bdstall.com

প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এর দাম

ফার্স্ট এইড বক্স আমাদের নিত্যদিনের একটি দরকারি সামগ্রী। অনেক সময় বিভিন্ন কাজ করার সময় অনেকেই হঠাৎ করে দুর্ঘটনায় পড়তে পারে। এমতাবস্থায় কিছু প্রাথমিক চিকিৎসা প্রদান করে অসুস্থ ব্যক্তিকে কিছুটা নিরাময় দেয়া সম্ভব। তবে প্রাথমিক চিকিৎসার জন্য দরকার বিভিন্ন ওষুধ, ব্যান্ডেজ, মলম ইত্যাদি। আর এগুলকে সুবিন্যস্ত ভাবে রাখতে দরকার একটি ফার্স্ট এইড বক্স। বাংলাদেশে বিভিন্ন সাইজের ফার্স্ট এইড বক্স পাওয়া যায়।

একটি ফার্স্ট এইড বক্সে কি কি থাকে?

একটি ফার্স্ট এইড বক্স কয়েকটি জিনিস নিয়ে গঠিত। একটি ফার্স্ট এইড বক্সে যা যা থাকে এগুলো নিচে উল্লেখ করা হলোঃ

গজ ব্যান্ডেজঃ গজ ব্যান্ডেজ একটি অতীব গুরুত্বপূর্ণ সামগ্রী। হাত, পা, মাথা কেটে গেলে এটি দিয়ে রক্ত প্রবাহিত বন্ধ করা যায়।

তুলাঃ কেটে যাওয়া স্থানে বিভিন্ন এন্টিসেপটিক ব্যবহার করার সময় তুলা ব্যবহার করা ভাল। চেষ্টা করা দরকার প্যাকেট তুলা রাখতে।

ক্রেপ ব্যান্ডেজঃ শরীরের যেকোনো হাড় ফেটে গেলে বা কোথাও মচকে গেলে ক্রেপ ব্যান্ডেজ ব্যবহারে ব্যথা কমে আসে। তাই ফার্স্ট এইড বক্সে ক্রেপ ব্যান্ডেজ রাখা ভাল।

সার্জিক্যাল ব্যান্ডেজঃ কোনো স্থানে ক্ষত হলে এটি ব্যবহার করা হয়। এটিকে ওয়ান টাইম ব্যান্ডেজও বলা হয়। সার্জিক্যাল ব্যান্ডেজ একটি গুরুত্বপূর্ণ জিনিস যা ফার্স্ট এইড বক্সে রাখা একান্ত ভাবে জরুরী।

কাঁচিঃ গজ, ব্যান্ডেজ বা অন্যান্য ক্ষেত্রে কিংবা প্রয়োজন অনুযায়ী পরনের কাপড় কাটার জন্য কাঁচি দরকার। তাই এটি রাখতে হবে।

চিমটা বা ফরসেপঃ ক্ষতস্থানে ক্ষুদ্র আঠালো ময়লা থাকে যা তুলা দিয়ে মুছে ফেলা যায় না, আবার পানি দিয়েও পরিষ্কার হয় না। আবার কাঁচ বা কোনো সুঁই ঢুকে গেলেও চিমটার সাহায্যে বের করা সম্ভব।

সার্জিক্যাল গ্লাভসঃ কোনো ক্ষতস্থানে কখনোই সরাসরি হাত দেয়া উচিৎ নয় এতে হাতের মধ্যে থাকা জীবাণু ক্ষত স্থানে প্রবেশ করতে পারে আবার ক্ষত স্থানের জীবাণু গুলো হাতে আসতে পারে। তাই সার্জিক্যাল গ্লাভস ব্যবহার করতে হবে যা ফার্স্ট এইড বক্সের সামগ্রী হিসেবে বিবেচিত।

জীবাণুনাশক বা অ্যান্টিসেপটিকঃ ফার্স্ট এইড বক্সে জীবাণুনাশক বা অ্যান্টিসেপটিক রাখা বিশেষ ভাবে প্রয়োজনীয়। জীবাণুনাশকের সাহায্যে ক্ষত স্থান যাতে জীবাণু দ্বারা আক্রান্ত না হয় সেই পদক্ষেপ নেয়া যাবে।

ওষুধঃ প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের ওষুধ, অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক ওষুধ, পেট খারাপের ওষুধ, মাথা ঘোরা ও বমির ওষুধ, খাওয়ার স্যালাইন, বার্ন ক্রিম, ব্যথানাশক মলম, অ্যালার্জির ওষুধ ইত্যাদি বক্সে থাকলে বিশেষ মুহূর্তে খুবই কাজে লাগে। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও ফার্স্ট এইড বক্সে রাখা ভাল।

থার্মোমিটারঃ মানব দেহের তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার একটি গুরুত্বপূর্ণ সামগ্রী। তাই ফার্স্ট এইড বক্সে থার্মোমিটার রাখতে হবে।

বাংলাদেশে ফার্স্ট এইড বক্সের দাম কত?

বাংলাদেশে ফার্স্ট এইড বক্সের দাম মাত্র ৪৫০ টাকা এবং আরও ভাল মানেরগুলোর দাম একটু বেশি পরবে। এই বক্সটিতে প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন সামগ্রী দেয়া আছে। এছাড়াও বিভিন্ন রকমের ফার্স্ট এইড বক্স রয়েছে বাংলাদেশে যার দাম নির্ভর করে কোয়ালিটি, সাইজ এবং অন্যান্য সুবিধার উপর ভিত্তি করে।

বাংলাদেশের সেরা প্রাথমিক চিকিৎসা এর মূল্য তালিকা September, 2023

প্রাথমিক চিকিৎসা মডেল বাংলাদেশে দাম
Portable Emergency Medical Bag ৳ ৬৯০
Metal First Aid Box ৳ ৮৯০
Dual Safety Lock First Aid Kit ৳ ২,০০০
Aluminum First Aid Box ৳ ২,৩০০