bdstall.com

সুজুকি গাড়ি এর দাম

আইটেম ১-৬ এর ৬

সুজুকি গাড়ি মূলত বিখ্যাত জাপানি অটোমোবাইল ম্যানুফ্যাকচার কোম্পানী সুজুকি মোটর কর্পোরেশন তৈরি। এই ব্র্যান্ডের গাড়ি আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, এবং অত্যাধুনিক টেকনোলোজির সমন্বয়ে তৈরি হওয়ায় গাড়ি উত্সাহীদের এবং চালকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাছাড়া, পারিবারিক যানবাহন হিসেবে ব্যবহারের পাশাপাশি দৈনন্দিন যাতায়াতে অন রোড এবং অফ রোড উভয় ধরনের রাস্তায় ভ্রমণের জন্য সুজুকি গাড়ি উপযুক্ত। বর্তমানে, সুজুকি গ্রাহক চাহিদা এবং পছন্দ অনুযায়ী লিয়ানা, মারুতি, সুইফট, সেলেরিও এবং ওয়াগন আর এর মতো বিস্তৃত মডেলের গাড়ি বাংলাদেশে সাশ্রয়ী দামে পাওয়া যায়।

সুজুকি গাড়ি কেন কিনবেন?

১। শক্তিশালী বিল্ড কোয়ালিটি এবং দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা প্রদান করায় সুজুকি গাড়ি বাংলাদেশে নির্ভরযোগ্য গাড়ি হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া, সুজুকি সুইফট এবং সুজুকি ব্যালেনো মডেলের গাড়ি আরামদায়ক হ্যান্ডলিং এবং সাশ্রয়ী জ্বালানী খরচের জন্য বেশ পরিচিত।

২। সুজুকি গাড়ি আকর্ষণীয় জ্বালানী সুবিধা প্রদান করে থাকে, যা বাংলাদেশে খরচ সচেতন গ্রাহকদের জন্য উপযুক্ত। অফিস, ব্যবসায়িক কাজে দৈনিক যাতায়াত কিংবা দূর দূরান্তে ভ্রমণে ক্ষেত্রে সুজুকি গাড়ি দক্ষ জ্বালানী সুবিধা প্রদান করে।

৩। তাছাড়া, দাম তুলনামূলকভাবে কম হওয়ায় বাজেট ও পছন্দ অনুযায়ী গ্রাহকদের উপযুক্ত মডেলের সুজুকি গাড়ি বেছে নিতে সহায়ক হয়ে থাকে। বর্তমানে, বাংলাদেশে সাশ্রয়ী দামে গুনমান সম্পন্ন এবং অত্যাধুনিক ফিচারের সমন্বয়ে কমপ্যাক্ট হ্যাচব্যাক, প্রশস্ত সেডান সুজুকি গাড়ি পাওয়া যায়।

৪। সুজুকি গাড়ি কমপ্যাক্ট সাইজের হওয়ায় শহরের যানজটপূর্ণ রাস্তায় এবং টাইট পারকিং স্পেসে সহজে নেভিগেট করা যায়। এছাড়াও, ছোট মাত্রার গাড়ি হওয়ায় শহুরে পরিবেশে ড্রাইভিংয়ের ক্ষেত্রে সহজ কৌশল প্রদান করে থাকে।

৫। ড্রাইভার এবং পেসেঞ্জারদের নিরাপত্তা প্রদানে সুজুকি গাড়িতে রিইনফোর্সড বডি স্ট্রাকচার, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) এবং ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ESC) থেকে শুরু করে একাধিক এয়ারব্যাগ রয়েছে। ফলে, সুজুকি গাড়ি ড্রাইভের ক্ষেত্রে ড্রাইভার এবং যাত্রী উভয়ের জন্য উচ্চ স্তরের নিরাপত্তা প্রদান করে।

৬। আরামদায়ক ড্রাইভিং সুবিধা প্রদানে সুজুকি গাড়িতে আধুনিক টেকনোলোজি এবং উন্নত ফিচার যুক্ত রয়েছে। তাছাড়া, দৈনন্দিন যাতায়াতে সুজুকি গাড়িতে আরামদায়ক পরিবেশ প্রদানে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে চাবিহীন প্রবেশ এবং অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ফিচার যুক্ত রয়েছে।

৭। বৈশ্বিক জলবায়ুর উপর বিরূপ প্রভাব কমাতে পরিবেশ বান্ধব গাড়ির চাহিদা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আর গ্রাহক চাহিদা অনুযায়ী সুজুকি ইলেকট্রিক এবং হাইব্রিড উভয় মডেলের গাড়ি সাশ্রয়ী দামে সরবারহ করে থাকে। ফলে, সুজুকি গাড়ি ব্যবহারে কম কার্বন নির্গমন হয়, যা বাংলাদেশে পরিবেশ সচেতন গ্রাহকদের জন্য আদর্শ গাড়ি।

৮। সুজুকি অফ-রোড এবং কমপ্যাক্ট এসইউভি গাড়িতে অল-হুইল ড্রাইভ (AWD) সিস্টেমের সমন্বয়ে তৈরি করা হয়েছে। বিশেষ করে সুজুকি জিমনি হচ্ছে কমপ্যাক্ট এসইউভি যা শক্তিশালী অফ-রোড ক্ষমতার জন্য যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি, রাস্তায় অন্যান্য গাড়ির সংঘর্ষ এড়াতে সুজুকি গাড়িতে কলিশন মাইগ্রেশন সিস্টেমও রয়েছে।

৯। এছাড়াও, গ্রাহকদের গাড়ি রক্ষণাবেক্ষণ ও মেরামত সহজ ভাবে নিশ্চিত করতে বাংলাদেশে সুজুকির অথোরাইজড সার্ভিসিং সেন্টার এবং ডিলারশিপ পয়েন্ট রয়েছে। ফলে, সুজুকি গাড়ি কেনার পর প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ সরবারহের পাশাপাশি ভালো বিক্রয়োত্তর সেবা পাওয়া যায়।

সুজুকি গাড়ির দাম কত?

বাংলাদেশে সুজুকি গাড়ির দাম ২০০,০০০ টাকা থেকে শুরু, যা ব্যবহৃত কন্ডিশনের মারুতি সুজুকি মডেলের গাড়ি। তাছাড়া, বাংলাদেশে সুজুকি গাড়ির দাম মডেল, কন্ডিশন, বডি স্টাইল, ইঞ্জিন টাইপ, ইঞ্জিন ক্যাপাসিটি এবং অন্যান্য ফিচার সমূহের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে।  এছাড়াও, স্টাইলিশ ডিজাইন,  চাবিহীন এন্ট্রি, এয়ার কন্ডিশনার, ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, এবং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম যুক্ত সুজুকি গাড়ির দাম ৭৮০,০০০ টাকা থেকে শুরু।

বাংলাদেশের সেরা সুজুকি গাড়ি এর মূল্য তালিকা April, 2024

সুজুকি গাড়ি মডেল বাংলাদেশে দাম
Suzuki Wagon R 2007 ৳ ৩২০,০০০
Maruti Suzuki 2005 ৳ ২০০,০০০
Suzuki Maruti 2007 ৳ ২৬০,০০০
Suzuki Swift 2010 ৳ ৩২০,০০০
Suzuki Swift VXI 2016 ৳ ৭৮০,০০০