bdstall.com

এলজির উচ্চ রিজ্যুলিউসনের স্মার্ট ফোন

সম্প্রতি প্রযুক্তির আরেক জায়েন্ট এলজি ঘোষনা দিয়েছে তাদের উচ্চ রিজ্যুলিউসন স্ক্রীনের স্মার্ট ফোন। বলা হচ্চে এখনও পর্যন্ত এটি সব থেকে উচ্চ রিজ্যুলিউসন বিশিষ্ট স্মার্ট ফোন। এলজি-র ঘোষনা অনুযায়ী তাদের আসন্ন স্মার্ট ফোনটির স্ক্রীন ৫.৫ ইঞ্চি  ক্যুয়োড হাই ডেফিনিশন। এর রিজ্যুলিউসন
২৫৬০ × ১৪৪০। এলজি কর্তৃপক্ষ আরো জানিয়েছে এই ভার্সনের স্মার্ট ফোনটির ডিসপ্লে হবে ১.২১ মিলিমিটার। গত মাসে এলজি জি-২ মডেলের একটি স্মার্টফোন বাজারে ছাড়ে। এর স্ক্রীন হচ্ছে ৫.২ ইঞ্চি। তবে এলজি যে স্মার্ট ফোনটির ঘোষনা দিচ্ছে তার স্ক্রীন জি-২ এর স্ক্রীন থেকে ১২% বড়। এছাড়া এই স্মার্টফোনটির স্ক্রীনও যথেষ্ট উজ্জ্বল হবে। স্ক্রীনের রিজ্যুলিউসন ৫৩৮ পিপিআই। এলজি ডিসপ্লে আইটি এন্ড মোবাইল ডেভলপমেন্ট গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ডা. বেয়ং-কো কিম জানান, এলজি ২০১২ সালে সর্বপ্রথম উচ্চ রিজ্যুলিউসন এবং সম্পূর্ণ এইচ ডি স্মার্ট ফোন বাজার নিয়ে আসে। এই ধারাকেই মূলত অব্যাহত রাখতে আরো উচ্চ রিজ্যুলিউসনের স্মার্ট ফোন ছাড়ার পরিকল্পনা। নতুন এই সেল ফোনটির ডিসপ্লেতে নিম্ন তাপবিশিষ্ট পলি সিলিকন Low Temperature Poly Silicon ব্যবহার করা হয়েছে। এলজির কর্ণাধরেরা এখনও এর মূল্য নির্ধারন করেনি। সে সাথে এটি জানা যায় নি যে কবে এটি বাজারে আসবে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 25, 2013
Reviews (0) Write a Review