Cyrano হচ্ছে একটি সেন্ট স্পিকার যা বিভিন্ন বিনিমেয় সেন্ট ক্যাপসুল ব্যবহার করে একটি নির্দিষ্ট জায়গাকে সুগন্ধযুক্ত করে তোলে। বিভিন্ন ঘ্রাণ মিশ্রণের মাধ্যমে সিরানো মোড মেডলেস তৈরি করে যা একের পর এক বিভিন্ন ঘ্রাণ নির্গত করে। নলাকার ডিভাইসটি একটি বেঁটে বয়ামের সমান এবং এটি একই সাথে ৩টি বিনিমেয় সেন্ট ক্যাপসুল ধারন করতে পারে। সেন্ট ক্যাপসুলগুলোর যথাক্রমে ৪টি করে ঘ্রাণ রয়েছে। একটি ঘ্রাণ খাপ খাওয়ানোর আগেই ডিভাইসটি পরবর্তী ঘ্রাণটির নির্গমন ঘটায়। প্লেলিস্ট তৈরির মাধ্যমে নিজের পছন্দমত পর্যায়ক্রমে ঘ্রাণ নির্গত করা যায়। স্মার্টফোনের সাহায্যে এটি নিয়ন্ত্রণ করা যায়। ডিভাইসটির মুল্য বর্তমানে ১৫০ ডলার।
স্পিকারের বর্তমান মূল্য দেখুন