bdstall.com

টয়োটা হ্যারিয়ার গাড়ির দাম ২০২৪

আইটেম ১-১৭ এর ১৭

টয়োটা ব্র্যান্ডের মধ্যে হ্যারিয়ার সিরিজ বর্তমানে বাংলাদেশে ব্যপক ভাবে জনপ্রিয়তা লাভ করেছে বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে। আকর্ষণীয় ডিজাইন, একাধিক রঙ, উন্নত মানের ইঞ্জিন, চমৎকার ইন্টেরিয়র ডিজাইন এবং অন্যান্য সুবিধা কম টাকার মধ্যে টয়োটা হ্যারিয়ার গাড়িতে পাওয়া যায়।

টয়োটা হ্যারিয়ার গাড়ি গুলোতে ইঞ্জিন ক্যাপাসিটি কত?

টয়োটা হ্যারিয়ার গাড়িগুলোতে ২৫০০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটি পাওয়া যায়। এর ইঞ্জিনে ৪টি সিলিন্ডার যুক্ত আছে। এই ইঞ্জিন মশ্রিনভাবে গাড়িকে চলতে সাহায্য করে। টয়োটা হ্যারিয়ার গাড়ির ইঞ্জিন গুলো টয়োটার অন্যান্য সিরিজের চাইতে বেশ উন্নত মানের।

টয়োটা হ্যারিয়ার গাড়িতে কেমন তেল খরচ হয়?

টয়োটা হ্যারিয়ার গাড়ি খুব কম তেল খরচ করে পরিচালিত হয়। কম তেলে বেশি মাইলেজ হিসেবে টয়োটা হ্যারিয়ার গাড়ি সবচেয়ে বেশি উপযোগী। টয়োটা হ্যারিয়ার গাড়ি প্রতি ১০০ কিলোমিটারে খরচ হয় ৯ থেকে ১৩ লিটার তেল। আর হাইব্রিড ভার্সন হলে এটি প্রতি লিটারে ২১ কিলোমিটার অতিক্রম করতে পারে।

টয়োটা হ্যারিয়ার গাড়িতে সিট সংখ্যা কত হয়?

টয়োটা হ্যারিয়ার গাড়ি সাধারণত ৫ সিটের হয়ে থাকে। হ্যারিয়ার গাড়ির সিট বেশ আরাম দায়ক হয়। ঘাড় রাখা এবং পিঠ রাখার জন্য খুব নরম সিট ব্যবহার করা হয় এই গাড়ি গুলোতে। এর সিট গুলোর সাথে মজবুত সিট বেল্ট থাকে যা অধিক পরিমাণে সুরক্ষা প্রদান করে।

কি কি রঙের হয় টয়োটা হ্যারিয়ার গাড়ি?

টয়োটা হ্যারিয়ার গাড়িগুলো সাদা, কালো, পার্ল এই রঙ গুলো বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে লাল এবং সবুজ রঙেরও পাওয়া যায়। তাই নিজের পছন্দ মতো রঙ টয়োটা হ্যারিয়ার গাড়ি কেনা যায় খুব সহজেই।

বাংলাদেশে টয়োটা হ্যারিয়ার গাড়িগুলোর কোন মডেল সবচেয়ে বেশি পাওয়া যায়?

বাংলাদেশে টয়োটা হ্যারিয়ার গাড়ি গুলো ২০১৭ সালের মডেল এবং ২০১৮ সালের মডেলের গাড়ি বেশি পাওয়া যায়। এই গাড়ি গুলোতে বিশেষ ভাবে ব্লুটুথ সিস্টেম, টাচ স্ক্রীন মনিটর, অটো ট্রান্সমিশন গিয়ার, উচ্চ মানের এসি, লাইটিং সুবিধা সহ আরও অনেক রকমের সুবিধা পাওয়া যায়।

বাংলাদেশে টয়োটা হ্যারিয়ার গাড়ির দাম কত?

বাংলাদেশে টয়োটা হ্যারিয়ার গাড়ির দাম শুরু হয় মাত্র ৫৬,৫০,০০০ টাকা থেকে। এটি অক্টেন ফুয়েল সিস্টেম করা আছে। ২৫০০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটি, এয়ারব্যাগ, ফগ লাইট, মাল্টিমিডিয়া কন্ট্রোলার এবং বিভিন্ন সুবিধা আছে এই টয়োটা হ্যারিয়ারের এই গাড়িটিতে। তবে এটা ছাড়াও বাংলাদেশে বিভিন্ন রকমের টয়োটা হ্যারিয়ার গাড়ি পাওয়া যায়। বাংলাদেশে টয়োটা হ্যারিয়ার গাড়ির দাম নির্ধারিত হয় এগুলোর মডেল, রঙ এবং অন্যান্য বিশেষত্বের উপর নির্ভর করে।