bdstall.com

ডিভিআর মেশিন এর দাম ২০২৫

আইটেম ১-২২ এর ২২

ডিভিআর মেশিন কেনাকাটা

বর্তমানে বাংলাদেশে সিসি ক্যামেরার ব্যবহার বেড়েছে বিধায় বেড়েছে ডিভিআর এর ব্যবহার। ডিভিআর মানে ডিজিটাল ভিডিও রেকর্ডার যা ক্যামেরায় ধারণকৃত সিসিটিভি ফুটেজ হার্ডডিস্কে সংরক্ষণ করে। ফলে প্রয়োজন মত এটি আবার দেখা দেখা যায়।

ডিভিআর বিশেষত্ব কি?

১। নজরদারির কাজে সিসিটিভি ক্যামেরার সাথে ডিভিআর ব্যবহারে মাধ্যমে ভিডিও ফুটেজ ক্যাপচার এবং রেকর্ড করা যায়।

২। বাংলাদেশে সাশ্রয়ী দামে ৮, ১৬, ৩২ চ্যানেল সহ উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিভিআর পাওয়া যায়, যা দিয়ে বাসা-বাড়ি, অফিস এবং অন্যান্য বড় পরিসরে জায়গায় প্রয়োজন অনুযায়ী সিসি ক্যামেরা সংযোগে করা যায়।

৩। ডিভিআর-এ সাধারণত বিল্ট-ইন হার্ড ডিস্কের পাশাপাশি এক্সটারনাল বিভিন্ন ক্যাপাসিটির হার্ড ডিস্ক ব্যবহার করা যায়, ফলে প্রয়োজন অনুযায়ী ভিডিও সংরক্ষণ করা যায়।

৪। ডিভিআর এর সাথে ইন্টারনেট সংযোগের মাধ্যমে রিমোটলি কন্ট্রোল করা যায়। ফলে মোবাইল অ্যাপ কিংবা ওয়েব ব্রাউজারের মাধ্যমে দূরবর্তী অবস্থান থেকে সংরক্ষিত ভিডিও ফুটেজ অ্যাক্সেস করা যায়।

৫। ডিভিআর-এ মোশন ডিটেকশন টেকনোলোজি যুক্ত রয়েছে, ফলে রেকর্ড চলাকালীন কোনো ঝামেলা ঘটলে সাথে সাথে ক্যাপচার করে স্টোরেজ স্পেস অপ্টিমাইজ করা যায়।

৬। ডিভিআর এ রেকর্ড করা ভিডিও ফুটেজের ফাইল সাইজ কম্প্রেশন করার জন্য এইচ.২৬৪ এবং এইচ.২৬৫ ভিডিও কম্প্রেশন অ্যালগরিদম রয়েছে। ফলে, গুনমান সম্পন্ন ছবি সহ স্টোরেজ দক্ষতা বাড়ায়।

৭। ডিভিআর থেকে ভিডিও দ্রুত বিস্তারিতভাবে বিশ্লেষণের জন্য ফাস্ট-ফরোয়ার্ড, রিওয়াইন্ড এবং ফ্রেম-বাই-ফ্রেম প্লেব্যাকের মতো ফিচার রয়েছে। ফলে, রেকর্ড করা ফুটেজ থেকে নির্দিষ্ট ইভেন্ট বা সময়ের ফ্রেমগুলো দ্রুত সনাক্ত করা যায়।

৮। পিটিজেড ক্যামেরা সংযোগ সুবিধা সম্পন্ন ডিভিআর বিডিতে সাশ্রয়ী দামে পাওয়া যায়, যা দিয়ে সরাসরি ডিভিআর ইন্টারফেস বা রিমোট ভিউয়িং অ্যাপ্লিকেশন থেকে বাইরের গতিবিধি পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী জুম করা যায়।

৯। ডিভিআর ব্যবহারে মোশন ডিটেকশন, সেন্সর অ্যাক্টিভেশন এবং সিস্টেম ফল্ট ইত্যাদি ক্ষেত্রে অ্যালার্ম সুবিধা পাওয়া যায়।

১০। সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করতে ডিভিআর সেটিংস এবং রেকর্ড করা ফুটেজ অ্যাক্সেস করার ক্ষেত্রে ব্যবহারকারীর অ্যাক্সেস নিয়ন্ত্রণ করা যায়।

ডিভিআর কেনার পূর্বে কি কি জানতে হবে?

বর্তমানে সিসি ক্যামেরার সাথে ডিভিআর এর ব্যবহার অপরিহার্য। তাই, কোন ডিভিআরটি আপনার সিসি টিভি সেটআপের জন্য উপযুক্ত তা জানতে কিছু বিষয় লক্ষ রাখতে হবে। বিস্তারিত উল্লেখ করা হলঃ

ডিভিআর চ্যানেল সংখ্যাঃ ডিভিআরে চ্যানেলের সংখ্যাটি ক্যামেরার সংখ্যার সমান হওয়া উচিত। প্রয়োজনের অধিক চ্যানেলের ডিভিআর কেনা ভাল কারন ভবিষ্যতে আরও ক্যামেরা যুক্ত করা সম্ভব। বাংলাদেশে ৪-চ্যানেল, ৮-চ্যানেল, ১৬-চ্যানেল, ৩২-চ্যানেল, ৬৪-চ্যানেল এবং ১২৮-চ্যানেলের ডিভিআর পাওয়া যায়।

ভিডিও রেজোলিউশনঃ বেশিরভাগ ডিভিআর এএইচডি / এইচডিসিভিআই স্ট্যান্ডার্ড ব্যবহারের মাধ্যমে এইচডি রেজোলিউশন ভিডিও সমর্থন করে যা পরিষ্কার ভিডিও রেকর্ডিংয়ের জন্য যথেষ্ট। তবে, আপনার যদি প্রয়োজন হয় তবে আপনি ফুল এইচডি রেজোলিউশন ডিভিআর নির্বাচন করতে পারেন।

ডিভিআর বে সংখ্যাঃ ডিভিআরে মডেল ভেদে এক বা একাধিক বে থাকে। ডিভিআর বে মূলত হার্ডডিস্ক সেট করতে ব্যবহার করা হয়। সাধারণত সকল ডিভিআরে কমপক্ষে একটি বে থাকে যা ১-টেরাবাইট পর্যন্ত হার্ডডিস্ক সমর্থন করে। যত বেশি ক্যামেরা ব্যবহার করবেন ভিডিও রেকর্ড করে সংরক্ষণ করার জন্য তত বেশি বে সম্পন্ন ডিভিআর প্রয়োজন হবে। যাতে করে বেশি হার্ডডিস্ক সেট করা যায় এবং অনেকদিনের ভিডিও সংরক্ষণ করে রাখা যায়। ৪ টি পর্যন্ত ক্যামেরার সেটাপের জন্য ১ টি এইচডিডি বেয় যথেষ্ট। তবে, যদি আরও ক্যামেরা ব্যবহার করতে চান তবে একাধিক বেয় ডিভিআর নির্বাচন করতে হবে।

এছাড়া, ডিভিআর কোয়াক্সিয়াল ক্যাবলের মাধ্যমে এনালগ ট্রেন্সমিশান সমর্থন করে। তবে যদি বিদ্যমান ল্যান ব্যবহার করতে চান তবে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার কিনতে পারেন

বাংলাদেশে ডিভিআরের দাম কত?

বিডিতে ডিভিআরের দাম ডিভিআরের ব্র্যান্ড, চ্যানেল সংখ্যা, ডিভিআরের বে সংখ্যা, ও কোয়ালিটির ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে ২,৫০০ টাকা থেকে ৪৫,০০০ টাকা মধ্যে সব ধরনের ডিভিআর পাওয়া যায়। ৪-চ্যানেল ডিভিআর গুলোর দাম ২,৫০০ টাকা থেকে ৬,৮০০ টাকা পর্যন্ত হয়ে থাকে, যা বাসা বাড়ি, খুচরা দোকানে ব্যবহারের জন্য উত্তম। এছাড়াও কভারেজ এরিয়ার পরিধি এবং সিসি ক্যামেরার সংখ্যা অনুযায়ী ৮ চ্যানেল, ১৬ চ্যানেল, ৩২ চ্যানেল সহ বিভিন্ন ক্যাপাসিটির ডিভিআর সাশ্রয়ী দামে বিডিতে পাওয়া যায়।

বাংলাদেশে ৮ চ্যানেল ডিভিআর এর দাম

বাংলাদেশে ৮ চ্যানেল ডিভিআর সাধারণত ৩,৬০০ টাকা থেকে ৭,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়। ৮ চ্যানেল ডিভিআর দিয়ে ৮টি সিসি ক্যামেরা সংযুক্ত করা যায়।  তাছাড়া, ৮ চ্যানেল ডিভিআর ছোট থেকে মাঝারি আকারের বাসা বাড়ি, ছোট অফিস বা খুচরা দোকানে ব্যবহারের জন্য উপযুক্ত।

বাংলাদেশে ১৬ চ্যানেল ডিভিআর এর দাম

বাংলাদেশে ১৬ চ্যানেল ডিভিআর ৬,৮০০ টাকা থেকে ১০,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়। ১৬ চ্যানেলের ডিভিআর ১৬টি সিসি ক্যামেরা ব্যবহার করা যায়। এছাড়াও, ১৬ চ্যানেল সম্পন্ন ডিভিআর দোকান, কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানের মতো মাঝারি আকারের প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য আদর্শ ডিভিআর।

বাংলাদেশে ৩২ চ্যানেল ডিভিআর এর দাম

বাংলাদেশে ৩২ চ্যানেল ডিভিআর ১৯,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়। ৩২ চ্যানেল ডিভিআর দিয়ে ৩২টি সিসি ক্যামেরা সাপোর্ট করে। ফলে, ৩২ চ্যানেল সম্পন্ন ডিভিআর শপিংমল, বড় কারখানা এবং বাণিজ্যিক ভবনের মতো জায়গায় ব্যবহারের জন্য উপযুক্ত।

তাছাড়া, ৩২ টির বেশি সিসি ক্যামেরা সেট করার প্রয়োজন হলে ৬৪ চ্যানেল, ১২৮ চ্যানেল এর ডিভিআর ব্যবহার করা উচিত। এছাড়াও, প্রয়োজন অনুযায়ী একাধিক ডিভিআর ব্যবহার করা যেতে পারে।

বাংলাদেশে ডিভিআর সম্পর্কে সাধারণ প্রশ্ন সমূহ

ডিভিআর সিস্টেমে কি একাধিক ক্যামেরা সংযোগ করা যায়?

উত্তরঃ হ্যাঁ, বেশিরভাগ ডিভিআর সিস্টেমে একাধিক ক্যামেরা ইনপুট সাপোর্ট করে। ফলে, একই সাথে একাধিক ক্যামেরা সংযোগ করার পাশাপাশি মনিটরিং করা যায়।

দূরবর্তী অবস্থান থেকে মোবাইল দিয়ে কি ডিভিআর অ্যাক্সেস করা যায়?

উত্তরঃ হ্যাঁ, বর্তমানে ডিভিআর সিস্টেম মোবাইল অ্যাপের মাধ্যমে রিমোটলি অ্যাক্সেস করা যায়। ফলে, মোবাইল থেকে নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে লাইভ ফুটেজ, রেকর্ডিং এবং অন্যান্য সেটিংস পরিচালনা করা যায়৷

ডিভিআর দিয়ে কি রেকর্ডিং শিডিউল সেট করা যায়?

উত্তরঃ হ্যা, ডিভিআর সিস্টেমে রেকর্ডিং সময় সূচি সেট করা যায়। ফুটেজ রেকর্ড করার জন্য নির্দিষ্ট সময় সেট করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা যায়।

ডিভিআর কি অডিও রেকর্ডিং সাপোর্ট করে?

উত্তরঃ নির্দিষ্ট মডেল এবং কনফিগারেশনের উপর নির্ভর করে কিছু ডিভিআর সিস্টেমে অডিও রেকর্ড সাপোর্ট করে। তবে, সমস্ত ডিভিআর সিস্টেমে অডিও রেকর্ড সাপোর্ট সক্ষমতা নেই বললেই চলে। তাই ডিভিআর কেনার আগে অবশ্যই স্পেসিফিকেশন যাচাই করে নেওয়া উচিত।

ডিভিআর এর কানেক্টিভিটি অপশন কি কি?

উত্তরঃ সাধারণত মনিটর বা টিভিতে ডিভিআর সংযোগ করার জন্য ভিডিও আউটপুট হিসেবে এইচডিএমআই বা ভিজিএ পোর্ট থাকে। এছাড়াও, নেটওয়ার্ক সংযোগের জন্য ইথারনেট পোর্ট এবং এক্সটারনাল স্টোরেজ বা পেরিফেরাল ডিভাইস সমূহ সংযোগ করার জন্য ইউএসবি পোর্ট সহ বিভিন্ন কানেক্টিভিটি অপশন রয়েছে।

ডিভিআর এ কি পাসওয়ার্ড সুরক্ষা ব্যবস্থা রয়েছে?

উত্তরঃ সিস্টেমের সেটিংস এবং রেকর্ড করা ফুটেজে অ্যাক্সেস করার ক্ষেত্রে ডিভিআর এ পাসওয়ার্ড সুরক্ষা ব্যবস্থা রয়েছে।

ডিভিআর কেনার ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি পাওয়া যায়?

উত্তরঃ হ্যা, বিডিতে সর্বনিম্ন ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ কম দামে ডিভিআর পাওয়া যায়।

বাংলাদেশে ডিভিআর এর জনপ্রিয় ব্র্যান্ড কোনটি?

উত্তরঃ সাশ্রয়ী দামে মানসম্পন্ন ডিভিআর সরবরাহ করার জন্য ডাহুয়া, হিকভিশন এবং জোভিশন বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড।

বাংলাদেশের সেরা ডিভিআর মেশিন এর মূল্য তালিকা July, 2025

2024 & July, 2025-এর বাংলাদেশের সেরা ডিভিআর মেশিন এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের ডিভিআর মেশিন ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা ডিভিআর মেশিন এর তালিকা তৈরি করা হয়েছে।

ডিভিআর মেশিন মডেল বাংলাদেশে দাম
Dahua DH-XVR1B04-I 4-Channel Digital Video Recorder ৳ ১,৯১০
Hikvision DS-7108HGHI-F1/N HD Digital Video Recorder ৳ ৩,৪০০
Hikvision DS-7108HQHI-K1 8-Channel 1080p Turbo HD DVR ৳ ২,৭০০
Dahua DH-XVR1A08 8 Channel Penta-Brid XVR ৳ ২,৭০০
Hikvision DS-7108HGHI-K1 8-CH Lite Mini 1U DVR ৳ ২,৯৫০
Hikvision DS-7116HQHI-K1 16CH 1080P 2MP Turbo DVR System ৳ ৮,৯০০
Hikvision DS-7104HGHI-K1 4-Channel Video Recorder ৳ ২,৫৯৯
Dahua XVR1B16-I 16-Channel Penta-Brid DVR ৳ ৫,২০০
Hikvision DS-7104HGHI-F1 4CH Tribrid HD-TVI DVR System ৳ ২,৩০০
Dahua XVR1A04 Penta-Brid 4-Channel Digital Video Recorder ৳ ২,৬৫০