bdstall.com

আসুস ভিভোবুক এর দাম ২০২৪

আইটেম ১-১৬ এর ১৬

আসুস ভিভোবুক হচ্ছে আসুস ব্র্যান্ডের জনপ্রিয় সিরিজের ল্যাপটপ। এটি মসৃণ ডিজাইন, শক্তিশালী কর্মক্ষমতা এবং সাশ্রয়ী দামের জন্য বিডিতে বেশ পরিচিতি লাভ করেছে। এই সিরিজের ল্যাপটপ মূলত শিক্ষার্থী এবং ফ্রিল্যান্সারদের দৈনন্দিন কাজের চাহিদা বিবেচনা করে এএমডি বা ইন্টেল প্রসেসর সহ বিভিন্ন কনফিগারেশনে বিস্তৃত পরিসরের মডেল সরবারহ করে থাকে। আসুস ভিভোবুক ল্যাপটপ পাতলা বেজেল, আকর্ষণীয় ফিনিসে তৈরির পাশাপাশি ওজনে হালকা হওয়ায় সহজে যেকোনো স্থানে বহন করা যায়। বর্তমানে, গ্রাহক চাহিদা অনুযায়ী বিডিতে আসুস ভিভোবুক সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে।

কেন আসুস ভিভোবুক কিনবেন?

১। দৈনন্দিন কাজের পাশাপাশি অন্যান্য ভারী অ্যাপ্লিকেশন ব্যবহারের ক্ষেত্রে আসুস ভিভোবুক সলিড পারফরম্যান্স প্রদান করে থাকে।

২। আসুস ভিভোবুক সাধারণত শক্তিশালী প্রসেসর, যথেষ্ট র‌্যাম এবং দ্রুত ডাটা ট্রান্সফার রেট সম্পন্ন এসএসডি স্টোরেজ দিয়ে ডিজাইন করা হয়েছে। ফলে, কোনো প্রকার লেগ ছাড়াই দীর্ঘ সময় পর্যন্ত মাল্টিটাস্কিং করা যায়।

৩। এই সিরিজের ল্যাপটপ মসৃণ ও স্টাইলিশ ডিজাইনে তৈরি করা হয়েছে, যা দেখতে প্রিমিয়াম ও আধুনিক মনে হয়। এছাড়াও স্লিম ও লাইটওয়েট হওয়ায় পড়াশোনা, ফ্রীল্যান্সিং কিংবা অফিসিয়াল কাজে যেখানে সেখানে সহজেই বহন করা যায়।

৪। তাছাড়া, আসুস ভিভোবুক ল্যাপটপের ভাইব্রেন্ট ডিসপ্লে সরবারহ করে থাকে। যা দিয়ে যেকোনো ধরণের ভিডিও দেখার ক্ষেত্রে স্পষ্ট ও নির্ভুল রঙে চমৎকার ভিজ্যুয়াল প্রদান করে থাকে। ফলে, ডকুমেন্টে এডিটিং, ভিডিও দেখা কিংবা ফটো এডিটিং এর ক্ষেত্রে আকর্ষণীয় অভিজ্ঞতা প্রদান করে থাকে।

৫। ভিভোবুক সিরিজের ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং ইউএসবি টাইপ-সি এবং এইচডিএমআই পোর্টের মতো বিভিন্ন বিকল্প কানেক্টিভিটি সুবিধা প্রদান করে। ফলে, ব্যবহারকারী বাহ্যিক মনিটর ব্যবহারের পাশাপশি নিরাপত্তা বজায় থাকে। এছাড়াও, নিরবচ্ছিন্ন ওয়্যারলেস সংযোগ নিশ্চিত করতে বিল্ট-ইন ওয়াইফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি সুবিধা রয়েছে।

৬। এই সিরিজের ল্যাপটপে আসুস-এর সনিকমাষ্টার টেকনোলোজি রয়েছে। ফলে, গেমিং, অডিও এবং ভিডিও দেখার ক্ষেত্রে ক্রিস্টাল-ক্লিয়ার অডিও প্রদান করে, যা সামগ্রিকভাবে সমৃদ্ধ মাল্টিমিডিয়া অভিজ্ঞতা প্রদান করে।

৭। এছাড়াও, আসুস ভিভোবুক ল্যাপটপে এরগোনোমিক ডিজাইনে তৈরি ব্যাকলিট কীবোর্ড রয়েছে, যা আরামদায়ক  টাইপিং অভিজ্ঞতা প্রদান করে। টাচপ্যাড মসৃণ হওয়ায় নেভিগেশন করাও যথেষ্ট সহজ হয়ে থাকে।

আসুস ভিভোবুক এর দাম কত?

আসুস ভিভোবুক এর দাম বিডিতে ২০,০০০ টাকা থেকে শুরু, যা ১৪ ইঞ্চি ডায়গোনাল এইচডি ডিসপ্লে সম্পন্ন, ৪ জিবি র‍্যাম এবং ইন্টেল কোরআই৩ প্রসেসর দিয়ে ডিজাইন করা হয়েছে। তাছাড়া, আসুস ভিভোবুক ল্যাপটপের দাম বিডিতে সাধারণত মডেল, স্পেসিফিকেশন, কন্ডিশন এবং অন্যান্য সিকিউরিটি ফিচার উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। এছাড়াও কোরআই ৫ প্রসেসর যুক্ত আসুস ভিভোবুক ল্যাপটপ বাংলাদেশে ২৯,০০০ টাকা থেকে ৫৬,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়। উচ্চ ক্ষমতা সম্পন্ন রাইজেন প্রসেসর এবং উন্নত ডিসপ্লের সমন্বয়ে তৈরি আসুস ভিভোবুক বাংলাদেশে ৬৮,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকার মধ্যে পাওয়া যায়।

আসুস ভিভোবুক এর জনপ্রিয় মডেল কোনগুলো?

বর্তমানে, গ্রাহক চাহিদা অনুযায়ী বাজেট বান্ধব বিভিন্ন মডেলের আসুস ভিভোবুক ল্যাপটপ বাংলাদেশে পাওয়া যায়। তবে, আসুস ব্র্যান্ডের জনপ্রিয় ভিভোবুক সিরিজের উল্লেখযোগ্য মডেলগুলো হচ্ছে

  • আসুস ভিভোবুক এক্স৪১১ইউএ
  • আসুস ভিভোবুক এক্স৪৪২ ইউ
  • আসুস ভিভোবুক এক্স৫৪৩ ইউ
  • আসুস ভিভোবুক এস১৫ এবং
  • আসুস ভিভোবুক এস১৪ এস৪১০ ইউ

এই সিরিজে ব্যবহৃত এবং নতুন বাজেটের আসুস ভিভোবুক ল্যাপটপ জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস বিডীস্টল.কম-এ সাশ্রয়ী দামে বিস্তৃত পরিসরে পাওয়া যায়।

আসুস ভিভোবুক ল্যাপটপ কি স্টুডেন্ট বা ফ্রীল্যান্সারদের জন্য ভালো?

আসুস ভিভোবুক সাধারণত কনফিগারেশন, ডিজাইন, লাইটওয়েট ওজন এবং পারফরম্যান্স এর জন্য শিক্ষার্থী এবং ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে ভালো বিকল্প ল্যাপটপ হিসেবে বিবেচনা করা হয়। এই সিরিজের ল্যাপটপ মূলত কনফিগারেশন অনুযায়ী দামের মধ্যে ভালো ভারসাম্য প্রদান করে। ফলে, ওয়েব ব্রাউজিং, ওয়ার্ড প্রসেসিং এবং মাল্টিমিডিয়া মতো সাধারণ কাজের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন এর মত কাজের জন্য আসুস ভিভোবুক উপযুক্ত ল্যাপটপ।

আসুস ভিভোবুক ল্যাপটপ কত সময় পর্যন্ত ব্যাটারি বেকআপ প্রদান করে?

আসুস ভিভোবুক ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ মূলত নির্দিষ্ট মডেল এবং ব্যবহারের ধরণের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। তবে, ইন্টারনেট ব্রাউজিং, ডকুমেন্ট এডিটিং এবং মাল্টি মিডিয়া কাজে নিয়মিত ব্যবহারে গড়ে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা ব্যাটারি বেক আপ প্রদান করে থাকে। এছাড়া, গেমিং বা ভিডিও এডিটিং এর মত কাজে ব্যবহারের ক্ষেত্রে আসুস ভিভোবুকের ব্যাটারি বেকআপ কম হয়ে থাকে।