bdstall.com

রেডমি নোট ৮ বনাম নোট ৮ প্রো-কোনটি কেমন?

রেডমি নোট ৮  এবং রেডমি নোট ৮ প্রো উভয় মোবাইল ২৯ আগস্ট ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা হয়। বর্তমানে, রেডমি নোট ৮ এবং রেডমি নোট ৮ প্রো মোবাইল রিফারবিশড কন্ডিশনে কমদামে বাংলাদেশে পাওয়া যায়। রেডমি নোট ৮  এবং রেডমি নোট ৮ প্রো মোবাইল দুটি আকার এবং বৈশিষ্ট্যর দিক থেকে প্রায় একই। তবে, ডিজাইন এবং কনফিগারেশন সহ কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা ফোন দুটিকে আলাদা পরিচিতি প্রদান করেছে। আসুন জেনে নেই কিছু বৈশিষ্ট্য সম্পর্কে যা রেডমি নোট ৮  এবং রেডমি নোট ৮ প্রো ফোনকে আলাদা করে।

 

রেডমি নোট ৮ বনাম রেডমি নোট ৮ প্রো

১। ডিজাইনঃ

  • রেডমি নোট ৮ ফোন আকর্ষণীয় উজ্জ্বল এবং গ্লোসি মিক্সড কালার ডিজাইনের সাথে প্রদর্শিত হয় পাশাপাশি এর ৪টি রেয়ার ক্যামেরা মোবাইলের পেছনে বামদিকে উল্লম্বভাবে সেট করা হয়েছে।
  • রেডমি নোট ৮ প্রো মোবাইল আকর্ষণীয় উজ্জ্বল এবং গ্লোসি গ্রেডিয়েন্ট কালার ডিজাইনের সাথে প্রদর্শিত হয় পাশাপাশি এর ৪টি রেয়ার ক্যামেরা মোবাইলের পেছনে মাঝখানে উল্লম্বভাবে সেট করা হয়েছে।

২। ডিসপ্লেঃ

  • রেডমি নোট ৮ মোবাইলে আইপিএস এলসিডি ডিসপ্লে অন্তর্ভুক্ত আছে এবং ডিসপ্লের পিপিআই ঘনত্ব ৪০৯।
  • রেডমি নোট ৮ প্রো ফোনে আইপিএস এলসিডি এইচডিআর ডিসপ্লে অন্তর্ভুক্ত আছে এবং এর পিপিআই ঘনত্ব ৩৯৫।

৩। চিপসেটঃ

  • রেডমি নোট ৮ ফোনে ১১ নেনোমিটার প্রযুক্তিতে তৈরি কোয়ালকম SDM665 স্ন্যাপড্রাগন 665 চিপসেট অন্তর্ভুক্ত আছে।
  • রেডমি নোট ৮ প্রো মোবাইলে ১২ নেনোমিটার প্রযুক্তিতে তৈরি মিডিয়াটেক হেলিও G90T চিপসেট অন্তর্ভুক্ত আছে।

৪। সিপিইউ এবং জিপিইউঃ

  • রেডমি নোট ৮ ফোনে অক্টাকোর সিপিইউ (৪x২.০ গিগাহার্টজ ক্রেওয় ২৬০ গোল্ড এবং ৪x১.৮ গিগাহার্টজ ক্রেওয় ২৬০ সিলভার) এবং অ্যাড্রেনো ৬১০ জিপিইউ অন্তর্ভুক্ত আছে।
  • রেডমি নোট ৮ প্রো মোবাইলে অক্টাকোর সিপিইউ (২x২.০৫ গিগাহার্টজ কর্টেক্স-এ৭৬ এবং ৬x২.০ গিগাহার্টজ কর্টেক্স-এ৫৫) এবং মালি-জি৭৬ এমসি৪ জিপিইউ অন্তর্ভুক্ত আছে।

৫। ভেরিয়েন্টঃ

  • রেডমি নোট ৮ ফোন ৩জিবি র‍্যাম / ৩২জিবি রোম, ৪জিবি র‍্যাম / ৬৪জিবি রোম, ৬জিবি র‍্যাম / ৬৪জিবি রোম, ৪জিবি র‍্যাম / ১২৮জিবি রোম, এবং ৬জিবি র‍্যাম / ১২৮জিবি রোম ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যায়।
  • রেডমি নোট ৮ প্রো ফোন ৪জিবি র‍্যাম / ৬৪জিবি রোম, ৬জিবি র‍্যাম / ৬৪জিবি রোম, ৪জিবি র‍্যাম / ১২৮জিবি রোম, ৬জিবি র‍্যাম / ১২৮জিবি রোম, ৮জিবি র‍্যাম / ১২৮জিবি রোম, এবং ৮জিবি র‍্যাম / ২৫৬জিবি রোম ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যায়।

৬। ক্যামেরাঃ

  • রেডমি নোট ৮ ফোনের পেছনে ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল, ২ মেগাফিক্সেল, এবং ২ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা রয়েছে। তাছাড়া, এই মোবাইলে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে।
  • রেডমি নোট ৮ প্রো ফোনের পেছনে ৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল, ২ মেগাফিক্সেল, এবং ২ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা রয়েছে। তাছাড়া, এই মোবাইলে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে।

৭। ব্যাটারি এবং ব্যাটারি লাইফঃ

  • রেডমি নোট ৮ মোবাইলে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি অন্তর্ভুক্ত আছে। আর এই ফোনের ফুল চার্জে একটানা ১৪ ঘন্টা ভিডিও উপভোগ করা যায়।
  • রেডমি নোট ৮ প্রো ফোনে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি অন্তর্ভুক্ত আছে। আর এই ফোনের ফুল চার্জে একটানা ১৫ ঘন্টা ভিডিও উপভোগ করা যায়।

৮। মেমরি কার্ড স্লটঃ

  • রেডমি নোট ৮ মোবাইলে ডেডিকেটেড মেমোরি স্লট আছে যাতে মাইক্রোএসডিএক্সসি সমর্থন করে।
  • রেডমি নোট ৮ প্রো ফোনে শেয়ার্ড সিম স্লট আছে যাতে মাইক্রোএসডিএক্সসি সমর্থন করে।

৯। কালারঃ

  • রেডমি নোট ৮ ফোনটি বিশ্বব্যাপী নেপচুন ব্লু, মুনলাইট হোয়াইট, স্পেস ব্ল্যাক, নেবুলা বেগুনি, এবং মহাজাগতিক বেগুনি কালারে পাওয়া যায়।
  • রেডমি নোট ৮ প্রো ফোনটি বিশ্বব্যাপী কালো, লাল, নীল, সাদা, গভীর সমুদ্রের নীল, মধ্যরাতের নীল, বৈদ্যুতিক নীল, গোধূলি কমলা কালারে পাওয়া যায়।

বর্তমানে, রেডমি নোট ৮  এবং রেডমি নোট ৮ প্রো সহ বিভিন্ন মডেলের নতুন ও রিফার্বিশড কন্ডিশন শাওমি মোবাইল বিডিস্টল.কম থেকে কমদামে কেনা যায়। তাছাড়া, শাওমি মোবাইল এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের  নতুন ও রিফার্বিশড মোবাইল ফোন সর্বনিম্ন দামে বিডিস্টল.কম থেকে সংগ্রহ করা যায়।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: October 12, 2023
Reviews (0) Write a Review