bdstall.com

বড় বারো শহরের মেয়রের ইলেকট্রিক বাস নামানোর অঙ্গীকার

বিশ্বের বারোটি বড় বড় শহরের মেয়রেরা একটি অঙ্গীকারে আবদ্ধ হয়েছেন যে ২০২৫ সাল থেকে তারা তাদের গনপরিবহন বহরে কেবলমাত্র ইলেকট্রিক বাস যুক্ত করবেন। সি৪০ থেকে সি৪০ ক্লিন বাস ডেক্লেরেশন এক্ট নামের একটি প্রকল্প থেকে এই উদ্যোগ নেয়া হয় যার প্রধান লক্ষ হল বাতাসে ক্ষতিকারক নির্গমন কমানো এবং জলবায়ু রক্ষা করা। 

 

লন্ডন, লস এঞ্জেলেস, বার্সেলোনা, কোপেনহেগেন, কুইটো, ভেনকুভার, কেপ টাউন, মেক্সিকো সিটি, সিটোল, মিলান এবং অকল্যান্ডের মেয়ররা এই পরিকল্পনায় এক হয়েছেন। নতুন এই ঘোষণাটি প্রটেরার মত ইলেকট্রিক বাস তৈরিকারক প্রতিষ্ঠানগুলোর জন্য একটি ভালো খবরই বটে। প্রটেরা তাদেরকে ইলেকট্রিক বাস তৈরিকারক হিসেবে একটি অন্যতম প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করিয়েছে। সম্প্রতি তারা দাবি করেছে যে তাদের একটি ইলেকট্রিক ভেহিকেল একবার চার্জে প্রায় ১০০০ মাইল পথ পাড়ি দিয়েছে। 

 

লস এঞ্জেলেস ইতোমধ্যেই এই প্রকল্পের কাজে মনোযোগ দেয়া শুরু করেছে। সম্প্রতি এলএ মেট্রো ৯৫টি ইলেকট্রিক বাসের ফরমায়েশ দিয়েছে নিউ ফ্লাইয়ার অব আমেরিকা এবং বিওয়াইডি নামের দুটো ব্র্যান্ডকে। জলবায়ু রক্ষায় এটি একটি বেশ ভালো উদ্যোগ হিসেবেই বিবেচিত হচ্ছে। 

 

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: October 25, 2017
Reviews (0) Write a Review