bdstall.com

এইচডিএমআই স্প্লিটার এর দাম

আইটেম ১-১৩ এর ১৩

এইচডিএমআই স্প্লিটার কেনাকাটা

এইচডিএমআই স্প্লিটার হচ্ছে একটি ইনপুট সিগন্যাল কে একাধিক আউটপুট সিগন্যালে বিভক্ত করে একাধিক ডিসপ্লেতে দেখার সহায়ক ডিভাইস। এইচডিএমআই স্প্লিটারের সবচেয়ে সাধারণ ধরনের হচ্ছে ১ ইন ২ আউট স্প্লিটার, যা একটি সোর্স ডিভাইস যেমন- ডিভিডি প্লেয়ার বা গেমিং কনসোলকে দুটি ডিসপ্লেতে সংযোগ করতে দেয়। তাছাড়া বিডিতে এইচডিএমআই স্প্লিটার সাধারণত এইচডিএমআই হাব, এইচডিএমআই সুইচ নামেও পরিচিত। বর্তমানে কনফারেন্স রুম কিংবা হোম থিয়েটারে একই বিষয় বস্তু একাধিক স্ক্রীনে দেখার মাধ্যমকে সহজ করায় বাংলাদেশে এইচডিএমআই স্প্লিটার ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

বিডিতে কয় ধরণের এইচডিএমআই স্প্লিটার পাওয়া যায়?

বাংলাদেশে বিভিন্ন ধরনের এইচডিএমআই স্প্লিটার পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য ধরণ হচ্ছেঃ

১ ইন ২ আউট এইচডিএমআই স্প্লিটারঃ একটি এইচডিএমআই ইনপুটকে দুটি আউটপুটে বিভক্ত করে দুটি ডিসপ্লেতে প্রদর্শন করে থাকে ১ ইন ২ আউট এইচডিএমআই স্প্লিটার।

এমপ্লিফায়ার যুক্ত এইচডিএমআই স্প্লিটারঃ এই ধরনের স্প্লিটারে এইচডিএমআই  সিগন্যাল বাড়ানোর জন্য এমপ্লিফায়ার যুক্ত করা হয়, যা দীর্ঘ দূরত্বে সিগন্যাল পাঠাতে সক্ষম।

অডিও এক্সট্রাকশন এইচডিএমআই স্প্লিটারঃ সোর্স ডিভাইস থেকে এইচডিএমআই ইনপুট অডিও সিগন্যাল বের করতে আলাদা ডিভাইসে অডিও সংযোগ করতে ব্যবহার করা যায়।

এইচডিএমআই ম্যাট্রিক্স সুইচঃ একাধিক এইচডিএমআই ইনপুট এবং আউটপুটগুলোর মধ্যে স্যুইচ করার পাশাপাশি বিভিন্ন ডিসপ্লেতে বিভিন্ন বিষয় বস্তু প্রদর্শন করে থাকে।

ওয়্যারলেস এইচডিএমআই স্প্লিটারঃ এই ধরনের স্প্লিটার এইচডিএমআই সিগন্যাল পাঠাতে ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে থাকে। ফলে ওয়্যারলেস এইচডিএমআই স্প্লিটার ব্যবহারে অগোছালো তারের প্রয়োজনীয়তা দূর করে থাকে।

এইচডিএমআই ব্যবহারের সুবিধা কি কি?

এইচডিএমআই ব্যবহারে বিভিন্ন ধরণের সুবিধা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ

  • কনফারেন্স রুমে কিংবা হল রুমে এইচডিএমআই স্প্লিটার ব্যবহারের অন্যতম সুবিধা হচ্ছে একই বিষয় বস্তুকে একাধিক ডিসপ্লে তে প্রদর্শন করতে দেয়।
  • প্রতিটি ডিসপ্লের জন্য আলাদা আলাদা সোর্স ডিভাইস না কিনে একক সিগন্যালকে বিভক্ত করে একাধিক ডিভাইসে পাঠাতে সবচেয়ে কার্যকর এবং সহায়ক মাধ্যম হচ্ছে এইচডিএমআই স্প্লিটার।
  • সোর্স ডিভাইস এর সাথে সংযোগ তৈরির জন্য এইচডিএমআই ক্যাবল এবং ইউএসবি পোর্ট ই যথেষ্ট। ফলে এইচডিএমআই স্প্লিটার সেট আপ ও ব্যবহার করা অনেক সহজ।
  • এইচডিএমআই স্প্লিটারের এইচডিএমআই ইনপুট  ডিজিটাল সিগন্যাল আদান প্রদান করতে পারে। তাই প্রতিটি স্ক্রীনে প্রদর্শিত বিষয় বস্তু মূল স্ক্রীনের ন্যায় উচ্চ মান সম্পন্ন হবে।
  • টিভি, প্রজেক্টর এবং কম্পিউটার মনিটর সহ বিস্তৃত পরিসরের ডিভাইসের সাথে এইচডিএমআই স্প্লিটার সামঞ্জস্যপূর্ণ ভাবে কাজ করে। এছাড়াও হোম থিয়েটার, কনফারেন্স রুম এবং ক্লাসরুম সহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করা যায়।

এইচডিএমআই স্প্লিটারের দাম কত?

এইচডিএমআই স্প্লিটারের দাম মূলত ইনপুট এবং আউটপুটের সংখ্যা, বৈশিষ্ট্য এবং ব্র্যান্ডের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। বিডিতে এইচডিএমআই স্প্লিটারের দাম ৬০০ টাকা থেকে শুরু যা সাধারণত বেসিক ১ ইনপুট ২ আউটপুট পোর্ট বিশিষ্ট। এছাড়াও বাংলাদেশে অডিও এক্সট্রাকশন, এমপ্লিফায়ার, বা ম্যাট্রিক্স সুইচিং ক্ষমতা সম্পন্ন এইচডিএমআই স্প্লিটারের দাম ১,৪৯০ থেকে শুরু। তবে, ওয়্যারলেস এইচডিএমআই স্প্লিটারের দাম তুলনামূলক ভাবে বেশি হয়ে থাকে।

এইচডিএমআই  স্প্লিটার কেনার আগে ৬টি জিনিস অবশ্যই বিবেচনা করা উচিত

প্রয়োজন অনুযায়ী এইচডিএমআই স্প্লিটার কেনার আগে অবশ্যই বেশ কয়েকটি বিষয় বিবেচনা করা উচিত। উল্লেখযোগ্য বিষয় গুলো হচ্ছেঃ

১। ইনপুট এবং আউটপুটের সংখ্যাঃ সোর্স ডিভাইস থেকে ডিসপ্লে ডিভাইসের সংযোগ সংখ্যার উপর নির্ভর করে এইচডিএমআই স্প্লিটারের ইনপুট এবং আউটপুট সংখ্যা। তাই প্রয়োজন অনুযায়ী এইচডিএমআই স্প্লিটারে পর্যাপ্ত ইনপুট এবং আউটপুট আছে কিনা তা যাচাই করে নেওয়া উচিত।

২। রেজোলিউশনঃ বাছাইকৃত এইচডিএমআই স্প্লিটারটি সোর্স ডিভাইস এবং সংযোগ ডিসপ্লের রেজোলিউশনের সাথে সামঞ্জস্য কিনা তা যাচাই করতে হবে।

৩। অডিও সমর্থনঃ পৃথক অডিও ডিভাইস যেমন সাউন্ডবার বা এভি রিসিভারে অডিও সাপোর্ট করা জন্য এইচডিএমআই স্প্লিটারটিতে অডিও এক্সট্রাকশন সুবিধা রয়েছে কিনা তা যাচাই করতে হবে।

৪। দূরত্বঃ সোর্স ডিভাইস থেকে সংযোগ ডিসপ্লের মধ্যে দূরত্ব অনুযায়ী এইচডিএমআই স্প্লিটারে ক্যাবল রয়েছে কিনা তা ভালো ভাবে যাচাই করে নেওয়া উচিত৷ 

৫। পাওয়ারঃ এইচডিএমআই স্প্লিটার ব্যবহারে ইউএসবি পোর্ট বা এসি অ্যাডাপ্টার ব্যবহৃত ডিসপ্লে কিংবা অডিও ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ পাওয়ার সক্ষমতা রয়েছে কিনা তা বাছাই করে নেওয়া উচিত৷

৬। কোয়ালিটি ও ব্র্যান্ডঃ গুণমান এবং নির্ভরযোগ্য এইচডিএমআই স্প্লিটার সংগ্রহ করার ক্ষেত্রে ব্র্যান্ড বিবেচনা করার পাশাপাশি ক্যাবল কোয়ালিটি বিবেচনা করে উচিত।

সামগ্রিকভাবে, উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে সঠিক, মান সম্পন্ন ও দীর্ঘস্থায়ী ব্যবহার উপযোগী এইচডিএমআই স্প্লিটার সংগ্রহ করা যাবে।

৫ টি সহজ স্টেপে এইচডিএমআই স্প্লিটার সেট আপ

স্প্লিটার সেট আপ করা সাধারণত সহজবোধ্য কাজ। এক্ষেত্রে নিম্নোক্ত স্টেপগুলো অনুসরণ করুনঃ

  • স্টেপ-১ঃ প্রথমে সোর্স ডিভাইসের সাথে এইচডিএমআই স্প্লিটারের ইনপুট পোর্ট সংযোগ করতে হবে।
  • স্টেপ-২ঃ পরবর্তীতে এইচডিএমআই স্প্লিটারের আউটপুট পোর্টের সাথে ডিসপ্লে যেমন টিভি বা প্রজেক্টরের পোর্ট সংযোগ করতে হবে।
  • স্টেপ-৩ঃ পাশাপাশি এইচডিএমআই পোর্টের সাথে ইউএসবি ক্যাবল কিংবা এসি এডাপ্টারের পাওয়ার নিশ্চিত করতে হবে।
  • স্টেপ-৪ঃ সোর্স ডিভাইস ডিভাইস এবং ডিসপ্লে ডিভাইস চালু করে প্রতিটি ডিসপ্লে তে একই বিষয় বস্তু প্রদর্শন হচ্ছে কিনা যাচাই করে দেখতে হবে।
  • স্টেপ-৫ঃ রেজোলিউশন বা অন্যান্য সেটিং  সামঞ্জস্য করতে সোর্স ডিভাইসের সেটিংস প্রয়োজনীয় পরিবর্তন গুলো করতে হবে।

বাংলাদেশের সেরা এইচডিএমআই স্প্লিটার এর মূল্য তালিকা September, 2024

September, 2024-এর বাংলাদেশের সেরা এইচডিএমআই স্প্লিটার এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের এইচডিএমআই স্প্লিটার ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা এইচডিএমআই স্প্লিটার এর তালিকা তৈরি করা হয়েছে।

এইচডিএমআই স্প্লিটার মডেল বাংলাদেশে দাম
Dtech DT-7144 4K 1 to 4 HDMI Splitter ৳ ৩,৫০০
4-Port HDMI 1.4V 4K Splitter ৳ ২,৯০০
HDMI Splitter 1-In-2 Output with Powered Signal ৳ ১,৮০০
HDMI 4-in-1 Quad Multi Viewer ৳ ৫,০০০
4K HDMI Splitter ৳ ১,৮৫০
2-Port HDMI 4K & 3D Supported Splitter ৳ ১,৪০০
Fjgear FJ-HD201 2-Port HDMI 4K HD Video Switch ৳ ৬০০
Fjgear 4-Port 2K HDMI Splitter ৳ ১,১৫০
Fjgear HDMI 4K HD 4-in-1 Quad Multi-Viewer ৳ ৪,৫০০
Fjgear 1 x 2 2K HDMI Splitter ৳ ৮৭০