bdstall.com

ডিজেআই ড্রোন এর দাম ২০২৪

আইটেম ১-১ এর ১

ড্রোন যা বর্তমান আধুনিক বিশ্বে যেকোনো কঠিন পরিস্থিতিতে সহজ উপায় ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য ব্যবহার করা হয়। সম্প্রতি, ছোট আকৃতির ডিজাইন, উদ্ভাবনী প্রযুক্তি, উড়তে প্রস্তুত নির্ভরযোগ্য সিস্টেম, ব্যবহারকারী-বান্ধব নিয়ন্ত্রণ, এবং স্থিতিশীল ভিডিও ফুটেজ ক্যাপচার করতে পারে বিধায় ডিজেআই ড্রোন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে বাংলাদেশে সংবাদ প্রতিবেদন হোক বা বিনোদন মূলক ভিডিও তাতে এরিয়াল ফটোগ্রাফি ফুটেজ যুক্ত করার জন্য প্রফেশনালরা ডিজেআই ড্রোন ব্যবহার করে থাকে। ডিজেআই ড্রোন বিভিন্ন মডেলের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সহ বাংলাদেশে পাওয়া যায়।

বাংলাদেশে ডিজেআই ড্রোনের দাম কত?

বর্তমানে ডিজেআই ড্রোনের দাম কম বেশি হয়ে থাকে যা প্রযুক্তিগত বৈশিষ্ট্য, ক্যামেরা সংখ্যা, ক্যামেরার গুণমান, এবং ড্রোনের গুণমানের উপর নির্ভর করে। বাংলাদেশে ডিজেআই ড্রোনের দাম ৩৫,০০০ টাকা থেকে শুরু যার নিয়ন্ত্রণ দূরত্ব ৩০০০ মিটার এবং সাথে ১২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এছাড়া, উচ্চ গতি, একাধিক ক্যামেরা, ১৮ থেকে ২০ কিমি নিয়ন্ত্রণ দূরত্ব, এবং উন্নত প্রযুক্তি সহ ডিজেআই ড্রোন পাওয়া যায় যার দাম তুলনামূলক বেশী হয়ে থাকে।

ডিজেআই ড্রোনের জনপ্রিয় সিরিজ কোনটি?

ডিজেআই ড্রোনের একাধিক সিরিজ এবং মডেল জনপ্রিয় তবে বাংলাদেশে অধিক জনপ্রিয় কিছু সিরিজ এবং মডেল উল্লেখ করা হলোঃ

  • ডিজেআই মিনি ড্রোনঃ ডিজেআই মিনি ড্রোনগুলো ত্রিমুখী সংঘর্ষ সেন্সর, অপটিক্যাল পোর্ট্রেট মোড, এবং ডুয়াল-নেটিভ আইএসও সহ বিশেষ প্রযুক্ত সম্পন্ন  হয়ে থাকে। উচ্চ রেজোলিউশনে ভিডিও ক্যাপচার করতে পারে বিধয় ডিজেআই মিনি ড্রোন বাংলাদেশে জনপ্রিয়। ডিজেআই মিনি সিরিজের ড্রোনের মধ্যে জনপ্রিয় ড্রোন মডেল হলোঃ ডিজেআই মিনি ৩ প্রো ড্রোন,  ডিজেআই মিনি ৪ প্রো ড্রোন, ডিজেআই মিনি ২ ফ্লাই মোর কোম্বো, ডিজেআই মিনি ৩ ফ্লাই মোর কোম্বো ডিজেআই আরসি, এবং ডিজেআই মিনি ২ স্ট্যান্ডার্ড।
  • ডিজেআই মেভিক ড্রোনঃ ডিজেআই ড্রোন মূলত লো-নয়েজ ইমেজ সেন্সর, ডুয়াল ক্যামেরা সিস্টেম, প্রো রিমোট, ১০-বিট ভিডিও পোস্ট প্রসেসিং, অপটিকাল জুম, ইত্যাদি বৈশিষ্ট্যর জন্য চাহিদার শীর্ষে অবস্থান করছে। বিগেনার থেকে প্রফেশনাল সকলের জন্য ডিজেআই মেভিক ড্রোন সামঞ্জস্য। বাংলাদেশে ডিজেআই মেভিক সিরিজের ড্রোন জনপ্রিয় তার মধ্যে অন্যতম হলোঃ ডিজেআই মেভিক মিনি ফ্লাই মোর ড্রোন কোম্বো ড্রোন, ডিজেআই মেভিক মিনি স্ট্যান্ডার্ড ড্রোন, এবং ডিজেআই মেভিক ৩ ক্লাসিক কোম্বো ড্রোন
  • ডিজেআই অ্যাভাটা ড্রোনঃ ডিজেআই অ্যাভাটা সিরিজের ড্রোন সবচেয়ে আকর্ষণীয় ডিজাইনের হয়ে থাকে এবং প্রফেশনাল কাজের জন্য সেরা পছন্দ। বাংলাদেশে জনপ্রিয় ডিজেআই অ্যাভাটা সিরিজের জনপ্রিয় কয়েকটি মডেল হলোঃ ডিজেআই অ্যাভাটা ফ্লাই স্মার্ট ড্রোন, ডিজেআই অ্যাভাটা প্রো-ভিউ কোম্ব ড্রোন, এবং ডিজেআই অ্যাভাটা অ্যাক্সপ্লোরার কোম্ব এফপিভি ড্রোন।
  • ডিজেআই এয়ার ড্রোনঃ উন্নত এআই সেন্সর এবং ফ্লেক্সিবাল কন্ট্রোল সিস্টেমের কারনে ডিজেআই এয়ার ড্রোন বাংলাদেশে ব্যাপক খ্যাতি পেয়েছে। ডিজেআই এয়ার সিরিজ ড্রোনের অধিক জনপ্রিয় মডেল হলোঃ ডিজেআই এয়ার ৩, ডিজেআই এয়ার ৩ ফ্লাই মোর কোম্বো, এবং ডিজেআই এয়ার ২এস।
  • ডিজেআই ফ্যান্টম ড্রোনঃ বিশেষ করে পেশাদার ভিডিও নির্মাতাদের জন্য ডিজাইন করা হয়েছে ডিজেআই ফ্যান্টম সিরিজের ড্রোনগুলো। এই সিরিজের ড্রোনে রোলিং শাটার ছাড়াই দুর্দান্ত ক্যামেরা এবং আইকনিক ডিজাইনের সাথে আসে। বাংলাদেশে মিডিয়া, অনুসন্ধানী সাংবাদিকতা, গবেষণা, ইত্যাদি কাজে ডিজেআই ফ্যান্টম সিরিজের ড্রোন প্রাধান্য পায়। পছন্দের তালিকায় শীর্ষে থাকা ডিজেআই ফ্যান্টম সিরিজের ড্রোন মডেল হলো ডিজেআই ফ্যান্টম ৪ প্রো ভি২.০।

ডিজেআই ড্রোনের বিশেষত্ব কি?

ডিজেআই ড্রোন এর কিছু বিশেষত্বের কারনে বাংলাদেশ সহ বিশ্ব ব্যাপী খ্যাতি অর্জন করেছে। ডিজেআই ড্রোন এর বিশেষত্ব সম্পর্কে আলোচনা করা হলঃ

১। স্ট্যাবল ভিডিও ক্যাপচারঃ ডিজেআই ড্রোনে কমপ্লিমেন্টারি মেটাল-অক্সাইড সেমিকন্ডাক্টর (সিএমওএস) প্রযুক্তি সহ উন্নত মানের ক্যামেরা যুক্ত থাকে বিধায় হাই-রেজোলিউশনে স্ট্যাবল ভিডিও ক্যাপচার করা যায়। এমনকি ড্রোনের অস্বাভাবিক নড়াচড়াতেও স্ট্যাবল ভিডিও ক্যাপচার করা যায়। স্ট্যাবল ভিডিও ক্যাপচার করা হলো ডিজেআই ড্রোনের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য।

২। ফ্লাইট সময়ঃ ডিজেআই ড্রোনের ফ্লাইট সময় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে। ডিজেআই ড্রোন তুলনামূলক অনেক বেশী সময় যাবত একটানা উড়তে পারে এবং ভিডিও ক্যাপচার করতে পারে বিধায় বিশ্বব্যাপী কন্টেন্ট তৈরিতে অধিক ব্যবহার করা হয়।

৩। উচ্চ গতিঃ ডিজেআই ড্রোনগুলো মডেল ভেদে ৩৮ কিলোমিটার প্রতি ঘণ্টা স্পিড থেকে ৪৮ কিলোমিটার প্রতি ঘণ্টা স্পিডে চলতে পারে। এবং, দ্রুততম গতিতে চলাকালীন সময়ে ডিজেআই ড্রোন স্ট্যাবল ভিডিও ক্যাপচার করতে পারে।

৪। নিয়ন্ত্রণ দূরত্বঃ ডিজেআই ড্রোন মডেল ভেদে ৩ কিলোমিটার দূরত্ব থেকে ১৮ কিলোমিটার দূরত্ব পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়। বিশ্বব্যাপী তুলনামূলক ডিজেআই ড্রোনগুলো সর্বাধিক নিয়ন্ত্রণ দূরত্ব প্রদান করে।

৫। উন্নত সেন্সরঃ ডিজেআই ড্রোনে দৃষ্টি এবং অতিস্বনক সেন্সর, লিডার (লাইট ডিটেকশন এবং রেঞ্জিং) সেন্সর, জিপিএস, আইআর সেন্সর, জাইরোস্কোপ, এবং ক্রাশ প্রতিরোধে বিভিন্ন প্রটেকশন সেন্সর যুক্ত থাকে।

৬। মিনিমালিস্টিক ডিজাইনঃ ডিজেআই ড্রোনগুলো মিনিমালিস্টিক ডিজাইনে তৈরি করা হয় ফলে যেকোনো সংকীর্ণ জায়গায় সহজেই চলাচল করতে পারে এবং মনোমুগদ্ধকর ভিডিও ধারণ করতে পারে।

৭। উন্নত গুণমানঃ ডিজেআই ড্রোন উন্নত মানের উপাদান দ্বারা তৈরি করতা হয় বিধায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। এবং, প্রয়োজন অনুসারে মনোমুগদ্ধকর ভিডিও ধারণ করা যায়।

এছাড়া, ডিজেআই ড্রোনের রিমোটে যেকোনো স্মার্ট ফোন কানেক্ট করে রিয়েল টাইম ফুটেজ দেখা যায় পাশাপাশি ভিডিও ধারণ করা যায়।

বাংলাদেশে কি ডিজেআই ড্রোনের সব মডেল সহজলভ্য?

বিডিস্টল.কম থেকে বেশিরভাগ ডিজেআই ড্রোন মডেল কেনা যায়। তবে, ডিজেআই ড্রোনগুলো সব জায়গায় সহজলভ্য হয় না। তবে, তাতক্ষনিক ভাবে ড্রোন স্টকে না থাকলেও চিন্তার কোনো কারন নেই বিডিস্টল এ অর্ডারের মাধ্যমে নির্ধারিত সেলার থেকে ১৫ থেকে ২১ দিনের মধ্যে কাংক্ষিত ডিজেআই ড্রোনটি ডেলিভারী পেয়ে যাবেন।