bdstall.com

ডিভিআর এবং এনভিআর এর পার্থক্য

ডিভিআর এর পূর্ণরূপ হল ডিজিটাল ভিডিও রেকর্ডার এবং এনভিআর বলতে বোঝায় নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। এনভিআর সাধারণত আইপি ক্যামেরাগুলো থেকে ভিডিও রেকর্ড করে একটি নেটওয়ার্ক ক্যাবল এর সাহায্যে। এই আইপি ক্যামেরাগুলো একটি সুইচ কিংবা রাউটারের সাহায্যে এনভিআর এর সাথে সংযুক্ত থাকে। আর ডিভিআর অ্যানালগ কিংবা কয়াক্স ক্যাবলযুক্ত ক্যামেরাগুলো থেকে ভিডিও রেকর্ড করে। তবে বর্তমানে বেশ কিছু এইচডি-এসডিআই এবং এইচডি-সিভিআই ক্যামেরা রয়েছে যেগুলো কয়াক্স ক্যাবল এর সাহায্যে ডিভিআর-এ ভিডিও রেকর্ড করা যায়। অর্থাৎ ডিভিআর এবং এনভিআর দুটোই ক্যামেরার সাহায্যে ভিডিও রেকর্ড করে তবে এদের ট্রান্সমিশন সিস্টেমটা ভিন্ন হয়। 

 

কিভাবে ভালো সিসি ক্যামেরা কিনবেন

 

সাধারণত ডিভিআর এবং এনভিআর দুটোর ব্যবহারই মোটামোটি সহজ। তবে এনভিআর এর মেনু সিস্টেম একটু কঠিন হয় কেননা এর ক্যামেরাগুলোর নিজেদেরই একটি নেটওয়ার্ক সিস্টেম থাকে এবং সেগুলোকে একটি আইপি এড্রেসের সাথে সেট করে দিতে হয়। অন্যদিকে ডিভিআরে এধরনের কোন ক্যামেরা সেট-আপের প্রয়োজন হয় না। শুধুমাত্র তারের সাহায্যে সংযোগ দিয়ে ডিলেই ডিভিআর ক্যামেরার সাথে কানেক্টেড হয়ে যায়। এনভিআর এবং ডিভিআর দুটো থেকেই রিমোট ভিডিও মনিটরিং করা যায়। এনভিআর সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হল এই সিস্টেমে অতিরিক্ত ক্যাবলের ঝামেলা এড়ানো যায়। বর্তমান জুগে অনেকেই ক্যাবলের ঝামেলা পছন্দ করেন না। এনভিআরের ক্যামেরাগুলোকে শুধু পাওয়ার কানেকশন দিয়েই কানেক্ট করা যায়। তবে এক্ষেত্রে এনভিআর এর সমস্যা হল অনেক সময় নেটওয়ার্ক দুর্বল থাকলে সিগন্যাল হারিয়ে যায় যা ডিভিআরে হয় না। 

 

ডিভিআর ও এনভিআর সিস্টেমের বর্তমান মূল্য তালিকা

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: May 30, 2017
Reviews (0) Write a Review