সলিড স্টেট ড্রাইভ যা বাজারে এসএসডি নামে পরিচিত। হার্ডডিস্কের বিকল্প হিসাবে অনেকে এসএসডি ব্যাবহার করেন। শক্তিশালী, দ্রুততম এবং উন্নতমানের কারনে এসএসডি এখন বেশ জনপ্রিয়। সাধারনত গেমিং এবং গ্রাফিক্সের কাজ এর জন্য এসএসডি বেশি জনপ্রিয়। ইন্টারনাল ডেস্কটপ এবং পোর্টেবল এই দুই ফরম্যাটে এসএসডি কিনতে পাওয়া যাই। ক্যাপাসিটি এবং ক্যাশের উপর ভিত্তি করে এসএসডির দাম নির্ধারণ করা হয়। এসএসডিতে কোন ধরনের মুভিং পার্টস না থাকার ফলে এটি অনেক বেশি টিকসই হয়ে থাকে। এটিতে ফাইল সংরক্ষনের জন্য ব্যবহার করা হয় ন্যান্ড ফ্ল্যাশ মেমরী এবং ডাটা সঠিকভাবে সংরক্ষনের জন্য ব্যবহার করা হয় কন্ট্রোলার ইউনিট যা খুব দ্রুত গতিতে ডাটা প্রসেসিং করতে পারে।
এসএসডি মূলত ৩ রকমের হয়ে থাকে:
১ / স্যাটা কন্ট্রোলার এসএসডি: এই ধরনের এসএসডির উইন্ডোজ লোডিং টাইম সাধারণ হার্ডডিস্কের থেকে অনেক ফাস্ট। এছাড়াও এটিতে এক সাথে অনেকগুলো কাজ করলেও এটি স্লো হয়ে যায় না। ফেইলর রেট নাই বললেই চলে। স্টোরেজের পরিমাণ বাড়ার সাথে সাথে স্পিডও বাড়তে থাকে। এগুলো প্রতি সেকেন্ডে ৭৫০ মেগাবাইট পর্যন্ত ডাটা প্রসেস করতে পারে।
২ / স্যাটা কন্ট্রোলার এম ২ এসএসডি: এই ধররেন এসএসডি ল্যাপটপে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কারণ এগুলো কম্পেক্ট সাইজের হয়ে থাকে। এছাড়াও উইন্ডোজ লোডিং টাইম এবং ফেইলর রেট ও স্পিড প্রায় স্যাটা কন্ট্রোলের সমান ।
৩ / এন ভি এম ই কন্ট্রোলার এম ২ এসএসডি: এই ধরনের এসএসডির উইন্ডোজ লোডিং টাইম সবচেয়ে বেশি ফাস্ট হয়ে থাকে তাই তুলনলামূলক এটির দামও একটু বেশি হয়ে থাকে। এগুলোও কম্পেক্ট সাইজের হয়ে থাকে তাই ল্যাপটপে এগুলোর অধিক ব্যবহার দেখা যায় । সাধারণ এসএডি থেকে এই ধরনের এসএসডি প্রায় ৪ গুণ বেশি ফাস্ট হয়ে থাকে।
এখন আপনার বাজেট ও প্রয়োজন অনুযায়ী যে কোন একটি টাইপের এসএডি বাছাই করতে পারেন তবে আপনার যদি ডেস্কটপ পিসি হয় তাহলে স্যাটা কন্ট্রালার এসএসডি সবচেয়ে ভালো হবে আর যদি ল্যাপটপ হয় তাহলে স্যাটা কন্ট্রোলার এম ২ এসএডিটি ভালো হবে আর যদি অনেক ফাস্ট বা ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করার জন্য এসএসডি দরকার হয় তাহলে এন ভি এম ই কন্ট্রোলার এম ২ এসএসডি ভালো হবে।
সলিড স্টেট ড্রাইভের দাম কত?
১ থেকে ২৫৬ জিবি পর্যন্ত মূল্য সর্বনিম্ন ১,৩৭৫ টাকা।
২৫৭ থেকে ৫১২ জিবি পর্যন্ত মূল্য সর্বনিম্ন ৪,৮০০ টাকা।
১ টিবি এর মূল্য সর্বনিম্ন ৮,৫০০ টাকা।
এছাড়া ব্রান্ড এর উপর এসএসডির দাম নির্ভর করে। বিভিন্ন ব্রান্ড এর এসএসডির দাম নিচে দেয়া হলঃ
ওয়েস্টার্ন ডিজিটাল ব্রান্ডের এসএসডি এর সর্বনিম্ন মূল্য ১,৩৭৫ টাকা।
ট্রান্সসেন্ড ব্রান্ডের এসএসডি এর সর্বনিম্ন মূল্য ২,২৫০ টাকা।
স্যামসাঙ ব্রান্ডের এসএসডি এর সর্বনিম্ন মূল্য ২,৩০০ টাকা।