bdstall.com

মশা মারার মেশিন ২০২২ & ২০২৩

আইটেম ১-২০ এর ২৫

মশা এমন একটি পতঙ্গের নাম যা বিভিন্ন রোগের প্রধান কারণ হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত। বাংলাদেশে বিভিন্ন প্রজাতির মশা আছে যা ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফাইলেরিয়ার মতো বিভিন্ন রোগ ছড়িয়ে চলেছে ক্রমাগত। তবে মশা নিধনের জন্য বাংলাদেশে রয়েছে বিভিন্ন রকমের মশা মারার মেশিন। বর্তমানে মশা মারার মেশিন বাংলাদেশে বহুলাংশে ব্যবহার হচ্ছে।

বাংলাদেশে কত ধরণের মশা মারার মেশিন পাওয়া যায়?

বাংলাদেশে বিভিন্ন ধরণের মশা মারার মেশিন পাওয়া যায়। তবে এগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলোঃ

   • ইনডোর মশা মারার মেশিন
   • আউটডোর মশা মারার মেশিন

বাংলাদেশে মশা মারার মেশিনের দাম কত?

মশা মারার মেশিনের দাম বাংলাদেশে শুরু হয় মাত্র ৩৪৯ টাকা থেকে। এটি ইনডোর অর্থাৎ বাসায় ব্যবহার করা জন্য সেরা একটি মশা মারার মেশিন। ১০০ বর্গফুট এড়িয়াকে সুরক্ষিত রাখতে পারে এই মশা মারার মেশিনটি। এটি একটি সাকশান ফ্যান এবং এলইডি লাইটের সাহায্যে মশা মারতে সক্ষম। আবার অনেক মশা মারার মেশিন বাংলাদেশে আছে যা আউটডোর অর্থাৎ বাইরে ব্যবহার যোগ্য আর দাম শুরু হয় মাত্র ১২,০০০ টাকা থেকে। এগুলো রাসায়নিক  মেডিসিনকে জলীয়বাষ্প বানিয়ে অর্থাৎ ধোঁয়ার মাধ্যমে মশা মারার জন্য কার্যকর। ৬০০০০ বর্গফুট পর্যন্ত এড়িয়া মাত্র ১ লিটার রাসায়নিক মেডিসিন দিয়ে মশা মারা যাবে এই মেশিনের সাহায্যে। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন রকমের মশা মারার মেশিন পাওয়া যায় যেমন মশা মারার ব্যাট যেটি ইলেক্ট্রিকের সাহায্যে মশা মারতে সক্ষম। আর এগুলোর দাম মেশিনের ব্র্যান্ড, প্রযুক্তি, কাজের ধরণ, সাইজ এবং বিভিন্ন বিশেশত্বের উপর ভিত্তি করে।

মশা মারার মেশিন কেনার আগে কি কি জানতে হবে?

মশা মারার মেশিন বাংলাদেশে বিভিন্ন আকারের বিভিন্ন প্রযুক্তির পাওয়া যায়। কিন্তু আপনি যে মেশিনই কিনে থাকেননা কেন যদি মেশিন সম্পর্কে ধারণা না থাকে তাহলে ভাল মানের মশা মারার মেশিন কিনতে পারবেন না। তাই জেনে নিন নিচে উল্লেখিত বিষয়াবলীঃ

১।  আপনার পছন্দের মশা মারার মেশিনটি কতটুকু স্থান জুড়ে মশা মারতে পারে সেটি জেনে নিন। ব্যবহারের স্থানের আকৃতি জেনে বেছে নিন সঠিক মশা মারার মেশিন।

২। বাংলাদেশের বাজারে অনেক মশা মারার মেশিন আছে যেগুলো মশার পাশাপাশি অন্যান্য ক্ষতিকর পতঙ্গকে নিধন করতে পারে। এরকম মশা মারার মেশিন কেনা বেশি ভাল।

৩। মশা মারার মেশিন যদি এক স্থান থেকে আরেক স্থানে সড়াতে হয় বারবার তাহলে ফিক্সড মেশিন না কিনে সহজে বহন করা যায় এমন মেশিন কিনুন। এতে বহন করতে সুবিধা হবে।

৪। সহজে পরিষ্কার করা যায় এমন মশা মারার মেশিন কেনা উচিৎ। কেননা পরিষ্কার করা না গেলে সেখান থেকে অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও বিভিন্ন ভাইরাসের জন্ম হতে পারে।

৫। পরিবেশ বান্ধব মশা মারার মেশিন কেনার চেষ্টা করুন। পরিবেশের ক্ষতি হয় এমন মেশিন কেনা থেকে বিরত থাকুন কেননা মশা থেকে রক্ষা পেতে পারেন এসব মেশিন দ্বারা কিন্তু পরিবেশ দুষিত হওয়াতে অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।

৬। রাসয়নিক ব্যবহার করে যে মেশিন গুলো মশা নিধন করে থাকে এগুলো কেনার আগে এর সঠিক ব্যবহার জেনে নিন। কারণ সঠিক ব্যবহার জানা না থাকলে মশা নিধন করা সম্ভব হবে না।

লাইটের মাধ্যমে আসলেই কি মশা মারা যায়?

মশা মারার জন্য কিছু মেশিনে নীল, লাল ও হলুদ আলো ব্যবহার হয়ে থাকে। এই আলো গুলো ব্যবহার করা হয় মূলত মশা বা অন্যান্য উড়ন্ত পতঙ্গকে আকৃষ্ট করার জন্য। মূলত বলা যায় এই গুলো হচ্ছে মশা নিধনের একটি ফাঁদ। তবে এই মেশিন গুলোতে শুধু মাত্র আলোই না বরং এক প্রকার গ্যাস ও থাকে যা মেশিনের কাছে আসা মশাদের মেরে ফেলে। তবে বাজারে বিভিন্ন রকমের লাইট পাওয়া যায় যা মশা মারার লাইট বলে বিক্রি করা হয় কিন্তু সেখানে গ্যাসের কোনো অস্তিত্ব নেই তাই এসব লাইট কেনা থেকে বিরত থাকাই ভাল।

মশা মারার ব্যাট দিয়ে কি মশা মারা যায়?

এই মেশিনটি দিয়ে ইলেক্ট্রিক শকের সাহায্যে মশা মারা যায়। এটি স্বাস্থ ও পরিবেশগত হিসাবে বেশ ভাল কারণ এতে কোন ক্ষতিকর গ্যাস বা ক্যামিকেল নেই। অল্প জায়গায় দ্রুত মশা নিধন করতে এর কাজ খুব ভাল। বাংলাদেশে এই মশা মারার ব্যাট বহুল ব্যবহৃত হচ্ছে।  
 

বাংলাদেশের সেরা মশা মারার মেশিন এর মূল্য তালিকা April, 2023

মশা মারার মেশিন মডেল বাংলাদেশে দাম
Advanced Design Safe Effective 12W Moskil Pest Controller ৳ ১,০৫০
Yage YG-M002 UV / Warm Mosquito Killer ৳ ৩,৫৫০
Ultrasonic Pest Reject Mosquito Killer ৳ ৩৫০
Khind IK 220 Insect Killer ৳ ৮,৫০০
3-In-1 Mosquito Killer Lamp ৳ ১,৪৫০
40-Watt UVA Tube Mosquito Pest Killer ৳ ৩,৫০০
Mosquito Killer Electric Shock Eco-Friendly LED Lamp ৳ ৫০০
Smart Auto Mosquito Killer ৳ ২,৪৫০
Yage YG-M104 Mosquito Trap ৳ ৮০০
Mini Mosquito Fogging Machine ৳ ১২,০০০