বর্তমানে বাংলাদেশে ডিজিটাল লকারের চাহিদা তুলনামূলক বেশি। অফিস, বাসা-বাড়ি, স্কুল, কলেজ সর্বত্র জরুরি কাগজ পত্রের নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার হচ্ছে ডিজিটাল লকার। ডিজিটাল লকারের বিশেষ নিরাপত্তা ব্যবস্থার জন্য বাংলাদেশে এটি জনপ্রিয় হয়ে উঠেছে।
কেন ডিজিটাল লকার ব্যবহার করব?
আধুনিক বাংলাদেশে আধুনিক অপরাধীদের থেকে ব্যক্তিগত মূল্যবান জিনিসপত্র সুরক্ষিত রাখতে ডিজিটাল লকারের ব্যবহার সর্বত্র দেখা যাচ্ছে। বর্তমানে ম্যানুয়াল লকার গুলো খুব সহজে অপরাধীরা ভেঙ্গে ফেলে ফলে মানুষ তার মূল্যবান জিনিসপত্র হারায়। তাই, ডিজিটাল লকার ব্যবহার করে মূল্যবান জিনিসপত্র ও টাকা বা স্বর্ণ অলংকার সুরক্ষিত রাখা যায়। অন্যান্য কিছু বিশেষ বৈশিষ্ট হলঃ
সিকিউরিটি সিস্টেমঃ ডিজিটাল লকারগুলোর সিকিউরিটি সিস্টেমে ব্যবহার হয় স্মার্ট কি-প্যাড যাতে নির্দিষ্ট পিন বা পাসওয়ার্ড ইনপুটের মাধ্যমে লকার খোলা যায়। আবার, অনেক ডিজিটাল লকার গুলো খুলতে ফিঙ্গার প্রিন্টের ব্যবহারও দেখা যায়। যদি একাধিক বার ভুল পিন বা ভুল ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয় তাহলে ডিজিটাল লকার গুলো স্থায়ীভাবে লক হয়ে যায় যা পরবর্তীতে রিসেট করতে হয়। এছাড়াও, ইমার্জেন্সি সময়ে ব্যবহারের জন্য একটি ছোট কি এবং কি-হোল থাকে। ডিজিটাল লকারগুলোতে সাধারণত ইলেকট্রিক স্মার্ট কি-প্যাডের মাধ্যমে লক সিস্টেম নিয়ন্ত্রণ করা হয় বিধায় এটি ইলেকট্রিক লকার নামেও পরিচিত
ব্যাটারিঃ ডিজিটাল লকারগুলোতে ব্যাটারি আছে বিধায় ইলেকট্রিসিটি না থাকলেও লকারটি কি-প্যাড ও ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে খোলা যায়। যদি ব্যাটারির চার্জ সম্পূর্ণ শেষ হয়ে যায় সেক্ষেত্রে ডিজিটাল লকারগুলো স্থায়ীভাবে লক হয়ে যাবে। তবে, চিন্তার কোন কারণ নেই ব্যবহারকারীরা ইমার্জেন্সি কি-হোল ব্যবহার করে ডিজিটাল লকার খুলতে পারবে।
বডি মেটারিয়ালঃ ডিজিটাল লকারগুলো সম্পূর্ণ মেটাল দিয়ে বানানো হয় বিধায় অন্যান্য লকারের তুলনায় বেশি শক্তিশালী হয়ে থাকে। ডিজিটাল লকারগুলোর সম্পূর্ন রূপে ফায়ার প্রুফ ও সহজে মরিচাও ধরে না।
সাইজঃ ডিজিটাল লকারগুলো ছোট-বড় সব সাইজের হয় বিধায় সুবিধামত যায়গার জন্য উপযুক্ত লকার পাওয়া যায়।
বাংলাদেশে ডিজিটাল লকারের দাম কত?
বাংলাদেশের সর্বনিম্ন ৩,৫০০ টাকার মধ্যে ডিজিটাল লকার পাওয়া যায় তবে এগুলোর দাম সাইজ ও সিকিউরিটি সিস্টেমের উপর ভিত্তি করে হয়ে থাকে। আর, ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি সিস্টেমসহ ডিজিটাল লকারগুলো সর্বনিম্ন ১৩,০০০ টাকায় পাওয়া যায়।