bdstall.com

টয়োটা এক্সিও কেন কিনবেন?

টয়োটা এক্সিও

টয়োটা এক্সিও গাড়িগুলো নির্মাণ করা হয় জাপানী গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান দ্বারা, যেটির নাম হচ্ছে টয়োটা মোটর কর্পোরেশন (Toyota Motor Corporation)। সবচেয়ে বেশি উপার্জন করার দিক থেকে বিশ্বব্যাপী ১১তম বৃহত্তম কোম্পানি হচ্ছে টয়োটা। টয়োটার বিভিন্ন মডেলের গাড়ি এর মধ্যে টয়োটা করোলা অন্যতম কারণ বাংলাদেশে এটির ব্যাপক চাহিদা রয়েছে। ২০০৬ সালের অক্টোবরে টয়োটা করোলা ১০তম জেনারেশানের বা সেডান ই১৬০ এর নতুন নামকরণ করা হয় টয়োটা এক্সিও। টয়োটা এক্সিও কার কেন কিনবেন সে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব।

 

১। এটি একটি ৫ সিটের সেডান কার

 

২। জ্বালানি খরচ কম ১৬-২৩ কিমি প্রতি লিটারে যায়।

 

৩। AWD/FF ড্রাইভ টাইপ

 

৪। ২০০৭ সালে এটি সবচেয়ে ভাল ডিজাইনের গাড়ি হিসাবে এওয়ার্ড পায়

 

৫। দুটি ইঞ্জিনে এটি পাওয়া যায়। ১.৫ লিটার ভিভিটি-আই এবং ১.৮ লিটার ডুয়েল ভিভিটি-আই ৪-সিলিন্ডারের ইঞ্জিন।

 

৬। টয়োটা করলার ১১তম জেনারেশনটি ২০১২ সালে রিলিজ হয় এবং ২০১৬ সাল পর্যন্ত এটি বলবত থাকে।

 

৭। টয়োটা এক্সিওর দাম বেশ কম। বাংলাদেশে এটি ১১ লক্ষ্য টাকা হলে পাওয়া যায়। তবে এটি ব্যবহৃত কন্ডিশান হবে আর এক্সিওর নতুন মডেলের দাম ১৮-২২ লক্ষ্য টাকার মধ্যে পাওয়া যাবে।

 

৮। এটির হাইব্রিড ভারশান বাজারে পাওয়া যায়

 

৯। এটির সর্বোচ্চ টর্ক ১৪০ এনএম / ৪৪০০ আরপিএম

 

১০। এটির সর্বোচ্চ গতি ১৮০ কিমি/ঘন্টা

 

১১। এটির ওজন ১১৩০ কেজি

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: January 19, 2022
Reviews (0) Write a Review