কম্পিউটারের স্টোরেজ হিসেবে বর্তমানে হার্ডডিস্ক বহুল প্রচলিত এবং ব্যাবহারিত। ব্যাবহারকারির পছন্দ এবং প্রয়োজন এর উপর ভিত্তি করে হার্ডডিস্ক কিনে থাকেন। দাম সাধারনত নির্ভর করে কনফিগারেশন এর উপর।
হার্ডডিস্ক কম্পিউটারের অন্যতম প্রধান একটি অংশ। একটি স্যাটা ক্যাবল এর মাধ্যমে কম্পিউটারের মাদারবোর্ডের সাথে এটি কানেক্টেড থাকে।
স্টোরেজের উপর নির্ভর করে এর দামের ভিন্নতা দেখা যায়। সাধারনত ইন্টারনাল ডেস্কটপ এবং পোর্টেবল এই দুই ফরম্যাটে হার্ডডিস্ক কিনতে পাওয়া যায়।
ক্যাপাসিটি এবং ক্যাশের ভিত্তিতে হার্ডডিস্কের দাম ২০২০ নিচে দেয়া হলঃ
১ টিবি পর্যন্ত সর্বনিম্ন মূল্যঃ ৩৪০০ টাকা।
২ টিবি পর্যন্ত সর্বনিম্ন মূল্যঃ ৩৭০০ টাকা।
৩ টিবি পর্যন্ত সর্বনিম্ন মূল্যঃ ৫০০০ টাকা।
৪ টিবি পর্যন্ত সর্বনিম্ন মূল্যঃ ৭৯০০ টাকা।
৫৪০০ বা ৭২০০ আরপিএম কোনটি ভাল ?
আরপিএম যত বেশি হবে, পারফরম্যান্স তত ভাল হবে। ৭২০০ আরপিএমের দাম তুলনামূলকভাবে বেশি তবে আপনার যদি বাজেট থাকে, অবশ্যই ৭২০০ আরপিএমে যাওয়া উচিত। কারণ ডিস্কের দ্রুত গতির ঘূর্ণনের কারণে ডেটা তাড়াতাড়ি পরতে পারে।