bdstall.com

রেজারের প্রথম স্মার্টফোন

রেজারের প্রথম স্মার্টফোনটি নভেম্বরের এক তারিখে মুক্তি দেয়ার কথা ছিল। তবে এরই মধ্যে ফোনটির কিছু ফিচার ফাঁস হয়ে গেছে। ফোন রাডার এর একটি রিপোর্টে বলা হয় জিএফএক্সবেঞ্চে ইতোমধ্যেই রেজার ফোন নামের একটি লিস্ট দেখা যাচ্ছে। 

 

স্মার্টফোনের বর্তমান মূল্য তালিকা


এই লিস্ট অনুসারে, ফোনটিতে থাকবে ৫.৭ ইঞ্চির একটি বড় স্ক্রিন যার সাথে থাকবে ২৬৫০ ১৪৪০ পিক্সেল রেজুলেসনের ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমরি এবং ৮ গিগাবাইট র‍্যাম। উল্লেখ্য যে স্যামসাং গ্যালাক্সি এস৮+ -এ আছে ৬ গিগাবাইট র‍্যাম এবং সদ্য মুক্তি পাওয়া গুগল পিক্সেল এক্সএল২-এ রয়েছে ৪ গিগাবাইট র‍্যাম। সুতরাং এটা আশা করাই যায় যে রেজারের এই নতুন ফোনে থ্রিডি গেম এবং মাল্টি টাস্কিং বেশ ভালোই কাজ করবে। তবে এটি অবাক করার মত কোন ব্যাপার না কেননা রেজারের পরিকল্পনা অনুযায়ী তারা তাদের এই স্মার্টফোনটিকে গেমিং পাওয়ারহাউজ বানাতে চায়।

 

 

তথ্য এবং ছবি - ম্যাশেবল।

 

Reviews (0) Write a Review