bdstall.com

ইসিজি মেশিন এর দাম

আইটেম ১-৪ এর ৪

ইসিজি হচ্ছে আধুনিক সাস্থ্যসেবায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ মেডিকেল ডিভাইস, যা মূলত মানবদেহের হৃদপিন্ডের অবস্থা ডায়গনোসাইসিস করতে ব্যবহৃত হয়।বাংলাদেশে ইসিজি মেশিন ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ নামেও পরিচিত। এই ধরণের ডিভাইস থেকে একাধিক ইলেক্ট্রোড সাধারণত রোগীর বুক, হাত এবং পায়ে সংযুক্ত করে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন বৈদ্যুতিক সংকেতগুলো সনাক্ত করে গ্রাফ আকারে মেশিনে প্রেরণ করে। পরবর্তীতে একজন ডাক্তার রোগীর অনিয়মিত হৃদস্পন্দন, ইস্কেমিয়া এবং হৃদপিন্ডের পেশির অস্বাভাবিক অবস্থা শনাক্ত করে থাকে। প্রযুক্তিগত উন্নতির সাথে সাথে সাশ্রয়ী দামে কমপ্যাক্ট সাইজ, ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস সম্পন্ন ইসিজি মেশিন সরবারহ করায় বাংলাদেশে সরকারী, বেসরকারী হাসপাতাল, ক্লিনিক, ডায়গোনস্টিক সেন্টার এবং গ্রামীন সাস্থ্যসেবা কেন্দ্রে ব্যাপক ভাবে ব্যবহৃত হয়।

কেন ইসিজি মেশিন ব্যবহার করবেন?

১। ইসিজি মেশিন ব্যবহারের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে হার্টের অবস্থা পর্যবেক্ষণ করা। এই ধরণের মেশিন হৃদপিন্ডের বিটরেট এবং সার্বিক অবস্থা সম্পর্কে ধারণা প্রদান করে।

২। হার্ট অ্যাটাক থেকে পুনরুদ্ধার করার ক্ষেত্রে বা অ্যারিথমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত চেক আপ করতে ইসিজি মেশিন ব্যবহার করা হয়।

৩। শারিরীক কার্যকলাপের সময় রোগী হার্টের অবস্থা যাচাই করতে ব্যায়াম করানোর মাধ্যমে ইসিজি মেশিনে পর্যবেক্ষণ করা যায়।

৪। এছাড়াও, রোগীদের অপারেশন করার আগে কার্ডিয়াক অবস্থা যাচাই করতে ইসিজি মেশিন ব্যবহার করা হয়, যার ফলে অপারেশনের সময় হৃদযন্ত্রে কোনো প্রকার ত্রুটি দেখা দিলে সহজেই সনাক্ত করা যায়।

৫। হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ কমে যাওয়ার লক্ষণ, হার্টের ভালভের সমস্যা ইত্যাদি বিষয়ও সহজেই ইজিসি মেশিনে শনাক্ত করা যায়।

বাংলাদেশে ইসিজি মেশিনের দাম কত?

বাংলাদেশে ইসিজি মেশিন দাম ৪৫,০০০ টাকা থেকে শুরু, যা সাধারণত ফোল্ডেবল এলসিডি স্ক্রিন, আকর্ষণীয় ওয়েভফর্ম ডিসপ্লে এবং বিল্ট-ইন ৩ চ্যানেল থার্মাল প্রিন্টারের সমন্বয়ে তৈরি। তাছাড়া, চ্যানেল, স্পেসিফিকেশন, ফিচার এবং মডেল ইত্যাদি বিষয় সমূহের উপর নির্ভর করে বাংলাদেশে ইসিজি মেশিনের দাম পরিবর্তিত হয়ে থাকে।

৬ চ্যানেল ইসিজি মেশিন এর দাম

৬ চ্যানেল ইসিজি মেশিন সাধারণত ৮৫,০০০ টাকার মধ্যে পাওয়া যায়, যা দিয়ে বিস্তৃত পরিসরে ইসিজি টেস্ট রেকর্ড রাখা যায় এবং অতিরিক্ত চ্যানেল সুবিধা পাওয়া যায়। ৬ চ্যানেল বিশিষ্ট ইসিজি মেশিন বাংলাদেশে মাঝারি আকারের ক্লিনিক এবং হাসপাতালে ব্যবহারের জন্য উপযুক্ত।

১২ চ্যানেল ইসিজি মেশিন এর দাম

বাংলাদেশে একটি ১২ চ্যানেল ইসিজি মেশিন ১২০,০০০ টাকা থেকে ১৪০,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়। ১২ চ্যানেল যুক্ত ইসিজি মেশিন দিয়ে ইসিজি ওয়েভফর্ম ক্যাপচার করার ক্ষেত্রে উচ্চ স্তরের ডায়াগনস্টিক সক্ষমতা প্রদান করে। সাধারণত বড় পরিসরে হাসপাতাল এবং কার্ডিয়াক কেয়ার সেন্টারে ১২ চ্যানেল ইসিজি মেশিন বেশি ব্যবহৃত হয়।

ইসিজি মেশিন কেনার আগে কি কি দেখতে হবে?

অ্যাকুরেসি ও পারফরম্যান্সঃ ইসিজি মেশিন দিয়ে ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ রেকর্ড এবং ডিটেইলস প্রদানে ভালো অ্যাকুরেসি পাওয়া যাবে কিনা যাচাই করতে হবে। পাশাপাশি অ্যারিথমিয়াস এবং ইস্কেমিয়া সহ বিভিন্ন কার্ডিয়াক অবস্থার সনাক্ত এবং নির্ণয়ের জন্য যথেষ্ট কার্যকর কিনা তাও যাচাই করতে হবে।

ইউজার ইন্টারফেসঃ একাধিক অপারেট দিয়ে ব্যবহারের ক্ষেত্রে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস বাছাই করতে হবে। এছাড়াও, পোর্টেবল ও লাইটওয়েট ইসিজি মেশিন বাছাই করা উচিত, যাতে সেটআপ, অপারেট এবং পরিবহন করা সহজ হয়।

ডেটা ম্যানেজম্যান্ট ও কানেক্টিভিটিঃ রোগীর তথ্য সমূহ সংরক্ষণ এবং পুনরুদ্ধারের সুবিধা রয়েছে কিনা ইসিজি মেশিনে তা যাচাই করতে হবে। দক্ষ ডেটা স্থানান্তর এবং বিশ্লেষণের জন্য ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেমের সাথে নিরবচ্ছিন্ন সংযোগের ক্ষেত্রে ইউএসবি বা ব্লুটুথ কানেক্টিভিটি সুবিধা রয়েছে কিনা যাচাই করতে হবে।

ইসিজি মেশিনের ডিসপ্লেঃ ইজিসি মেশিনের রোগীর হৃদ স্পন্দনের গ্রাফ যথাযথভাবে দেখার জন্য গুণমান সম্পন্ন ডিসপ্লে রয়েছে কিনা তা যাচাই করতে হবে। রোগীর হৃদপিন্ডের অবস্থা পর্যবেক্ষণের জন্য ভালো ডিসপ্লে যুক্ত ইসিজি মেশিন যথেষ্ট সহায়ক হবে।

ওয়ারেন্টিঃ ইসিজি মেশিন কেনার ক্ষেত্রে অবশ্যই ওয়ারেন্টি এবং বিক্রয়োত্তর সেবা যাচাই করতে হবে, যার ফলে ইসিজি মেশিন ব্যবহারে কোন প্রকার ত্রুটির সম্মুখীন হলে সাথে সাথে সার্ভিসিং সুবিধা পাওয়া যাবে।

বাংলাদেশের সেরা ইসিজি মেশিন এর মূল্য তালিকা April, 2024

ইসিজি মেশিন মডেল বাংলাদেশে দাম
Edan SE-601B 6-Channel ECG Machine with Auto Report ৳ ৮৫,০০০
EDAN VE-300 3-Channel Veterinary ECG Machine ৳ ৯০,০০০
Carewell ECG-1112L 12-CH Electrocardiograph ECG Machine ৳ ১৩৮,০০০