সিলিং Fan কেনাকাটা
তীব্র গরম থেকে বাঁচতে সবচেয়ে বেশি ব্যবহৃত ফ্যান হচ্ছে সিলিং ফ্যান। এটি বাসা-বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ব্যাপক ভাবে ব্যবহার হয়। তাছাড়া, এয়ার কন্ডিশনার, মিস্ট ফ্যানের মত অন্যান্য কুলিং ডিভাইস এর তুলনায় সিলিং ফ্যান বাংলাদেশে যথেষ্ট কম দামে পাওয়া যায়।
বাংলাদেশে কি কি ধরণের সিলিং ফ্যান পাওয়া যায়?
ব্যবহারের উপর নির্ভর করে সিলিং ফ্যানের ধরণ ভিন্ন হয়ে থাকে।
- কমার্শিয়াল সিলিং ফ্যানঃ এটি বাংলাদেশে মেট্রো স্টেশন, রেল স্টেশন, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেস্টুরেন্ট এর মত ওপেন স্পেসে ব্যবহার করা হয়। এই ধরণের ফ্যানে ৫ এর অধিক ব্লেড সরবারহ করে। এর ব্লেড সাইজ ৭২ ইঞ্চি এর বেশি হয়ে থাকে। এই ধরণের সিলিং ফ্যানের দাম বাংলাদেশে ৩৮,০০০ টাকা থেকে ১০০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে।
- ইন্ডাস্ট্রিয়াল সিলিং ফ্যানঃ গার্মেন্টস, ডাইং সেন্টার, শপিংমল, থিয়েটার, স্টেডিয়াম, এবং বিমানবন্দর সহ বিভিন্ন শিল্প কারখানায় ইন্ডাস্ট্রিয়াল সিলিং ফ্যান ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। এই ধরণের সিলিং ফ্যানে ৮-১২ টি শক্তিশালী ব্লেড থাকে। ২৫০ স্কয়ার ফিটের বেশি জায়গার জন্য ১৬৫ থেকে ১৬৮ ইঞ্চির ব্লেড সরবারহ করে। এছাড়া, ১৬ ফিট থেকে ২৪ ফিট জায়গার জন্য এইচভিএলএস ফ্যান ১৯২ ইঞ্চি থেকে ২৮৮ ইঞ্চি ব্লেড সরবারহ করে। বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল ফ্যানের দাম ১২৫,০০০ টাকা থেকে ১৬৫,০০০ টাকা বা তার বেশি হয়ে থাকে।
- রেসিডেন্সিয়াল সিলিং ফ্যানঃ সাধারনত বাসা-বাড়ি, অফিসের জন্য রেসিডেন্সিয়াল ফ্যান ব্যবহার করা হয়। এই ধরণের ফ্যানের ব্লেড সাইজ ৪৮ ইঞ্চি থেকে ৫৬ ইঞ্চির মধ্যে হয়ে থাকে। তবে রুমের সাইজ অনুযায়ী রেসিডেন্সিয়াল ফ্যানের ব্লেড সাইজ সামঞ্জস্য করা যায়। রেসিডেন্সিয়াল ফ্যান ২,৪০০ টাকা থেকে ৬,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। বাসা-বাড়িতে ব্যবহার উপযোগী সিলিং ফ্যানের পাখার সংখ্যা ৩-৪ টি হয়ে থাকে।
- মিনি সিলিং ফ্যানঃ সাধারণত ৬০ স্কয়ার ফিটের কম সাইজের রুমের জন্য উপযুক্ত হয়ে থাকে। ছোট স্পেসের জন্য মিনি সিলিং ফ্যানের ব্ল্যাড সাইজ ২৪ ইঞ্চি থেকে ৩৬ ইঞ্চির মধ্যে হয়ে থাকে। মিনি সিলিং ফ্যানের দাম বাংলাদেশে ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে হয়ে থাকে।
বাংলাদেশে সিলিং ফ্যানের দাম কত?
বাংলাদেশে সিলিং ফ্যানের দাম ১,০০০ টাকা থেকে ২০০,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। তবে সিলিং ফ্যানের দাম মূলত ব্র্যান্ড, পাখা সংখ্যা, এবং ব্লেড সাইজ অনুযায়ী পরিবর্তিত হয়ে থাকে। বাসা-বাড়িতে কিংবা ছোট পরিসরের জায়গায় ব্যবহার উপযোগী সিলিং ফ্যান ২,০০০ টাকা থেকে ৬,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। এছাড়া, কমার্শিয়াল কিংবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ব্যবহার উপযোগী ৬-১২ ব্লেডযুক্ত সিলিং ফ্যানের দাম ৩৮,০০০ টাকার বেশি হয়ে থাকে।
বাসা-বাড়ির জন্য কত ওয়াটের সিলিং ফ্যান প্রয়োজন?
বাসা-বাড়িতে ব্যবহারের জন্য ২৪ ইঞ্চি - ৫৬ ইঞ্চি ব্লেড সাইজের সিলিং ব্যবহার করা উত্তম। এই সাইজের সিলিং সাধারণত ৫৫ ওয়াট থেকে ১০০ ওয়াট এর মধ্যে গড়ে ৭৫ ওয়াট বিদ্যুৎ খরচ করে। বাসা বাড়ির জন্য স্টাইলিশ ডিজাইন এবং ৩-৫ টি ব্লেড বিশিষ্ট সিলিং ফ্যান পাওয়া যায় এবং দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি হয়ে থাকে।
বিদ্যুৎ সাশ্রয়ী সিলিং ফ্যান বলতে কি বুঝায়?
বিদ্যুৎ সাশ্রয়ী সিলিং ফ্যান উন্নত মোটর এবং ব্লেড দিয়ে ডিজাইন করা হয়েছে। এছাড়াও, নিয়মিত সিলিং ফ্যানের তুলনায় কম শক্তি খরচ করে এবং ভালো বাতাস সরবারহ করে। এই ধরণের সিলিং ফ্যান ব্যবহারে প্রায় শতকরা ৪০-৫০ ভাগ বিদ্যুৎ সাশ্রয় হয়। তাছাড়া, এনার্জি এফিশিয়েন্ট সিলিং ফ্যানের দাম সাধারণ সিলিং ফ্যানের তুলনায় কিছুটা বেশি হয়ে থাকে। তবে, এই ধরণের সিলিং ফ্যান বিদ্যুৎ খরচ বিবেচনায় আদর্শ।
সোলার সিলিং ফ্যানের সুবিধা কি?
- সোলার সিলিং ফ্যান সাধারণত সোলার প্যানেল থেকে এনার্জি ব্যবহার করে থাকে।
- এই ধরণের ফ্যান পরিবেশ বান্ধব এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমায়।
- সৌর শক্তি ব্যবহার করায় বিদ্যুৎ বিল পরিশোধের কোনো ঝামেলা নেই।
- বাংলাদেশে সোলার সিলিং ফ্যানের দাম ৪,০০০ টাকা থেকে শুরু।
- এই ফ্যান খারাপ আবহাওয়া কিংবা লোডশেডিং এর সময় নিরবিচ্ছিন্ন বাতাস সরবারহ নিশ্চিত করে।
সিলিং ফ্যান ব্যবহারে কেমন বিদ্যুৎ খরচ হয়?
সিলিং ফ্যান ব্যবহারে সাধারণত কম বিদ্যুৎ খরচ হয়। ১০০ ওয়াট ক্যাপাসিটির সিলিং ফ্যান একটানা ১০ ঘন্টা ব্যবহারে ১ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। তাই, বিদ্যুৎ বিল বাবদ খরচ আপনার ব্যবহারের উপর নির্ভর করে কম বেশি হবে। এছাড়াও, সিলিং ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল এরিয়া ভেদে বিদ্যুৎ এর দাম কম বেশি হয়ে থাকে।
সিলিং ফ্যান কিভাবে পরিমাপ করবেন?
সিলিং ফ্যানের সাইজ মূলত বাসা-বাড়ি, অফিস কিংবা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার স্পেসের ডাইমেনশনের উপর ভিত্তি করে পরিমাপ করা হয়। ফ্যান সাইজ ক্যালকুলেশন করার ক্ষেত্রে রুমের দৈর্ঘ্য, প্রস্থ এবং সিলিং উচ্চতা সমন্বয় করে সঠিক সাইজের ফ্যান সম্পর্কে ধারনা নেওয়া যায়।
- ৬ x ৬ স্কয়ার ফিট রুমের জন্য উপযুক্ত ফ্যান সাইজ ২৪ ইঞ্চি
- ৮ x ৮ স্কয়ার ফিট রুমের জন্য উপযুক্ত ফ্যান সাইজ ৩৬ ইঞ্চি
- ১০ x ১০ স্কয়ার ফিট রুমের জন্য উপযুক্ত ফ্যান সাইজ ৪৮ ইঞ্চি
- ১২ x ১২ স্কয়ার ফিট রুমের জন্য উপযুক্ত ফ্যান সাইজ ৫৬ ইঞ্চি
- ১৫ x ১৫ স্কয়ার ফিট রুমের জন্য উপযুক্ত ফ্যান সাইজ ৭২ ইঞ্চি
- ২০ x ২০ স্কয়ার ফিট রুমের জন্য উপযুক্ত ফ্যান সাইজ ১৬৫ ইঞ্চি প্লাস
বাংলাদেশে জনপ্রিয় ব্র্যান্ডের সিলিং ফ্যান কোনটি?
বাংলাদেশে মাল্টিন্যাশনাল কোম্পানীর পাশাপাশি দেশীয় কোম্পানীর তৈরি প্রায় সকল ব্র্যান্ডের সিলিং ফ্যান পাওয়া যায়। তবে, উল্লেখযোগ্য কিছু জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে বিআরবি ফ্যান, ভিশন ফ্যান, যমুনা ফ্যান, জিএফসি ফ্যান, ক্লিক ফ্যান, ওয়ালটন ফ্যান এবং ন্যাশনাল ফ্যান। বাংলাদেশে ম্যানুফ্যাকচারকৃত সিলিং ফ্যানের দাম তুলনামূলক ভাবে কম হয়ে থাকে।
সুস্থ থাকতে সিলিং ফ্যান ব্যবহারে করণীয়
- ধুলো ময়লা জমা রোধ করতে প্রতি সপ্তাহে অন্তত একবার সিলিং ফ্যান পরিষ্কার করা। তাহলে শ্বাসকষ্ট এবং অ্যালার্জি জনিত রোগ থেকে নিরাপদ থাকা যাবে।
- অনেক সময় সিলিং ফ্যানের ব্লেড গুলোতে ময়লা জমে শক্ত হয়ে যায়। তাই প্রথমে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে পরবর্তীতে ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়া ভালো।
- সিলিং ফ্যান থেকে যদি শব্দ আসে সেক্ষেত্রে ফ্যানের বেয়ারিং এ লুব্রিকেন্ট ব্যবহার করা।
- সিলিং ফ্যানের পারফরম্যান্স বাড়াতে নির্দিষ্ট সময় ব্যবহার করার পর ক্যাপাসিটার পরিবর্তন করতে হবে।
- এছাড়াও, বছরে অন্তত একবার ইলেক্ট্রেশিয়ান দিয়ে সিলিং ফ্যানের মোটর, ব্যায়ারিং এবং অন্যান্য স্ক্রু সার্ভিসিং করানো উত্তম।