bdstall.com

ওএনইউ এর দাম ২০২৩ & ২০২৪

আইটেম ১-১০ এর ১০

ওএনইউ বা অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট হচ্ছে এক ধরণের অপটিক্যাল ডিভাইস । বর্তমানে ইন্টারনেট পরিষেবায় মিডিয়া কনভার্টার হিসেবে বহুল ব্যবহৃত হয়। নেটওয়ার্কের অপটিক্যাল সংকেতকে ডিজিটাল সংকেতে রুপান্তর করতে ব্যবহৃত ডিভাইসকে ওএনইউ বলা হয়। ওএনইউ তে এক বা একাধিক ইথারনেট পোর্ট থাকে যা কম্পিউটার, রাউটার, সুইচের মত ডিভাইসের সাথে সংযুক্ত করতে ব্যবহার করা হয়। ব্যবহারকারীদের অপটিক্যাল নেটওয়ার্কে উচ্চ-গতির ইন্টারনেট, ভিডিও, এবং ভয়েস পরিষেবা সরবরাহ করার জন্য ওএনইউ ডিভাইস বাংলাদেশে খুবই জনপ্রিয়।  

কেন ওএনইউ ব্যবহার করবেন?

উচ্চ-গতির ইন্টারনেট এবং একাধিক সংযোগ সরবরাহ করা, নেটওয়ার্ক সহজ এবং নির্ভরযোগ্যতা বাড়াতে ওএন ইউ ব্যবহার করা হয়।

  • উচ্চ-গতির ইন্টারনেট সরবরাহঃ  ওএনইউ সাধারণত ফাইবার টু দ্য হোম নেটওয়ার্কে বাসা বাড়ি, অফিস এবং ব্যবসায় উচ্চ-গতির ইন্টারনেট সংযোগ প্রদানে ব্যবহার করা হয়। তাছাড়া ডেটা প্রেরণের জন্য ফাইবার অপটিক কেবল ব্যবহার করে, যা তামা-ভিত্তিক নেটওয়ার্ক ক্যাবলের তুলনায় অনেক বেশি গতি প্রদান করে থাকে।
  • একাধিক সংযোগ স্থাপনঃ একাধিক সংযোগ যেমন ইন্টারনেট, ভয়েস এবং ভিডিও আদান প্রদানের জন্য ও এন ইউ ডিজাইন করা হয়েছে। ফলে অফার কিংবা বান্ডেল পরিবর্তনে ওএনইউ ব্যাবহারে সংযোগে কোনো প্রভাব পড়ে না।
  • নেটওয়ার্ক জটিলতা কমায়ঃ একাধিক ডিভাইস এবং ইন্টারফেসের প্রয়োজন কমিয়ে ওএনইউ নেটওয়ার্ককে সহজ করতে সাহায্য করে। তাছাড়া নতুন সংযোগে সহজ ইনস্টলেশন, গ্রাহকের ব্যবহৃত ডিভাইসের সাথে সংযোগ এবং পরিষেবা প্রদানকারীর নেটওয়ার্কের মধ্যে সেতু হিসাবে কাজ করে থাকে।
  • নেটওয়ার্ক নির্ভরযোগ্যতা বৃদ্ধি করেঃ ফাইবার অপটিক নেটওয়ার্কগুলি তামা-ভিত্তিক নেটওয়ার্কের চেয়ে বেশি নির্ভরযোগ্য কারণ প্যাকেট লস কিংবা সিগন্যাল ট্রান্সমিশনে কোনো ঝামেলা হয় না। ওএনইউ মূলত ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং গ্রাহকের ব্যবহৃত ডিভাইসের মধ্যে সিগন্যাল সঠিকভাবে ট্রান্সফার হয় কিনা তা নিশ্চিত করে এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে।

বাংলাদেশে কয় ধরণের ওএনইউ ডিভাইস পাওয়া যায়?

ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর অফার এবং নেটওয়ার্কের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ওএনইউ রাউটার ভিন্ন ধরণের হয়ে থাকে। বিডিতে ব্যবহৃত ওএনইউ ডিভাইস সম্পর্কে জেনে নেওয়া যাকঃ

  • জিপিওএন ওএনইউঃ এটি বাংলাদেশের এফটিটিএইচ নেটওয়ার্কে সবচেয়ে বেশি ব্যবহৃত ওএনইউ। জিপিওএন ওএনইউ উচ্চ-গতির ডেটা, ভয়েস এবং ভিডিও পরিষেবা প্রদান করার সক্ষমতা দিয়ে ডিজাইন করা হয়েছে। এই ধরনের ওএনইউ ২.৫ জিবিপিএস ডাউনস্ট্রিম গতি এবং ১.২৫ জিবিপিএস আপস্ট্রিম গতি প্রদান করতে পারে।
  • ইপিওএন ওএনইউঃ ফাইবার টু দ্য হোম নেটওয়ার্কে জিপিওএন পরিবর্তে  ইপিওএন ওএনইউ ব্যবহার করা হয়। এই ধরণের ওএনইউ পরিবহন প্রোটোকল হিসাবে ইথারনেট ব্যবহার করে থাকে। তাছাড়া ১ জিবিপিএস ডাউনস্ট্রিম গতি এবং ১ জিবিপিএস আপস্ট্রিম গতি প্রদান করতে পারে।
  • এক্সজি-পিওএন ওএনইউঃ এটি নতুন এক ধরনের ওএনইউ যা জিপিওএন এবং ইপিওএন ওএনইউ এর চেয়ে বেশি ডেটা স্পীড প্রদান করে থাকে৷ এই ধরণের ওএনইউ ১০ জিবিপিএস পর্যন্ত ডাউনস্ট্রিম গতি এবং ২.৫ জিবিপিএস পর্যন্ত আপস্ট্রিম গতি প্রদান করতে পারে।
  • ডব্লিউডিএম ওএনইউঃ এই ধরণের ওএনইউ নেটওয়ার্কের সিগন্যালকে প্রেরণের জন্য বিভিন্ন রঙের আলো ব্যবহার করে। পাশপাশি বিভিন্ন দৈর্ঘ্যের তরঙ্গ সাপোর্ট করে থাকে যা ভয়েস, ভিডিও কিংবা ডাটা আদান প্রদানের জন্য ভিন্ন ভিন্ন পরিষেবা প্রদান করে থাকে। বিডিতে নির্দিষ্ট কিছু নেটওয়ার্কে ডব্লিউডিএম ওএনইউ ব্যবহার করা হয়ে থাকে।

ওএনইউ কেনার আগে কি কি দেখতে হবে?

বাসা, অফিস কিংবা ব্যবসার ক্ষেত্রে নির্ভরযোগ্য এবং উচ্চ-পারফরম্যান্স সংযোগ প্রদান করার জন্য ওএনইউ খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস।

১। সামঞ্জস্যতাঃ পরিষেবা প্রদানকারীর নেটওয়ার্কের সাথে ওএনইউ সামঞ্জস্যপূর্ণ কিনা তা গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। ইন্টারনেট পরিষেবা প্রদানকারী বিভিন্ন ধরনের ওএনইউ ব্যবহার করতে পারে, তাই কেনার আগে প্রদানকারীর সাথে যোগাযোগ করতে হবে।  

২। গতি ও কর্মক্ষমতাঃ ওএনইউ ধরণ অনুযায়ী ভিন্ন ভিন্ন গতি এবং কর্ম ক্ষমতা প্রদান করে। তাই উচ্চ ব্যান্ড উইথে অনলাইন গেমিং, ভিডি স্ট্রিমিং কিংবা অন্যান্য প্রয়োজনে গতি সরবারহ করতে পারবে কিনা তা যাচাই করে নিতে হবে।

৩। পোর্টের সংখ্যাঃ নেটওয়ার্কের সাথে চাহিদা অনুযায়ী সমস্ত ডিভাইসের সংযোগ করার যাবে কিনা তা ভালো ভাবে জেনে নিতে হবে। কারণ ওএনইউ তে ধরণ অনুযায়ী ইথারনেট পোর্ট বিন্যাস থাকে।  

৪। গুণগত মানঃ ওএনইউ প্রয়োজন অনুযায়ী নির্ভরযোগ্য এবং ভালভাবে কার্যকার হবে কিনা ব্যবহারকারীকে অবশ্যই যাচাই করে নিতে হবে।

৫। কার্যকর ব্যায়ঃ চাহিদা এবং বাজেট অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ হবে কিনা তা ভালো ভাবে যাচাই করে নিতে হবে।

ওএনইউ এর দাম কত?  

বর্তমানে, ফাইবার ক্যাবেলের মাধ্যমে প্রেরিত অপটিক্যাল সংকেতকে রাউটারে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করতে বাসা, অফিস, এবং ব্যবসা প্রতিষ্ঠানে ওএনইউ ব্যবহার করা হয়। বিডিতে ওএনইউয়ের দাম সিগন্যাল ট্রান্সফারের স্পীড,পোর্ট সংখ্যা, এবং ধরনের ভিত্তিতে ৭০০ টাকা থেকে শুরু হয়। তবে, বাংলাদেশে উন্নত গুণমানে ওয়াইফাই ওএনইউ কিনতে ১,২০০ টাকার বেশি খরচ করতে হবে।

বাংলাদেশের সেরা ওএনইউ অপটিকাল কনভার্টার এর মূল্য তালিকা April, 2024

ওএনইউ অপটিকাল কনভার্টার মডেল বাংলাদেশে দাম
Aptech X25 XPON ONU ৳ ১,১৫০
DBC Epon ONU ৳ ৭৫০
DBC 1 Port XPON ONU ৳ ৮৫০
DBC EPON ONU 1GZ-AK-V2 1GE Optical Network ৳ ৮৫০
Huawei EchoLife HG8310M Xpon 1GE ONU ৳ ৬০০
Huawei HG832 Dual Mode XPON 2-Port ONU ৳ ৯৪৫
Epon EP8100CN Smart Fiber 1GE ONU ৳ ৯৫০
GPON G103 1 GE ONU ৳ ১,০০০
XPON XP8100 1GE ONT ONU ৳ ১,০৫০