ভিশন ব্লেন্ডার কেনাকাটা
রান্নাঘরে ফলমূল, মসলা জাতীয় উপাদান এবং বরফ গুড়া করার জন্য নির্ভরযোগ্য এবং দক্ষ ব্লেন্ডার সরবারহ করেছে ভিশন। এটি মূলত দেশীয় কোম্পানি আরএফএল গ্রূপের সিস্টার কন্সার্ন ভিশন ইলেক্ট্রনিক্স এর তৈরী। তাছাড়া, এটি শক্তিশালী বডি স্ট্রাকচার, উন্নত ডিজাইন এবং বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি। ভিশন ব্লেন্ডার বাংলাদেশে এর সাশ্রয়ী মূল্যের কারণে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ভিশন ব্লেন্ডারের বিশেষত্ব কি?
- ধরণঃ ভিশন রান্নাঘরের বিভিন্ন চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরণের ব্লেন্ডার সরবারহ করে। স্মুদি এবং শেকের মতো দৈনন্দিন ব্লেন্ডিং কাজের জন্য স্ট্যান্ডার্ড ব্লেন্ডার। জুস, মাংস কিমা এবং মশলা গুড়া করার জন্য পৃথক জার সহ ৩-ইন-১ ব্লেন্ডার। এছাড়াও, মগ বা বাটিতে সরাসরি দ্রুত ব্লেন্ড করার জন্য হ্যান্ড ব্লেন্ডার সরবারহ করে। ফলে আপনি আপনার চাহিদা অনুযায়ী ভিশন ব্লেন্ডার কিনতে পারেন।
- বডি স্ট্রাকচারঃ এই ব্লেন্ডারের বডি সাধারণত উচ্চ-মানের এবিএস প্লাস্টিক থেকে তৈরি, যা আকর্ষণীয় ডিজাইনের জন্য সাথে ধাতব ফিনিশিং থাকে। কিছু লেটেস্ট মডেলের ভিশন ব্লেন্ডারে দীর্ঘ স্থায়িত্ব এবং আধুনিক ডিজাইনের জন্য সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের তৈরি বডি সরবারহ করে।
- গতিঃ বেশিরভাগ ভিশন ব্লেন্ডার একাধিক স্পীড সেটিংস রয়েছে, যা আপনাকে বিভিন্ন উপাদানের জন্য পছন্দসই স্পীড পরিবর্তন করতে সহায়তা করবে। কিছু মডেলে দ্রুত মিক্সার কিংবা গ্রাইন্ড করার জন্য পালস ফাংশনও রয়েছে, যা বরফ পিষে ফেলার জন্য বা মসলা তৈরি করার জন্য কার্যকর। উন্নত ব্লেন্ডিং সুবিধা প্রদানের জন্য উচ্চমানের মডেলগুলো আরও সুনির্দিষ্ট গতি নিয়ন্ত্রণ সুবিধা প্রদান করে থাকে।
- পাওয়ারঃ ভিশন সাধারণত ২৫০ ওয়াট থেকে ১২০০ ওয়াট পর্যন্ত পাওয়ার ক্যাপাসিটির ব্লেন্ডার সরবারহ করে। উচ্চ পাওয়ার ক্যাপাসিটির ব্লেন্ডার সাধারণত শক্তিশালী ব্লেন্ডিং সুবিদা প্রদান করে, যা হিমায়িত ফল, বাদাম এবং মসলা জাতীয় শক্ত উপাদান দ্রুত ব্ল্যান্ড করে।
- ব্যবহারঃ ভিশন ব্লেন্ডার রান্নাঘরে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। মডেল এবং পাওয়ার ভেদে স্মুদি তৈরি, জুস, মশলা গুড়া,ও মাংস কিমা করা সহ বরফ গুঁড়ো করার জন্য ব্যবহার করা যায়। অনেক মডেলে একাধিক জার সরবারহ করায় ব্লেন্ডারে প্রয়োজন অনুযায়ী সকল ধরণের খাবার সামগ্রী ব্লেন্ড করা যায়।
- শব্দহীন অপারেশনঃ যদিও কোনও ব্লেন্ডার সম্পূর্ণ সাউন্ডলেস ভাবে অপারেট করা যায় না, তবে ভিশন ব্লেন্ডারে শব্দের মাত্রা কিছুটা কম হয়ে থাকে। কিছু মডেল তুলনামূলকভাবে কম শব্দে অপারেট করার জন্য উন্নত মোটর টেকনোলোজি দিয়ে ডিজাইন করা হয়েছে। তবে, একটা বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ যে উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্লেন্ডার দিয়ে উচ্চ গতিতে মিক্সার তৈরি করার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই বেশি শব্দ উৎপন্ন করে।
- ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিঃ ভিশন ব্লেন্ডার স্ট্যান্ডার্ড ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিতে যেমন ২২০-২৪০ ভোল্ট এবং ৫০ হার্জ কাজ করে। এটি কনভার্টার ছাড়াই বাসাবাড়ির বিদ্যুৎ এর সাথে সংযোগ করে অপারেট করা যায়।
- উচ্চ-মানের স্টেইনলেস স্টিল ব্লেডঃ অনেক মডেলে ৩০৪জি গ্রেড থেকে তৈরি ৬-মাথা বিশিষ্ট স্টেইনলেস স্টিলের ব্লেড রয়েছে, যা যথেষ্ট সূক্ষ্ম এবং দক্ষ ভাবে গুড়া করতে সহায়তা করে।
- পিওর কপার কয়েল মোটরঃ ভিশন ব্লেন্ডারে উচ্চ-গতির, এবং শক্তি-সাশ্রয়ী পিওর কপার কয়েল মোটর ব্যবহার করা হয়েছে। ফলে, ব্লেন্ডার অপারেট করার ক্ষেত্রে নির্ভরযোগ্য শক্তি প্রদান করে। পাশাপাশি শক্তি খরচ কমিয়ে ব্লেন্ডারের কর্মক্ষমতা বাড়ায় এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে।
- মোটর অতিরিক্ত তাপ সুরক্ষাঃ কিছু কিছু ভিশন ব্লেন্ডারে মোটরকে অতিরিক্ত গরম হওয়া থেকে প্রতিরোধ করার জন্য অতিরিক্ত তাপ সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এছাড়াও, দীর্ঘ সময় বা ভারী ব্যবহারের সময় অতিরিক্ত তাপ থেকে সুরক্ষিত রাখতে ব্লেন্ডারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
- সার্কিট ব্রেকার সুরক্ষাঃ কিছু উন্নত মডেলে অতিরিক্ত সুরক্ষার জন্য সার্কিট ব্রেকার থাকে, যা ব্লেন্ডারকে বাসাবাড়ির বিদ্যুতের অতিরিক্ত লোড থেকে রক্ষা করে।
- শক্তিশালী জারঃ ব্লেন্ডারে সাথে পলিস্টাইরিন বা পলিকার্বোনেট এর মত মজবুত প্লাস্টিক অথবা স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি জার থাকে, যা ক্র্যাকিং বা ভেঙে যাওয়ার বিরুদ্ধে স্থায়িত্ব এবং প্রতিরোধ প্রদান করে।
- উচ্চ আরপিএমঃ কিছু উচ্চ-কার্যক্ষমতা সম্পন্ন ভিশন ব্লেন্ডারে ১৯,০০০ থেকে ২১,০০০ বা তারও বেশি আরপিএম থাকে, যা মসলার পাউডার তৈরিতে মসৃণ টেক্সচার এবং দক্ষ গ্রাইন্ডিং সুবিধা প্রদান করে।
- শিশু সুরক্ষা ইন্টারলকঃ লেটেস্ট মডেলের ভিশন ব্লেন্ডারে দুর্ঘটনাজনিত অপারেশন প্রতিরোধ করার জন্য শিশু সুরক্ষা লক রয়েছে , যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে।
বাংলাদেশে ভিশন ব্লেন্ডারের দাম কত?
ভিশন ব্লেন্ডারের দাম মূলত মডেল, মোটর পাওয়ার ক্যাপাসিটি, জার সংখ্যা, এবং গুনমানের ভিত্তি করে বাংলাদেশে ১,৩০০ টাকা থেকে ৬,০০০ টাকায় পাওয়া যায়। সাধারণত ঘি,ও মাখন, চিনি কিংবা কফি মিক্স করার জন্য ভিশন ইলেকট্রিক বিটার পাওয়া যায়, যার দাম ১,৪০০ টাকা থেকে ২,১০০ টাকার মধ্যে হয়ে থাকে।এই ধরনের ইলেকট্রিক বিটারকে ভিশন হ্যান্ড ব্লেন্ডার ও বলা হয়। এছাড়াও, জুইসার, মিক্সার,ও গ্রাইন্ডার এর সমন্বয়ে উচ্চ ক্যাপাসিটির ৩-ইন-১ এবং ৪-ইন-১ ভিশন ব্লেন্ডারের দাম বাংলাদেশে ২,৫০০ টাকা থেকে ৫,৬০০ টাকার মধ্যে হয়ে থাকে।