যেই প্রতিষ্ঠানটি পরবর্তী বছরের ফ্ল্যাগশিপ ফোন এস৯ এর ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। দা ইনভেস্টর নামের একটি সংবাদমাধ্যম জানায় স্যামসাং এবং কোয়ালকম গ্যালাক্সি এস৯ এর জন্য ইতোমধ্যেই সিস্টেম-অন-চিপ (SoC) ডিজাইন করা শুরু করেছে। নতুন এই চিপটির নাম হতে পারে "স্ন্যাপড্রাগন ৮৪৫"।  

 

যদিও এত আগে গ্যালাক্সি এস৯ এর ব্যাপারে আর কোন তথ্য পাওয়া যায়নি, তবুও স্যামসাং প্রেমীরা গ্যালাক্সি এস৯-এ যে ফিচারগুলো দেখতে চান তার একটি তালিকা তৈরি করেছে একটি টেকসাইটঃ

 

১। অপটিক্যাল জুমের ডুয়েল ক্যামেরা।

২। স্ক্রিনের নিচেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পেছনে ক্যামেরার পাশে নয়।

৩। একটি বিক্সবি বাটন যেটি ব্যাবহারকারী কাস্টমাইজ করতে পারেন।

৪। আরো শক্তিশালী ব্যাটারি কিন্তু যেটি হবে নিরাপদ।

৫। হেডফোন জ্যাক থাকবে। 
 

যদি স্যামসাং তাদের ব্যবহারকারীরদের এই চাহিদাগুলো মাথায় রেখে গ্যালাক্সি এস৯ ফোনটি তৈরি করে তবে এটি হবে পৃথিবীর সেরা ফোন যদিনা আইফোন ৮ আবার ব্যতিক্রম কিছু করে ফেলে!

তথ্যসূত্রঃ ম্যাশেবল।

স্যামসাং ফোনের মূল্য তালিকা
 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: April 25, 2017
Reviews (0) Write a Review