bdstall.com

মিররলেস ক্যামেরার দাম

আইটেম ১-২ এর ২

মিররলেস ক্যামেরা অন্যান্য ক্যামেরা থেকে একটু আলাদা হয়ে থাকে। এটিতে আলো লেন্সের সেন্সরে সরাসরি পৌঁছায় ফলে কোন আয়নার প্রয়োজন হয় না। পেশাদার ব্যবহারের জন্য সনি, ক্যানন, প্যানাসনিক ইত্যাদি ব্র্যান্ডের মিররলেস ক্যামেরা পাওয়া যায় বাংলাদেশের বাজারে। এটি নতুন প্রজুক্তির তাই প্রথমে দাম কিছুটা বেশি থাকলেও বাংলাদেশে এখন কমে গিয়েছে।

মিররলেস ক্যামেরার দাম কত?

বাংলাদেশে মিররলেস ক্যামেরা দাম ৩৮,০০০ টাকা থেকে ৩০০,০০০ টাকা বা তার বেশির ভিতর পাওয়া যায়। এই মিররলেস ক্যামেরাতে আছে ২৪ থেকে ৪৫ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর, ওয়াইড স্ক্রিন এলসিডি ডিসপ্লে, ফুল এইচডি থেকে ৪কে এবং ৮কে রেজুলেশনে ভিডিও, উন্নতমানের ব্যাটারি সহ আরও অনেক বৈশিষ্ট্য। বাংলাদেশে মিররলেস ক্যামেরার দাম নির্ধারিত হয় এগুলোর বিশেষত্ব গুলোর উপর ভিত্তি করে।

কি কি দেখে একটি মিররলেস ক্যামেরা কেনা উচিৎ?

বাংলাদেশের বাজারে আছে বিভিন্ন বিশেষত্বের অত্যাধুনিক মিররলেস ক্যামেরা। তবে মিররলেস ক্যামেরাগুলোর কাজ একই ধরণের হলেও রয়েছে বৈশিষ্ট্যের দিক থেকে কিছু পার্থক্য। তাই সঠিক মিররলেস কামেরা কেনার জন্য কিছু জিনিস দেখে নেয়া উচিৎ। এগুলো হলোঃ

১। কোন ধরণের ছবি বা ভিডিও ধারণ করতে চান সেটির উপর ভিত্তি করে মিররলেস ক্যামেরা কিনতে হবে। যদি ভ্রমণে সাথে করে ক্যামেরা বহন করতে চান তবে একটু ছোট এবং হালকা ওজনের মিররলেস ক্যামেরা বেশি ভাল হবে।

২। অটোফোকাস আছে এমন মিররলেস ক্যামেরা কেনা বেশি উত্তম। কেননা অনেক সময় ফোকাসিং-এ সমস্যা দেখা যায় ফলে সময় মতো ফোকাস হয় না বলে সঠিক ছবি বা ভিডিও ধারণ করা যায় না। কিন্তু অটোফোকাস মোড থাকলে যেকোনো অবজেক্ট অটোমেটিক ভাবে ব্লার হয়ে যায় এবং সাবজেক্ট স্পষ্ট হয়ে যায়।

৩। বাংলাদেশের বাজারে মিররলেস ক্যমেরার অনেকগুলো আলাদা লেন্স পাওয়া যায়। ফলে নির্দিষ্ট ছবি বা ভিডিও ধারণের জন্য নির্দিষ্ট ভাবে লেন্স ব্যবহার করা যায়। তাই যে ধরণের ছবি বা ভিডিও ধারণ করতে আগ্রহী সে অনুযায়ী লেন্সসহ মিররলেস ক্যামেরা কেনা ভাল কারন সে অনুযায়ী দাম ভিন্ন হতে পারে।

৪।  বাংলাদেশে ফুল এইচডি, ৪কে, এবং ৮কে রেসোলিউশনের মিররলেস ক্যমেরা পাওয়া যায়। তাই বাজেট অনুযায়ী এটি নির্ধারণ করুন।   

৫। শুটিং স্পীড যত বেশি হবে তত ভাল কারন উন্নতমানের ভিডিও এবং ছবি ধারণ করা যাবে যেকোন বস্তুর।

৬. ফুল ফ্রেম সেন্সর মিররলেস ক্যমেরা বাংলাদেশে পাওয়া যায়। ৩৫মিমি সেন্সর ফরমেট বেছে নিতে পারেন কারন এটি সবার কাছে গ্রহনযযোগ্য। আর এই সেন্সর সাইজের ক্যামেরাগুলো বহনযোগ্য হয়। শুধু মনে রাখবেন সেন্সর সাইজ যত বেশি হবে তত ভাল।    

মিররলেস ক্যামেরা দিয়ে কি স্পোর্টস ফটোগ্রাফি করা যাবে?

মিররলেস ক্যামেরা দিয়ে স্পোর্টস ফটোগ্রাফি করা যাবে নিখুঁত ভাবে। কেননা স্পোর্টস ফটোগ্রাফি বা অন্য যেকোন ক্ষেত্রে যেখানে একটি ছবি বা ভিডিওর সাবজেক্ট খুব দ্রুত নড়াচড়া কররে সেসব সাবজেক্টের ওপর ফোকাস ধরে রাখাটা বেশ গুরুত্বপূর্ণ। অন্যথায় ছবি বা ভিডিও ধারণের জন্য সুবিধা হবে না। এমতাবস্থায় সাবজেক্টকে চিনে নেয়ার জন্য মিররলেস ক্যামেরা গুলোতে নতুন এক ধরণের অ্যালগরিদম যুক্ত করা হয়েছে যা কোনো সাবজেক্টের রং, দূরত্ব, উজ্জ্বলতা, মুখমন্ডল ও চোখের তথ্য রিয়েল টাইমে বেশ দ্রুত যাচাই করতে সক্ষম করে ফলে মিররলেস ক্যামেরা দিয়ে স্পোর্টস ফটোগ্রাফি চমৎকার ভাবে করা যায়।