bdstall.com

গবাদি পশু নিয়ন্ত্রণে রোবট

রাখাল ও কৃষকদের সহায়তার জন্য অস্ট্রেলিয়ান সেন্টার ফর ফিল্ড রবোটিক্স এক ধরনের রোবট তৈরি করেছে। রোবটটির নাম হচ্ছে The SwagBot। গবাদি পশু পর্যবেক্ষণ ও একত্রে চালিত করার জন্য রোবটটি খুবই উপযোগী। বাধা ও পরিখা আরোহণ করার জন্য রোবটটিতে যথেষ্ট শক্তি ও দক্ষতা আছে। অসমতল জায়গাতে কাজের জন্য এই শক্তিশালী রোবটটি তৈরি করা হয়েছে। ব্যাটারি চালিত এই রোবটটিকে হুইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। সমতল ভূখণ্ডে এটি ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার গতিতে চলতে পারে। রোবটটির স্বায়ত্তশাসন ক্ষমতা বাড়ানোর জন্য কাজ চলছে। ভবিষ্যতে যাতে রোবটটি আগাছা পরিষ্কার করতে পারে সেই প্রক্রিয়াও চলছে। রোবটটি ২২,৮২৭ ডলারের কাছাকাছি মূল্যে বাজারে পাওয়া যাবে।  

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 06, 2016
Reviews (0) Write a Review