আইফোন ৮ নিয়ে ইতোমধ্যেই চারদিকে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে আইফোন ৮ এর সামনের অংশ পুরোটা জুড়েই থাকবে একটি ওএলইডি ডিসপ্লে। তবে এজন্য অ্যাপলকে তাদের "ঐতিহ্যবাহী" হোম বাটনটিকে সরিয়ে ফেলতে হবে। তাহলে এর জায়গায় কি সমাধান দিবে অ্যাপল?
ইন্টারনেটে ছড়িয়ে পড়া আইফোন ৮ এর একটি ধারণা করা ছবিতে দেখা যাচ্ছে ডিসপ্লের একদম নিচের অংশে হোম বাটনের পরিবর্তে একটি "ফাংশন এরিয়া" কিংবা "টাচ বার" থাকবে যেখান থেকে হোম বাটনের কাজ সহ মিউজিক কন্ট্রোল, ফোন অ্যাপসহ অন্যান্য অনেক ফিচারই নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও আইফোন ৮-এ আরো থাকতে পারে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি এবং ফোনের পেছনে থাকতে পারে ডুয়াল ক্যামেরা। তবে এসবগুলোই বিভিন্ন প্রযুক্তিবিদ এবং অ্যাপল ইউজারদের অনুমান। বছর শেষে অ্যাপলের ঘোষণাতেই দেখা যাবে সত্যিকারের আইফোন ৮ কেমন হবে।
মোবাইলের বর্তমান মূল্য তালিকা