bdstall.com

হার্ডডিস্ক (HDD) নাকি এসএসডি (SSD) নাকি এসএসএইচডি (SSHD) ? স্টোরেজ কোনটি ভাল

বর্তমানে কম্পিউটারের স্টোরেজ হিসেবে বাজারে হার্ডডিস্ক, এসএসডি এবং এসএসএইচডি পাওয়া যায়। এই তিন ধরনের স্টোরেজ এর নাম যেমন ভিন্ন তেমনি কাজ এর ধরনটাও ভিন্ন।

 

হার্ড ডিস্ক ড্রাইভ (HDD) একটি ইলেক্ট্রোমেকনিক্যাল ডেটা স্টোরেজ ডিভাইস যা ঘূর্ণমান ডিস্ক বা প্ল্যাটার ব্যবহার করে ডিজিটাল তথ্যের সংরক্ষণ করে।

 

সলিড স্টেট হাইব্রীড ড্রাইভ (SSHD) একটি হার্ড ডিস্ক যার মধ্যে একটি ছোট পরিমাণে সলিড স্টেট স্টোরেজ (SSD) রয়েছে।

 

সলিড স্টেট ড্রাইভ (SSD) একটি ডেটা স্টোরেজ ডিভাইস যা তথ্য সংরক্ষণ করার জন্য ফ্ল্যাশ মেমরি ব্যবহার করে।

 

হার্ডডিস্কের বর্তমান বাজার মূল্য

 

এসএসডির বর্তমান বাজার মূল্য

 

কম্পিউটারের স্টোরেজ কেনার ক্ষেত্রে ব্যবহার এবং কাজ এর উপর ভিত্তি করে নির্বাচন করা উচিত কোনটা কেনা ভাল হবে । হার্ডডিস্ক, এসএসডি এবং এসএসএইচডি এর মধ্যে কিছু পার্থক্য এবং সুবিধা নিচে দেয়া হল ।

 

১। গতিঃ

 

> হার্ডডিস্ক (HDD) এর ফাইল রিড-রাইট টাইম গড়ে ৫০ থেকে ১২০ মেগাবাইট পার সেকেন্ড।

> এসএসএইচডি (SSHD) এর অ্যাভারেজ ফাইল রিড-রাইট টাইম ১৯০ মেগাবাইট পার সেকেন্ড।

> এসএসডি (SSD) এর রিড-রাইট টাইম প্রতি সেকেন্ডে গড়ে ২০০ থেকে ৫৫০ মেগাবাইট পার সেকেন্ড।

 

গতি এর দিক থেকে চিন্তা করলে এসএসডি (SSD) এর গতি সব থেকে বেশি ।

 

 

২। শব্দ এবং কম্পনঃ

 

> হার্ডডিস্কের / এসএসএইচডির (SSD / SSHD) প্লেটার ঘুরার কারণে কিছু শব্দ হয়।
> এসএসডিতে (SSD) কোন গতিশীল যন্ত্র নেই বলে শব্দ হয় না।

 

এসএসডি (SSD ) এগিয়ে

 

৩। স্থায়িত্বঃ

 

> হার্ডডিস্ক (HDD) এর স্থায়িত্ব এসএসডি এর থেকে কম।
> এসএসএইচডি (SSHD) এর স্থায়িত্ব খুব ভালো কারন এসএসএইচডি তে এসএসডি এবং এসডিডি এর কম্বিনেশন থাকে ।
> এসএসডি (SSD) এর স্থায়িত্ব সব থেকে বেশি বলে মনে করা হয় ।

 

স্থায়িত্ব এর দিক থেকে চিন্তা করলে এসএসডি (SSD) এর স্থায়িত্ব সব থেকে বেশি ।

 


৪। নির্ভরশীলতাঃ


হার্ডডিস্ক (HDD), এসএসডি (SSD) এবং এসএসএইচডি (SSHD) এর মধ্যে এসএসডি (SSD) কে সব থেকে নির্ভরশীল হিসেবে ধরা হয় । কারন হার্ডডিস্ক অথবা এসএসএইচডি তে স্টোরেজ বা ডেটা নষ্ট হওয়ার একটা সম্ভবনা থাকে। কিন্তু এসএসডিতে সংরক্ষিত ডেটা নষ্ট হওয়ার সম্ভবনা খুবই কম ।
 

এসএসডি (SSD) এগিয়ে নির্ভরশীলতায়


 

৫। ধারণক্ষমতাঃ

 

> হার্ডডিস্ক (HDD)  এর  ধারণক্ষমতা ১০ টেরাবাইট পর্যন্ত।  
> এসএসএইচডি (SSHD) এর ধারণক্ষমতা সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত।
> এসএসডি (SSD) এর ধারণক্ষমতা সর্বোচ্চ ৪ টেরাবাইট পর্যন্ত।
      


ধারণক্ষমতা এর দিক থেকে চিন্তা করলে হার্ডডিস্ক (HDD) এর  ধারণক্ষমতা সব থেকে বেশি ।

 


৬। লাইফস্পেনঃ

 

> হার্ডডিস্ক / এসএসএইচডি  এর লাইফস্পেন অনেক কম।
> এসএসডিতে (SSD) ২০০ বছর পর্যন্ত এর ডেটা ভাল থাকে।

 

এসএসডি (SSD) এগিয়ে

 

 

৭। গেমিং / গ্রাফিক্সঃ

 

> হার্ডডিস্ক (HDD) এর ধারন ক্ষমতা বেশি কিন্তু গতি কম।  
> এসএসএইচডি (SSHD) এর ধারন ক্ষমতা বেশি কিন্তু গতি ভাল
> এসএসডি (SSD) এর ধারন কম কিন্তু গতি বেশি

 

গেমারদের জন্য ভাল গতি এবং অধিক ধারন ক্ষমতা দুটোই দরকার তাই SSHD এগিয়ে।

 

 

৮। দামঃ

 

> হার্ডডিস্ক এর দাম তুলনামুলক কম।
> এসএসডির (SSD) দাম বেশি

 

হার্ডডিস্ক এগিয়ে

 


SSD এগিয়ে তবে আপনার চাহিদার উপর ভিত্তি করে সিলেক্ট করা উচিত।

 

হার্ডডিস্কের বর্তমান বাজার মূল্য

 

এসএসডির বর্তমান বাজার মূল্য

 

সলিড স্টেট ড্রাইভ (SSD) এর বিস্তারিত

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: May 20, 2020
Reviews (1) Write a Review
Tuhin
Tuhin | 03 March 2019 12.29 PM
This is an great article on solid drive and traditional hard disk. Though hard disk is widely used in Bangladesh beoz of its availability and cheap price. SSD is getting familiar day by day and price is lower as usual. This article helps a lot.