যেসব রোবট আশ্চর্যজনক কাজ করতে পারে সেগুলো যথেষ্ট রোমাঞ্চকর হয়। কিন্তু রোবট বিশেষজ্ঞরা যখন ইন্সেকটোয়েড রোবট বানানো শুরু করে তখন বিষয়টা মূলত একটু অস্বস্তিপূর্ণ হয়ে ওঠে। অবশ্য পোকামাকড়ের আচরণ অনুকরণের মাধ্যমে যেকোনো রোবটকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করা সম্ভব। এই ধারণার উপর ভিত্তি করেই সাউথ কোরিয়ার বিজ্ঞানীরা জাম্পরোচ নামে একটি রোবট আবিষ্কার করেছে। এই ছোট রোবটটির ওজন ৫৯.৪ গ্রাম ও এটি ৫ ফিটেরও কিছু বেশি উচ্চতায় ঝাঁপ দিতে পারে। পোকার মতো এটি চলাচলরত অবস্থাতেও ঝাঁপ দিতে পারে। তাছাড়া ভারসাম্য হাড়িয়ে গেলেও এটি আবার নিজ পায়ে উঠে দাড়াতে পারে। বিশেষ কোনও কার্যসাধনের জন্য তৈরা না করা হলেও জাম্পরোচ আধুনিক প্রযুক্তির একটি অনন্য উদাহরণ।