খেজুর আমাদের দেশে অতি পরিচিত একটি ফল। খেজুরে শরীরে প্রচুর পরিমানে শক্তি উৎপাদন করে। এতে রয়েছে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, শর্করা, বিভিন্ন ধরনের ভিটামিন, গ্লুকোজ ও মিনারেল। রামাযান মাসে প্রতিদিনের সিয়াম রাখলে দীর্ঘ সময় খালি পেটে খালি থাকায় দেহে প্রচুর পরিমানে গ্লুকোজের ঘাটতি হয়। ফলে সিয়াম শেষে খেজুর দিয়ে ইফতারি করলে শরীরে প্রয়োজনীয় গ্লুকোজের ঘাটতি যোগান দিতে সাহায্য করে।
জেনারেটর হল এক ধরনের বৈদ্যুতিক ব্যাক আপ পাওয়ার উৎস যা বিভিন্ন ধরনের জ্বালানী শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের জেনারেটর পাওয়া যায়। জ্বালানীর উপরে ভিত্তি করে এর প্রকারভেদ নির্বাচন করা হয়।
প্রযুক্তির উন্নয়ন ও বিকাশের সাথে সাথে প্রিন্টারের দাম কমে আসলেও প্রিন্টারের কালির দাম কিন্তু এখনো আকাশ ছোয়াই বলা চলে। তাই মাঝে মাধ্যেই আমাদেরকে প্রিন্টারের কালি নিয়ে পরতে হয় নানান সমস্যায় । আর এর জন্যই প্রিন্টারের কালির খরচ যতটুকু সম্ভব বাচিয়ে কাজ করাই আমাদের জন্য সবচেয়ে উত্তম সমাধান হতে পারে। তাহলে চলুন জেনে নেই প্রিন্টারের কালির খরচ কমানোর কিছু কার্যকরী টিপস।
একটি সিম ক্রয় করার সময় অবশ্যই সেই সিম ক্রয়কারীকে তার জাতীয় পরিচয়পত্র ও আঙ্গুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করে নিতে হয়। এক সময় এই পদ্ধতিটি না থাকলেও বর্তমানে এটি বাধ্যতামূলক, সিম ব্যবহার করে অপরাধমূলক ও অনৈতিক কর্মকান্ডে কেউ যাতে না জড়াতে পারে সেই লক্ষ্যেই এটি করা।
করোনা পরিস্থিতিতে দেশের প্রায় সকল মানুষই চুল কাটা নিয়ে পরেছেন বিপাকে। তাই এই সময়ে চুল কাটা জন্য হেয়ার ট্রিমার বা রেজার হচ্ছে সময় উপযোগী সমাধান। আসুন জেনে নেওয়া যাক হেয়ার ট্রিমার ব্যবহারের কিছু নিয়ম ।
যে কোন গাড়ির ড্রাইভারদের জন্য ড্রাইভিং লাইসেন্স থাকাটা অত্যন্ত জরুরী, হোক সে পেশাদার বা অপেশাদার। ড্রাইভিং লাইসেন্স হলো আপনি যে গাড়ি চালানো শিখেছেন বা নিরাপদে গাড়ি চালাতে পারেন তার দলিল বা রাষ্ট্রীয় স্বীকৃতি। বাংলাদেশের আইন অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো দন্ডনীয় অপরাধ।
কোনো সংক্রামক রোগ যখন বিশাল একটি জনগোষ্ঠীর মাঝে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেই রোগে অনেক মানুষ মারা যেতে থাকে তখনই সেই রোগকে মাহামারী বলা হয়। বর্তমানে ২০২০সালে নতুন করোনাভাইরাসকে মহামারী হিসেবে বিশ্বব্যাপী ঘোষণা দেওয়া হয়েছে। তবে এমন সংক্রামণ রোগের সূত্রপাত কিন্তু আজকের নয়।
আজকাল ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, পেশাদার সবাই কম্পিউটার হিসেবে ল্যাপটপকেই বেছে নিচ্ছেন। এক সময় ল্যাপটপকে অনেক ব্যয়বহুল একটি ডিভাইস হিসেবে গণ্য করা হলেও বর্তমানে খুব কম মূল্যে ভালো মানের ল্যাপটপ ক্রয় করা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক ২৯ হাজার টাকার মধ্যে ৫টি আকর্ষণীয় ল্যাপটপ সম্পর্কে। তাছাড়া অধিক কনফিগারেশনের ল্যাপটপ সম্পর্কে এখানে জানতে পারবেন।
চীনসহ বেশ কয়েকটি দেশে করোনা ভাইরাসের সংক্রমণের ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে পুরো পৃথিবী জুড়ে। এখনো পর্যন্ত শুধুমাত্র চিনেই ৩ হাজারের বেশিজনের মৃত্যুর খবর পাওয়া গেছে সংক্রমিত হয়েছে ১১ হাজারেরও অধিক । তাই যে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করছে। যেহুতু ভাইরাসটি নতুন তাই এখনো পর্যন্ত এর প্রতিসেধক বা এন্টিমেডিসিন আবিষ্কৃত হয়নি। তাই কিছু সর্তকতা অবলম্বন করে ভাইরাসটি প্রতিরোধ করাই সর্বোত্তম পন্থা।
পদ্মা সেতু হলো বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু যার মাধ্যমে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সাথে উত্তর-পূর্ব অঞ্চলের সংযোগ ঘটবে । সেতুটির উত্তর পাড় মুন্সীগঞ্জ, মাওয়া পয়েন্টে অবস্থিত এবং দক্ষিণ পাড় শরীয়তপুর এবং মাদারীপুর, জাজিরা পয়েন্টে অবস্থিত । সেতুটির মোট দৈর্ঘ্য হবে ৬,১৫০ মিটার বা ২০,১৮০ ফুট এবং প্রস্থ ১৮.১০ মিটার বা ৫৯.৪ ফুট। এটির সম্পূর্ণ কাজ সম্পন্ন হলে এটিই হবে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু।
আবাবিল পাখি যার কথা পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। তাই সারা বিশ্বের মুসলমানদের কাছে আবাবিল পাখির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সাধারণত হাইরানডিনিডি গোত্রের পাখিদের আবাবিল পাখি বলা হয়। আবার পারিডি গোত্রে পাখিদেরও অনেকসময় অনেকে আবাবিল পাখি বলে থাকে।
কি-বোর্ড ইংরেজি শব্দ key bord থেকে এসেছে । কিবোর্ডের বাংলা অর্থ দাঁড়ায় চাবির পাটাতন । তবে আমরা যারা বাঙালি তারা সবাই এক কিবোর্ড নামেই সবচেয়ে বেশি চিনে থাকি ডিভাইসটিকে । কিবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। যাতে কিছু বাটন বিন্যস্ত থাকে, যেটি মেকানিক্যাল লিভার অথবা ইলেক্ট্রনিক সুইচের মতো কাজ করে।
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট বা লবণাক্ত বনাঞ্চল হলো সুন্দরবন। এটি বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম একটি । সুন্দরবনের মোট আয়তন ১০হাজার বর্গ কিলোমিটার, যা যোৗথভাবে বাংলাদেশ ও ভারতে অবস্থিত। এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের দুই জেলা চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে বিস্তৃত।
বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে এখন ছোট বড় প্রায় প্রতিটি স্মার্ট ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করা যায়। হাতের ঘড়ি থেকে শুরু করে এখন ঘরের টিভিতে পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করা যায়। গান শোনা, মুভি দেখা, গেম খেলা , ফেসবুকিং করা,পত্রিকা পড়া, কেনাকাটা করা , ই-মেইল করা ইত্যাদি প্রায় সব ধরনের কাজেই ইন্টারনেট ব্যবহার করে করা যায়।
বাজারে যেসব ডিজিটাল ক্যামেরা পাওয়া যায় তা মুলত দুটো ভাগে বিভক্ত। একটি হচ্ছে পয়েন্ট-এন্ড-শুট এবং অপরটি হচ্ছে ডিএসএলআর (ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেকশন)। আর এর মধ্যে সর্বাধিক জনপ্রিয় হচ্ছে পয়েন্ট-এন্ড-শুট ক্যামেরা। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এসব ক্যামেরার দামও চলে এসেছে মধ্যবিত্তের ক্রয়সীমার মধ্যে। বিশ্বের সেরা ব্র্যান্ডের পয়েন্ট-এন্ড-শুট ক্যামেরা এখন ৮-৯ হাজার টাকাতেও পাওয়া যায়।
মধু হল এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ, যা মৌমাছি বিভিন্ন প্রতঙ্গ ফুলের মধ্য থেকে সংগ্রহ করে মৌচাকে সংরক্ষন করে । যা পরবর্তিতে মানুষ তাদের নিজেদের প্রয়োজনে মৌচাক থেকে সংগ্রহ করে থাকে। মধু একটি সুপেয় ঔষধিগুণ সম্পন্ন তরল ভেষজ। এটি স্বাস্থ্য সুরক্ষা ও রোগ মুক্তিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ডোমেন নেম বলতে মূলত কোন ওয়েবসাইটের নামকেই বুঝায়। যেমন bdstall.com এই ডোমেন নেম ক্লায়েন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। পৃথিবীর প্রতিটি ওয়েবসাইটকে আলাদা করার জন্য প্রতিটি ওয়েবসাইটেরই একটি নিজস্ব আইপি অ্যাড্রেস থাকে।
বাইক অনেকের পছন্দের একটি বাহন। তাই অনেকে শখের বসে কিংবা প্রয়োজনের তাগিদে বাইক কেনার কথা চিন্তা করে থাকে। তার মধ্যে আমাদের দেশের যাতায়াতের যে নাগরিক সুবিধা তাতে যে কেউ না চাইলেও বাইক কিনতে হচ্ছে । তবে আপনি বাধ্য হয়ে বা শখের বসে যে ভাবেই বাইক কিনার কথা ভেবে থাকুন না কেন বাইক কিনার আগে অবশ্যই কিছু বিষয় লক্ষ রেখে বাইক কিনা উচিত।
গরম কালে যে যন্ত্রটি আমাদের সকলের সর্বপ্রথম প্রয়োজনীয় বস্তু শীতকালে যেন ঠিক তার উল্টো হয়ে অবহেলার পাত্র হয়ে উঠে । ঠিক ধরেছেন, বলছি আপনার রুমকে ঠান্ডা করার যন্ত্রটি বা এয়ারকন্ডিশনারের কথা। যেটি ছাড়া গরম কালে যেন একটি মুহুর্তও বেচে থাকা দুর্ষকর হয়ে উঠেছে। এর প্রধান কারণ হলো বিগত কয়েকবছর বাংলাদেশের তাপমাত্রা অসহনীয় মাত্রায় বাড়তে শুরু করেছে।
প্রায় প্রতিটি পুরুষ মানুষেরই প্রয়োজনের তাগিদে হোক বা শখের বশে হোক জীবনে একটা সময় না একটা সময়ে একটি মোটরসাইকেল কিনার ইচ্ছা মনে জাগেই। কারণ আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যাতায়াত বা ভ্রমনের জন্য মোটরসাইকেল খুবই ভালো যানবাহন । আবার অনেকের জীবনের প্রধান শখও থাকে একটি মোটর সাইকেল কিনবে।