bdstall.com

মোবাইল ঘড়ির দাম ২০২৩

বাংলাদেশে সংশ্লিষ্ট স্মার্ট ওয়াচ এর দাম

প্রযুক্তির উন্নতির সাথে সাথে, স্মার্ট ওয়াচ ঐতিহ্যগত ঘড়িকে প্রতিস্থাপন করেছে যা একজন ব্যবহারকারীকে ডিজিটাল ঘড়ি, মেডিকেল সেন্সর, স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং আরও কিছু স্মার্ট বৈশিষ্টের সুবিধা প্রদান করেছে। বিশেষকরে স্মার্ট ঘড়ি উন্নত প্রযুক্তির পাশাপাশি কমদামে পাওয়া যায় বিধায় বাংলাদেশের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশে স্মার্টওয়াচ সাধারণত মোবাইল ঘড়ি, মোবাইল ওয়াচ, ডিজিটাল ওয়াচ, এবং অ্যান্ড্রয়েড ওয়াচ নামেও পরিচিত।

স্মার্ট ওয়াচ এর মাধ্যমে কল করা যায় কি?

বেশ কিছু স্মার্ট ওয়াচে সিমে স্লট থাকে বিধায় সিম ব্যবহার করে, স্মার্টওয়াচের মাধ্যমে সহজেই কল করা যায়। অন্যদিকে, বেশীরভাগ স্মার্ট ওয়াচে ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে সংযোগ স্থাপন করে কল করার সুবিধা রয়েছে। তবে, কিছু স্মার্ট ওয়াচ শুধুমাত্র কল গ্রহণ এবং প্রত্যাখ্যান করতে পারে। তাই, আপনার প্রয়োজন অনুসারে মোবাইল ওয়াচ নির্বাচন করুন কেননা কল করার বৈশিষ্ট্যটির কারনে স্মার্ট ওয়াচের দাম কম-বেশি হয়ে থাকে।

স্মার্ট ওয়াচে "অলওয়েজ-ওন ডিসপ্লে" কী কাজ করে?

কিছু কিছু স্মার্ট ওয়াচে “অলওয়েজ-ওন ডিসপ্লে” বৈশিষ্ট্য থাকে ফলে সেগুলোতে সর্বদা সময় প্রদর্শিত হয়। বাংলাদেশে “অলওয়েজ-ওন ডিসপ্লে” সম্পন্ন স্মার্ট ওয়াচের দাম কিছুটা বেশী। তবে, “অলওয়েজ-ওন ডিসপ্লে” সম্পন্ন স্মার্ট ওয়াচের ব্যাটারি পাওয়ার কন্সাম্পশন বেশী হয়ে থাকে।

লেডিস স্মার্ট ওয়াচের বৈশিষ্ট্য কি এবং দাম কত?

লেডিস স্মার্ট ওয়াচ মূলত মহিলাদের জন্য বিশেষ ডিজাইনে তৈরি এক ধরণের ঘড়ি। লেডিস স্মার্ট ওয়াচের ক্ষেত্রে সাধারণত ঘড়ির মুখ ছোট, ব্যান্ড পাতলা এবং রঙ্গিন ডিজাইনের হয়ে থাকে। তাছাড়া এই ধরণের লেডিস ওয়াচে ট্রেকিং ডিভাইস থাকে যা মহিলাদের সাস্থ্যগত বিষয়াধির উপর বিশেষ ভাবে নজরধারি করতে পারে। বর্তমানে, লেডিস স্মার্ট ওয়াচ মহিলাদের চাহিদা, প্রয়োজনীয়তা, এবং ব্যাক্তিগত ভাবে পছন্দের ডিজাইন হওয়ার পাশাপাশি মানানসই ডিজাইনের পাওয়া যাওয়াই বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে। তবে, লেডিস স্মার্টওয়াচ এর দাম সাধারণ স্মার্ট ওয়াচের মতই হয়। যেমন ভালো মানের একটি লেডিস স্মার্ট ওয়াচ ১,৫০০ থেকে ২,০০০ টাকার মধ্যে পাওয়া যায়।

স্মার্ট ওয়াচে কি আসলেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকে?

স্মার্ট ওয়াচ অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হয় না। সাধারণত অ্যান্ড্রোয়েড স্মার্ট ওয়াচ বলতে যেসকল স্মার্ট ওয়াচ অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত ডিভাইসের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারে সেগুলোকে বুঝায়। বাংলাদেশে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচের দাম ৯০০ টাকা থেকে শুরু হয় যাতে বিভিন্ন স্মার্ট সুবিধা অন্তর্ভুক্ত আছে।

টাচ ঘড়ির দাম কত বেশি?

বাংলাদেশে যে সকল স্মার্ট ওয়াচ বা মোবাইল ওয়াচ পাওয়া যায় সেগুলোতে টাচ স্ক্রিন যুক্ত থাকে বিধায় টাচ ঘড়ি হিসেবে পরিচিত। তবে, কিছু পুরোনো মডেলের স্মার্ট ওয়াচ আছে যেগুলোতে টাচ স্ক্রিন থাকে না। বর্তমানে, বাংলাদেশে টাচ ঘড়ির দাম ৮০০ থেকে ১,০০০ টাকা থেকে শুরু হয়।

সব স্মার্ট ওয়াচ কি পানিরোধী?

কিছু কিছু স্মার্ট ঘড়ি পানি রোধক। বিশেষ ক্ষেত্রে এগুলো খুব কার্যকরী যেমন সাতার কাটা। আর বাংলাদেশ বৃষ্টি বেশি হয় বিধায় পানি রোধক স্মার্ট ঘড়ি কার্যকরী আর বিশেষ করে বাচ্চাদের জন্য এটি অতি প্রয়োজনীয়।

বাংলাদেশে স্মার্ট ওয়াচের দাম কত?

স্মার্ট ওয়াচের দাম সাধারণত হেলথ সেন্সর, ব্র্যান্ড এবং বিল্ড কোয়ালিটির উপর নির্ভর করে। বাংলাদেশে স্মার্ট ওয়াচের দাম ৫০০ টাকা থেকে শুরু হয় যাতে এলসিডি ডিসপ্লে, হার্ট রেট সেন্সর, অক্সিমিটার এবং বিভিন্ন স্বাস্থ্য বৈশিষ্ট্য রয়েছে। তাছাড়া, বাংলাদেশে মোবাইল ঘড়ির দাম ৯০০ টাকা থেকে শুরু হয় যাতে সিম স্লটের পাশাপাশি ক্যামেরা অন্তর্ভুক্ত আছে। তবে, উন্নত গুনমান সম্পন্ন স্মার্ট ওয়াচের দাম ১,৫০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে থেকে শুরু হয় যেগুলো ওয়াটারপ্রুফ হয়ে থাকে।

স্মার্ট ওয়াচ কেনার আগে আর কি কি জানতে হবে?

১। স্মার্ট ওয়াচটি আপনার স্মার্টফোনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করে নিতে হবে অন্যথায় সহজে ডেটা স্থানান্তর করা যাবে না। যদিও বেশিরভাগ স্মার্ট ওয়াচ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্য।

২। নিশ্চিত করুন যে স্মার্ট ওয়াচে দুটি সাধারণ চিকিৎসা ফাংশন অন্তর্ভুক্ত রয়েছে যেমন বিপি মনিটরিং, এসপিও২ যা অক্সিমিটার নামেও পরিচিত। এগুলি প্রায়শই দৈনন্দিন জীবন প্রয়োজন হয়।

৩। স্মার্ট ঘড়ি কেনার আগে অবশ্যই এর ব্যাটারি লাইফ বিবেচনা করতে হবে। যেহেতু স্মার্ট ঘড়ি সারাদিন ব্যবহার করা হয় তাই ব্যাটারি লাইফ যত বেশি হবে এটি ব্যবহার করা তত সহজ হবে। তবে, ব্যাটারি লাইফ কমপক্ষে ৩ দিন হওয়া উচিত। মনে রাখবেন সস্তা স্মার্টওয়াচের ব্যাটারি লাইফ কম।

৪। সাধারণত বেশিরভাগ স্মার্ট ওয়াচের সাথে একটি অতিরিক্ত ব্যান্ড অন্তর্ভুক্ত থাকে যাতে প্রয়োজনে ব্যান্ড বদল করা যায়। এছাড়াও, বাংলাদেশের স্মার্ট ওয়াচের বাজারে স্মার্টওয়াচ ব্যান্ড আলাদা ভাবে কিনতে পাওয়া যায়।

৫। স্মার্ট ওয়াচের ডিসপ্লে নির্বাচনের ক্ষেত্রে এলসিডি এবং এলইডি ডিস্প্লে বেশ জনপ্রিয়। তবে, এলইডি ডিসপ্লে তুলনামূলক ক্লিয়ার লুক প্রদান করে। তাছাড়া, কিছু স্মার্ট ওয়াচের ডিসপ্লে টাচ স্ক্রিন এবং কিছু নন-টাচ হয়ে থাকে। তবে, টাচ স্ক্রিন ডিসপ্লে সম্পন্ন স্মার্ট ওয়াচ অধিক সহায়ক এবং আকর্শনীয়।

স্মার্ট ওয়াচের বিশেষ ফাংশন যা আপনার জীবনকে বদলে দিবে

স্মার্ট ওয়াচের বেশ কিছু ফাংশন স্মার্ট ফোনে থাকে তবে, বেশীরভাগ সময় স্মার্ট ফোনে সাধারণ ফাংশনগুলো ব্যবহার করার সময় ব্যবহারকারীরা একটু ব্রাউজিং করতে ইচ্ছে হয়, ফলে অযথা ব্রাউজিং করে অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই, কিছু কিছু ক্ষেত্রে স্মার্ট ওয়াচ ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। স্মার্ট ওয়াচের বেশ কিছু বিশেষ ফাংশন সম্পর্কে বিস্তারিত যা ব্যবহার করে দৈনন্দিন জীবনকে আরো গতিশীল করে তোলা সম্ভব।

হার্ট রেট মনিটরঃ বেশ কিছু স্মার্ট ওয়াচে হার্ট রেট মনিটরিং সিস্টেম থাকে ফলে, স্বাস্থ্য সচেতন থাকা যায়। তাছাড়া, কিছু দামি স্মার্ট ওয়াচে হার্ট বিট মনিটরিং সিস্টেম সব সময় চালু থাকে বিধায় ২৪/৭ হার্টের যত্ন নেওয়া সম্ভব।

হ্যাবিট ট্র্যাকারঃ বেশিরভাগ স্মার্টওয়াচে হ্যাবিট ট্র্যাকার ফাংশন থাকে যার মাধ্যমে সহজেই দৈনন্দিন জীবনের নির্দিষ্ট কাজ সময় অনুপাতে নির্দিষ্ট পরিমান করে ট্র্যাক করা যায়। ফলে, অযথা সময় নষ্ট হবে না।

টাইমারঃ স্মার্ট ওয়াচে টাইমার ফাংশন থাকে ফলে নির্দিষ্ট সময় সেট করে টার্গেট অনুযায়ী কাজ করা যায়। এমনকি, ২০ থেকে ৩০ মিনিট সময়ের পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য টাইমারের ব্যবহার করা যেতে পারে।

অ্যালার্মঃ যদিও অ্যালার্ম একটি সাধারণ বৈশিষ্ট্য, কিন্তু, স্মার্ট ওয়াচের অ্যালার্ম কোন ধরনের বিরক্তিকর সাউন্ড ব্যতীত স্মুথ বাইব্রেশনের মাধ্যমে ব্যাবহারকারীকে ঘুম থেকে জাগ্রত করে দেয়।

মেসেজ নোটিফিকেশনঃ স্মার্টওয়াচ মোবাইলের সাথে কানেক্ট থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ মেসেজ নোটিফিকেশন স্মার্ট ওয়াচে প্রদর্শিত হয় এবং স্মার্ট ওয়াচের মাধ্যমেই দ্রুত সময়ের মধ্যে মেসেজ রিপ্লাই করা যায় ফলে মোবাইল হাতে নেওয়ার প্রয়োজন হবে না এবং অযথা সময় নষ্ট হবে না।

ওয়াটার কন্সাম্পশন রিমাইন্ডারঃ মানবদেহকে সুস্থ রাখতে পরিমিত পরিমাণে পানি পান করা জরুরি। অনেক সময় দেখা যায় কাজ করতে করতে পানি পান করার কথা মাথায় থাকে না। সেক্ষেত্রে স্মার্ট ওয়াচের ওয়াটার কন্সাম্পশন ফাংশন নির্দিষ্ট সময় পর পর হালকা বাইব্রেশনের মাধ্যমে পানি পানের কথা মনে করিয়ে দিবে। বর্তমানে, বেশ কিছু স্মার্ট ওয়াচে ওয়াটার কন্সাম্পশন ফাংশন অন্তর্ভুক্ত থাকে।

বাংলাদেশের সেরা স্মার্ট ওয়াচ এর মূল্য তালিকা October, 2023

স্মার্ট ওয়াচ মডেল বাংলাদেশে দাম
Zeblaze Btalk Bluetooth Calling Smart Watch ৳ ২,৯৯৯
HK9 Pro AMOLED Screen Men Smart Watch ৳ ৩,৭৫০
No1 DT102 NFC Waterproof Smartwatch ৳ ৩,০০০
Kospet Tank S1 Smart Watch ৳ ৫,২০০
Amazfit GTS 4 Mini Smartwatch (Global Version) ৳ ৯,৪৯৯
Amazfit GTR Mini AMOLED GPS Smart Watch ৳ ১০,৫০০
HK8 Pro Max Ultra Smart Watch with Amoled Display ৳ ৩,৩৫০
Amazfit Bip S Fitness Smartwatch ৳ ৬,৪৫০
Xiaomi Mibro X1 Global Edition Smartwatch ৳ ৪,৭৯৯
Haylou Watch 2 Pro Smart Watch ৳ ২,৫০০