bdstall.com

পায়ের জুতার মাপ কিভাবে নিবেন

অনলাইনে জুতা কেনা এর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সঠিক মাপ নির্ধারণ করা। বাংলাদেশে নামীদামী ব্র্যান্ডের পাশাপাশি সাশ্রয়ী দামে জুতা পাওয়া যায়। তবে, ব্র্যান্ড অনুযায়ী জুতার সাইজ ভিন্ন রকম হয়ে থাকে। তবে আপনি যদি নিজের পায়ের সঠিক মাপ জানেন, তাহলে এই সমস্যাটি সহজেই সমাধান সম্ভব। তাহলে চলুন, কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে বাড়িতে বসেই কীভাবে পায়ের সঠিক মাপ নিতে পারবেন তা জেনে নেওয়া যাক।

 

পায়ের জুতার মাপ নেওয়ার জন্য যা যা প্রয়োজন

  • আপনার পায়ের চেয়ে বড় এক টুকরো সাদা কাগজ নিবেন
  • একটি পেন্সিল বা কলম।
  • একটি স্কেল বা মাপার ফিতা।
  • কাগজ সরে যাওয়া রোধ করতে দেয়ালের সাথে আটকানোর জন্য টেপ।

জুতার মাপ নেওয়ার ধাপ সমূহ

স্টেপ-১ঃ প্রথমে, শক্ত ও সমতল মেঝেতে কাগজটি রাখবেন। কাগজটি যেন বারবার সরে না যায় তার জন্য কাগজটির এক প্রান্ত দেয়ালের সাথে টেপ দিয়ে আটকে দিবেন। এতে আপনার পায়ের মাপ নেওয়ার সময় নড়াচড়া করবে না এবং সঠিক মাপ নেওয়া সহজ হবে।

 

স্টেপ-২ঃ যেহেতু বেশিরভাগ সময়ই আমরা জুতার সাথে মোজা পরি, তাই পায়ের মাপ নেওয়ার আগে মোজা পরে নিবেন। তাহলে জুতার ভেতরের মাপের সাথে পায়ের মাপের সামঞ্জস্য হবে।

 

স্টেপ-৩ঃ কাগজের উপর এমনভাবে পা রাখবেন যেন আপনার পায়ের গোড়ালি দেয়াল স্পর্শ করে থাকে। তারপর আপনার শরীরের সম্পূর্ণ ভর পায়ের ওপর দিয়ে দাঁড়াবেন। এরপর পেন্সিল বা কলমটি সোজা করে ধরে আপনার পায়ের চারপাশে একটি আউটলাইন বা ছাপ এঁকে নিবেন।

 

স্টেপ-৪ঃ এই ধাপে আপনি কাগজ থেকে পা সরিয়ে স্কেল অথবা মাপার ফিতার সাহায্যে আপনার আঁকা ছাপটি বা আউটলাইনের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে নিবেন।

  • দৈর্ঘ্যঃ পায়ের সবচেয়ে লম্বা আঙুলের ডগা থেকে গোড়ালির শেষ পর্যন্ত মাপ নিবেন।
  • প্রস্থঃ পায়ের সবচেয়ে চওড়া অংশের মাপ নিবেন।

স্টেপ-৫ঃ সবশেষ ধাপে, একইভাবে অন্য পায়ের মাপটি নিবেন। কারণ আমাদের দুই পায়ের মাপে কিছুটা পার্থক্য থাকতে পারে। তাই, আপনার যে পায়ের মাপ বেশি হবে, জুতা কেনার সময় সেই মাপটিই ব্যবহার করবেন।

 

পরিশেষে, আপনার পায়ের জুতার মাপটি সেন্টিমিটার বা ইঞ্চিতে লিখে রাখবেন। তাহলে, অনলাইনে বা অফলাইনে দোকান থেকে জুতা কেনার সময় তাদের সাইজ চার্টের সাথে আপনার পায়ের মাপ মিলিয়ে সহজেই সঠিক জুতাটি বেছে নিতে পারবেন।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: September 16, 2025
Reviews (0) Write a Review