বর্তমানে বাংলাদেশে সিসি ক্যামেরার ব্যবহার বেড়েছে বিধায় বেড়েছে ডিভিআর এর ব্যবহার। ডিভিআর মানে ডিজিটাল ভিডিও রেকর্ডার যা ক্যামেরায় ধারণকৃত সিসিটিভি ফুটেজ হার্ডডিস্কে সংরক্ষণ করে। ফলে প্রয়োজন মত এটি আবার দেখা দেখা যায়।
ডিভিআর কেনার পূর্বে কি কি জানতে হবে?
বর্তমানে সিসি ক্যামেরার সাথে ডিভিআর এর ব্যবহার অপরিহার্য। তাই, কোন ডিভিআরটি আপনার সিসি টিভি সেটআপের জন্য উপযুক্ত তা জানতে কিছু বিষয় লক্ষ রাখতে হবে। বিস্তারিত উল্লেখ করা হলঃ
ডিভিআর চ্যানেল সংখ্যাঃ ডিভিআরে চ্যানেলের সংখ্যাটি ক্যামেরার সংখ্যার সমান হওয়া উচিত। প্রয়োজনের অধিক চ্যানেলের ডিভিআর কেনা ভাল কারন ভবিষ্যতে আরও ক্যামেরা যুক্ত করা সম্ভব। বাংলাদেশে ৪-চ্যানেল, ৮-চ্যানেল, ১৬-চ্যানেল, ৩২-চ্যানেল, ৬৪-চ্যানেল এবং ১২৮-চ্যানেলের ডিভিআর পাওয়া যায়।
ভিডিও রেজোলিউশনঃ বেশিরভাগ ডিভিআর এএইচডি / এইচডিসিভিআই স্ট্যান্ডার্ড ব্যবহারের মাধ্যমে এইচডি রেজোলিউশন ভিডিও সমর্থন করে যা পরিষ্কার ভিডিও রেকর্ডিংয়ের জন্য যথেষ্ট। তবে, আপনার যদি প্রয়োজন হয় তবে আপনি ফুল এইচডি রেজোলিউশন ডিভিআর নির্বাচন করতে পারেন।
ডিভিআর বে সংখ্যাঃ ডিভিআরে মডেল ভেদে এক বা একাধিক বে থাকে। ডিভিআর বে মূলত হার্ডডিস্ক সেট করতে ব্যবহার করা হয়। সাধারণত সকল ডিভিআরে কমপক্ষে একটি বে থাকে যা ১-টেরাবাইট পর্যন্ত হার্ডডিস্ক সমর্থন করে। যত বেশি ক্যামেরা ব্যবহার করবেন ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করার জন্য তত বেশি বে সম্পন্ন ডিভিআর প্রয়োজন হবে। যাতে করে বেশি হার্ডডিস্ক সেট করা যায় এবং অনেকদিনের ভিডিও সংরক্ষণ করে রাখা যায়। ৪ টি পর্যন্ত ক্যামেরার সেটাপের জন্য ১ টি এইচডিডি বেয় যথেষ্ট। তবে, যদি আরও ক্যামেরা ব্যবহার করতে চান তবে একাধিক বেয় ডিভিআর নির্বাচন করতে হবে।
এছাড়া, ডিভিআর কোয়াক্সিয়াল ক্যাবলের মাধ্যমে এনালগ ট্রেন্সমিশান সমর্থন করে। তবে যদি বিদ্যমান ল্যান ব্যবহার করতে চান তবে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার কিনতে পারেন।
বাংলাদেশে ডিভিআরের দাম কত?
বিডিতে ডিভিআরের দাম ডিভিআরের ব্র্যান্ড, চ্যানেল সংখ্যা, ডিভিআরের বে সংখ্যা, ও কোয়ালিটির ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে ২,৫০০ টাকা থেকে ৪৫,০০০ টাকা মধ্যে সব ধরনের ডিভিআর পাওয়া যায়। ৪-চ্যানেল ডিভিআর গুলোর দাম ২,৫০০ টাকা থেকে ৬,৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ৮-চ্যানেল ডিভিআরগুলো কোয়ালিটির ভিত্তিতে ৩,৬০০ টাকা থেকে ১০,৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। ১৬-চ্যানেল ডিভিআরগুলো কোয়ালেটি ও বে সংখ্যা ভেদে সর্বনিম্ন ৭,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এবং, ৩২-চ্যানেল ডিভিআরগুলো ২৫,০০০ টাকা থেকে ৪৫,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। তাছাড়া, ৩২ টির বেশি সিসি ক্যামেরা সেটের প্রয়োজন হলে একাধিক ডিভিআর ব্যবহার করা যাতে পারে।