ই-কমার্স ওয়েবসাইট কেনাকাটা
ব্যাস্ততাময় জীবন যাত্রায় দৈনন্দিন কেনা কাটা সহজ ও নিরাপদ করতে বাংলাদেশে দ্রুত ই- কমার্স প্রতিষ্ঠান বাড়ছে। এই ধরণের প্রতিষ্ঠান অনলাইনে গ্রাহকদের নিজস্ব কিংবা বিক্রেতার পণ্য সহজভাবে প্রদর্শন এবং বিক্রি করার জন্য ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে থাকে। বাংলাদেশে সাশ্রয়ী খরচে ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট করা যায়।
ই-কমার্স ওয়েবসাইটের ধরন
বাংলাদেশে চাহিদা অনুযায়ী রেডিমেড ই-কমার্স ওয়েবসাইট পাওয়া যায়। ই- কমার্স ওয়াবসাইট ডেভেলপমেন্ট খরচও তুলনামূলক ভাবে কম হয়ে থাকে।
- সিঙ্গেল ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইটঃ নিজস্ব প্রোডাক্ট বিক্রি করার জন্য উপযুক্ত হয়ে থাকে।
- মাল্টি ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইটঃ বিভিন্ন সেলার একই প্ল্যাটফর্মে প্রোডাক্ট বিক্রি করে থাকে।
- ড্রপশিপিং ই- কমার্স ওয়েবসাইটঃ এই ধরণের ই- কমার্স ওয়েবসাইট মূলত কাস্টমারকে, সেলার এবং সাপ্লায়ারের জন্য তৈরি করা হয়।
- ই-কমার্স মার্কেটপ্লেস ওয়েবসাইটঃ খাবার, ফ্যাশন এন্ড গেজেট, বা ডেলিভারি সার্ভিস দেওয়ার জন্য উত্তম।
ই- কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টে ব্যবহৃত টেকনোলজি এবং প্ল্যাটফর্ম
ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে বিভিন্ন ধরণের প্রযুক্তি ব্যবহার করা হয়। তবে সহজ ইউজার ইন্টারফেস, মেইনটেনেন্স এবং সিকিউরিটি সিস্টেম নিরাপদ রাখতে বাংলাদেশে শীর্ষ স্থানীয় ই- কমার্স ওয়েবসাইটে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে জেনে নেয়।
পিএইচপি ই- কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট
ই- কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করার জন্য বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি হচ্ছে পিএইচপি। ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করার জন্য সহজ হয়ে থাকে। এটি ই-কমার্স ওয়েবসাইট কাস্টমাইজেশনের জন্য যথেষ্ট সহজ এবং শক্তিশালী প্রযুক্তি। এছাড়াও, পিএইচপি এর অত্যতম একটি ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল। বর্তমানে পিএচিপি এর এই ফ্রেমওয়ার্কে প্রচুর ই- কমার্স ওয়েবসাইট তৈরি হচ্ছে। লারাভেল ফ্রেমওয়ার্ক দিয়ে উন্নত ইউজার ইন্টারফেস, দ্রুত পেইজ লোডিং এবং এসইও ফ্রেন্ডলি মাল্টিভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যায়। এই ধরণের প্রযুক্তি দিয়ে তৈরি ই- কমার্স ওয়েবসাইট এর সিকিউরিটি সিস্টেমও যথেষ্ট শক্তিশালী হয়ে থাকে। বাংলাদেশে পিএইচপি দিয়ে তৈরি ই- কমার্স ওয়েবাসাইট ডেভেলপমেন্ট এবং ডিজাইন করতে ২০,০০০ টাকা থেকে শুরু। তবে, ই আরপি সিস্টেম, মোবাইল অ্যাপ, এবং পেমেন্ট গেটওয়ে সহ অন্যান্য এডভান্স সিস্টেম এর সমন্বয়ে ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য বেশি খরচ হয়ে থাকে।
ওয়ার্ডপ্রেস ই- কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট
সাশ্রয়ী খরচে ই- কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করার জন্য অন্যতম প্রযুক্তি হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই ধরণের প্রযুক্তি ব্যবহার করে সিঙ্গেল লেডিং পেইজ, নিউজ পোর্টাল, ব্লগ সাইট এবং সিঙ্গেল ভেন্ডর ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করার পাশাপাশি ডেভেলপমেন্ট করা যায়। সহজে মেইন্টেনেন্স এবং এসইও ফ্রেন্ডলি ই- কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য ওয়ার্ডপ্রেস কম খরচে বিভিন্ন এক্সটেনশন সরবারহ করে থাকে। দ্রুত সময়ে ই- কমার্স ওয়েবসাইট ডিজাইন করার জন্য ওয়ার্ডপ্রেস এর অন্যতম দুটি প্লাগিন হচ্ছে ওয়ুকমার্স এবং এলিমেন্টর। ওয়ার্ডপ্রেস দিয়ে ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করার জন্য বাংলাদেশে ১২,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার মত খরচ হয়।
শপিফাই
শপিফাই হচ্ছে এসএএএস ভিত্তিক ই-কমার্স ওয়েবসাইট। এই ধরণের ই- কমার্স ওয়েবসাইট ডিজাইন করার জন্য কোনো প্রকার কোডিং জানা লাগে না। এই ধরণের ই- কমার্স ওয়েবসাইটে ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রফেশনাল ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করা যায়। এতে হোস্টিং, সিকিউরিটি এবং পেমেন্ট গেটওয়ে এর মত সিস্টেম বিল্ট-ইন থাকে। শপিফাই মূলত ইন্টারন্যাশনাল মার্কেট টার্গেটকারীদের জন্য বিশেষ উপযোগী হয়ে থাকে। এই প্রযুক্তিতে ই- কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে বাংলাদেশে সর্বনিম্ন ২৭,০০০ টাকা খরচ হয়ে থাকে।
রিএক্টনেটিভ ই- কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট
উন্নত ডিজাইন, দ্রুতগতির পেইজ লোডিং, এবং কাস্টমাইজড ফিচার সমৃদ্ধ ডায়নামিক ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করার জন্য রিএক্টনেটিভ প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তির মধ্যে নোড জেএস, নেক্সট জে এস, এক্সপ্রেস এবং মঙ্গোডিবি এর মত ফ্রেমওয়ার্ক বেশি জনপ্রিয়। এই টেকনোলজি সিঙ্গেল পেইজ অ্যাপ্লিকেশন, ফাস্ট ইউআই রেন্ডারিং, হাই পারফর্মেন্স, এবং রেস্টফুল এপিআই/ গ্রাফকিউএল এর মত বিশেষ সুবিধা প্রদান করে। ফলে, রিএক্টনেটিভ স্ট্যাক দিয়ে চাহিদা অনুযায়ী ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করা যায়। এই প্রযুক্তি দিয়ে চাহিদা অনুযায়ী ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট করার জন্য ৬০,০০০ টাকা থেকে ১৫০,০০০ টাকা বা তার বেশি খরচ হয়ে থাকে।