bdstall.com

ওয়ানপ্লাস ৫-এ থাকবে ৮ জিবি র‍্যাম

চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস এবার তাদের পরবর্তী ফোন ওয়ানপ্লাস ৫ নিয়ে আসছে। এরই মধ্যে এই ফোনের বেশ কিছু তথ্য ইন্টারনেটে লিক হয়েছে। ৫.৫ ইঞ্চির একটি কোয়াড এইচডি (২,৫৬০ x ১,৪৪০) রেজুলেসনের পর্দা থাকবে এই ফোনে। অ্যান্ড্রয়েড ন্যুগাট অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি। 
এছাড়াও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপ, ৮ জিবি র‍্যাম, ৬৪ জিবি অভ্যন্তরীণ মেমোরি, ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকতে পারে ওয়ানপ্লাসের পরবর্তী এই ফ্ল্যাগশিপ ফোনে। দুটো ন্যানো সিম কার্ড স্লট ও একটি মাইক্রোএসডি কার্ড স্লটও আছে যেখানে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে। ওয়ানপ্লাস ৫-এর পেছনে ২৩ মেগাপিক্সেলের একটি ব্যাক ক্যামেরা এবং সামনে ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকতে পারে। 

 

মোবাইল ফোনের মূল্য তালিকা 

 

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: May 20, 2017
Reviews (0) Write a Review