সলিড স্টেট ড্রাইভ যা বাজারে এসএসডি নামে পরিচিত। হার্ডডিস্কের বিকল্প হিসাবে অনেকে এসএসডি ব্যাবহার করেন। শক্তিশালী, দ্রুততম এবং উন্নতমানের কারনে এসএসডি এখন বেশ জনপ্রিয়। সাধারনত গেমিং এবং গ্রাফিক্সের কাজ এর জন্য এসএসডি বেশি জনপ্রিয়। ইন্টারনাল ডেস্কটপ এবং পোর্টেবল এই দুই ফরম্যাটে এসএসডি কিনতে পাওয়া যাই। ক্যাপাসিটি এবং ক্যাশের উপর ভিত্তি করে এসএসডির দাম নির্ধারণ করা হয়। এসএসডিতে কোন ধরনের মুভিং পার্টস না থাকার ফলে এটি অনেক বেশি টিকসই হয়ে থাকে। এটিতে ফাইল সংরক্ষনের জন্য ব্যবহার করা হয় ন্যান্ড ফ্ল্যাশ মেমরী এবং ডাটা সঠিকভাবে সংরক্ষনের জন্য ব্যবহার করা হয় কন্ট্রোলার ইউনিট যা খুব দ্রুত গতিতে ডাটা প্রসেসিং করতে পারে। বাংলাদেশে এসএসডির দাম অনেক কমে গেছে তাই ব্যবহার অনেক বেড়ে গেছে।
এসএসডি মূলত ৩ রকমের হয়ে থাকে:
১ / স্যাটা কন্ট্রোলার এসএসডি: এই ধরনের এসএসডির উইন্ডোজ লোডিং টাইম সাধারণ হার্ডডিস্কের থেকে অনেক ফাস্ট। এছাড়াও এটিতে এক সাথে অনেকগুলো কাজ করলেও এটি স্লো হয়ে যায় না। ফেইলর রেট নাই বললেই চলে। স্টোরেজের পরিমাণ বাড়ার সাথে সাথে স্পিডও বাড়তে থাকে। এগুলো প্রতি সেকেন্ডে ৭৫০ মেগাবাইট পর্যন্ত ডাটা প্রসেস করতে পারে।
২ / স্যাটা কন্ট্রোলার এম ২ এসএসডি: এই ধররেন এসএসডি ল্যাপটপে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারণ এগুলো কম্পেক্ট সাইজের হয়ে থাকে। এছাড়াও উইন্ডোজ লোডিং টাইম এবং ফেইলর রেট ও স্পিড প্রায় স্যাটা কন্ট্রোলের সমান ।
৩ / এন ভি এম ই কন্ট্রোলার এম ২ এসএসডি: এই ধরনের এসএসডির উইন্ডোজ লোডিং টাইম সবচেয়ে বেশি ফাস্ট হয়ে থাকে তাই তুলনলামূলক এটির দামও একটু বেশি হয়ে থাকে। এগুলোও কম্পেক্ট সাইজের হয়ে থাকে তাই ল্যাপটপে এগুলোর অধিক ব্যবহার দেখা যায় । সাধারণ এসএডি থেকে এই ধরনের এসএসডি প্রায় ৪ গুণ বেশি ফাস্ট হয়ে থাকে।
এখন আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী যে কোন একটি টাইপের এসএডি বাছাই করতে পারেন তবে আপনার যদি ডেস্কটপ পিসি হয় তাহলে স্যাটা কন্ট্রালার এসএসডি সবচেয়ে ভালো হবে আর যদি ল্যাপটপ হয় তাহলে স্যাটা কন্ট্রোলার এম ২ এসএডিটি ভালো হবে আর যদি অনেক ফাস্ট বা ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করার জন্য এসএসডি দরকার হয় তাহলে এন ভি এম ই কন্ট্রোলার এম ২ এসএসডি ভালো হবে।
এসএসডি এর দাম কত?
বাংলাদেশে এসএসডি এর দাম প্রায় ১২০০ টাকা থেকে শুরু হয় এবং দাম মূলত এসএসডি এর ধরন, স্টোরেজের পরিমাণ এবং মানের উপর নির্ভর করে যা প্রধানত ব্র্যান্ডের জনপ্রিয়তা দ্বারা চিহ্নিত করা হয়। এই মূল্যে আপনি ১২৮ জিবি পর্যন্ত এসএসডি পেতে পারেন যা পিসির জন্য উপযুক্ত। পোর্টেবল এসএসডি একটু দামী কারণ তাদের দৃঢ় কর্মক্ষমতা এবং সুরক্ষা রয়েছে। আপনার যদি কম বাজেট থাকে কিন্তু একটি পোর্টেবল এসএসডি দরকার হয় তাহলে আপনি একটি অভ্যন্তরীণ এসএসডি এবং একটি এনক্লোজার কিনতে পারেন যা কিছু অর্থ সাশ্রয় করবে। যাইহোক, দামের বড় পার্থক্য মূলত এনভিএমই বা সাটা এসএসডিতে কারণ এনভিএমই এসএসডি-এর সুপার ফাস্ট পারফরম্যান্স রয়েছে এবং দাম কমপক্ষে ১৮০০ টাকা। স্টোরেজ পরিমাণ যত বেশি হবে দাম তত বাড়বে।
১ থেকে ১২০ জিবির সর্বনিম্ন দাম ৯৮০ টাকা।
১২১ থেকে ১২৮ জিবির সর্বনিম্ন দাম ১০৫০ টাকা।
১২৮ জিবি থেকে ২৪০ জিবির সর্বনিম্ন মূল্য ১,৪৫০ থেকে ১,৭০০ টাকা।
২৪১ জিবি থেকে ২৫০ জিবির সর্বনিম্ন দাম ১,৭৯৯ থেকে ২,৩৯৯ টাকা।
২৫১ জিবি থেকে ২৫৬ জিবির সর্বনিম্ন দাম ১,৭৫০ থেকে ১,৮৯০ টাকা।
২৫৬ জিবি থেকে ৪৮০ জিবির সর্বনিম্ন দাম ২,৯৯৯ থেকে ৩,৫০০ টাকা।
৪৮১ জিবি থেকে ৫০০ জিবির এর সর্বনিম্ন দাম ৩৯০০ থেকে ৪,৮৫০ টাকা।
৫০১ জিবি থেকে ৫১২ জিবির সর্বনিম্ন দাম ২,৯৫০ থেকে ৩,২২০ টাকা।
৫১৩ জিবি থেকে ১ টিবি সর্বনিম্ন দাম ৮,৭৯০ থেকে ১০,০০০ টাকা।
১ টিবি থেকে ২ টিবি সর্বনিম্ন দাম বাংলাদেশে ১৬,২৯৯ থেকে ১৭,১৯৯ টাকা।
তাছাড়া, বর্তমানে উন্নত প্রযুক্তি যুক্ত, হাই-স্পিড ডাটা ট্রান্সফার রেট এবং বিভিন্ন ক্যাপাসিটির স্যামসাং, ওয়েস্টার্ন ডিজিটাল, এডাটা, ট্রান্সসেন্ড, রামস্টা, টুইনমস,ইন্টেল, ক্রসএয়ার ও তোশিবা সহ বিভিন্ন ব্র্যান্ডের এসএসডি বিডিতে সাশ্রয়ী দামে পাওয়া যায়।
এসএসডি এবং হার্ডডিস্ক এর দামের পার্থক্য?
স্টোরেজ | এসএসডি | হার্ডডিস্ক | পার্থক্য |
---|
৫০০ জিবি | ৪২০০ টাকা | 900 টাকা | ৭৮.৫% |
১ টেরা | ১৪০০০ টাকা | ২৩০০ টাকা | ৮৩.৫% |