bdstall.com

ফিশ ফাইন্ডার কি ? কোথায় ব্যবহার করা হয়

মাছ ধরার শখ কার না আছে। আমাদের অনেকেই গ্রামের পুকুর কিংবা নদীতে মাছ ধরার অভিজ্ঞতা আছে। আমরা সব সময় বরশী বা জাল দিয়ে মাছ ধরি কিন্তু পানির মধ্যে মাছগুলো কোথায় আছে বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে পারি না। বিশেষ করে যারা সুমদ্রে মাছ ধরেন তাদের জন্য মাছ সনাক্ত করা অনেক কঠিন হয়ে যায়।

 

আধুনিক সময়ে ফিশ-ফাইন্ডার ডিভাইস দিয়ে আপনি খুব সহজেই মাছ সনাক্ত করতে পারবেন। ফিশফাইন্ডার পানির মধ্যে উচ্চ তরঙ্গ তৈরি করে। একটি আধুনিক ফিশ-ফাইন্ডার গ্রাফিকাল ডিসপ্লেতে প্রতিফলিত শব্দের পরিমাপ প্রদর্শন করে এবং সুমদ্রে বা পুকুরে মাছ গুলোর  অবস্থান সনাক্ত করে প্রতিচ্চিত্র পাঠিয়ে দেয়। সেই ক্ষেত্রে একটি স্মার্ট ফোন থাকতে হবে। তবে আপনার ফোন এর সাথে ফিশফাইন্ডারের মধ্যবর্তী দূরত্ব ১৫০ ফুট হতে হবে কারন এই রেঞ্জ এর মধ্যে ব্লু-টুথ ভালোভাবে তথ্য আদান প্রদান করতে পারে। মাছেদের অবস্থান নির্ণয় ছাড়াও, ফিশ ফাইন্ডার দিয়ে পানির গভিরতা এবং তাপমাত্রা জানতে পারবেন।

 

ফিশ ফাইন্ডার দাম সম্পর্কে জানতে পারবেন এখানে। 

 

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: November 23, 2019
Reviews (0) Write a Review