bdstall.com

ফিরে এলো সেই নোকিয়া ৩৩১০

তুমুল জনপ্রিয়তা পাওয়া নোকিয়ার সেই ৩৩১০ মোবাইল ফোনটি আবারো আসছে বাজারে। সম্প্রতি স্পেনে একটি টেক শোতে এই ঘোষণা দেয় এক সময়ের মোবাইল দুনিয়ায় রাজত্ব করা নোকিয়া। ৩৩১০ ফোনের নতুন এই ভার্সনটি এইচএমডি গ্লোবাল বিক্রি করবে। নতুন এই ফিচার ফোনটিতে থাকছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা, এস৩০+ অপারেটিং সিস্টেম, কালার ডিসপ্লে এবং অপেরা ব্রাউজার। একটি মাইক্রো এসডি কার্ডও থাকবে ছবি এবং ডাটা সংরক্ষণ করার জন্য। নোকিয়ার নতুন এই ফিচার ফোনটির অন্যতম আকর্ষণ হচ্ছে এর ব্যাটারি। একবার চার্জ দিয়ে প্রায় ২২ ঘণ্টা ব্যবহার করা যাবে এটি এবং চার্জ এর স্ট্যান্ড-বাই সময় প্রায় এক মাস। দীর্ঘদিন মোবাইল বাজার দখল করে ছিল নোকিয়া। তবে স্মার্টফোন যুগের সাথে তাল মেলাতে না পেরে ধীরে ধীরে এক সময় বাজার থেকে হারিয়ে যায় নোকিয়া। কিন্তু বার বারই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এখন দেখার পালা নোকিয়ার এই প্রচেষ্টা কতটা কার্যকর হয়।

 

মোবাইল ফোনের বর্তমান মূল্য তালিকা।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: March 02, 2017
Reviews (0) Write a Review