bdstall.com

টয়োটা প্রোবক্স গাড়ির দাম

আইটেম ১-৮ এর ৮

বাংলাদেশে প্রোবক্স গাড়ির জনপ্রিয় হয়ে উঠার অন্যতম কারণ হলো এর প্রশস্ত কার্গো জায়গা। টয়োটা প্রোবক্স গাড়ি সাধারণত প্রোবক্স ওয়াগন এবং কমার্শিয়াল ভ্যান নামে পরিচিত। টয়োটা প্রোবক্স গাড়ি বিশেষ করে মালামাল বা সরঞ্জাম সহ ছোট পরিবারের যাতায়াত করার জন্য উপযুক্ত ভাবে ডিজাইন করা হয়েছে। তবে, সহজে মালামাল বহন করা যায় বিধায় ছোট ব্যবসায় প্রতিষ্ঠানে প্রোবক্স ওয়াগন অধিক হারে ব্যবহার করা হয়। বর্তমানে, বাংলাদেশে সাশ্রয়ী দামে টয়োটা প্রোবক্স রিকন্ডিশন গাড়ি পাওয়া যায়।

বাংলাদেশে টয়োটা প্রোবক্সের দাম কত?

বর্তমানে, বাংলাদেশে টয়োটা প্রোবক্স এর দাম এর ইঞ্জিন সিসি ক্যাপাসিটি, মডেল বছর, রেজিস্ট্রেশন বছর, কালার, বডি স্টাইল, ইত্যাদির ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে। বাংলাদেশে প্রোবক্স গাড়ি কিনতে কমপক্ষে ৫০০,০০০ টাকা খরচ হবে যা ব্যবহৃত কন্ডিশনের হয়ে থাকে। তবে, ভালো কন্ডিশনের প্রোবক্স গাড়ি ৭০০,০০০ টাকা থেকে ৮০০,০০০ টাকার মধ্যে পাওয়া যায়।

টয়োটা প্রোবক্স গাড়ির বিশেষত্ব কি?

১। টয়োটা প্রোবক্স গাড়ির অন্যতম বিশেষত্ব হলো এর ভিতরের প্রশস্ত কার্গো জায়গা ফলে অনায়াসে অনেক মালামাল বহন করা যায়। এবং, ব্যাক্তিগত বা অফিসের ভ্রমনে অতিরিক্ত মালামাল বহনের জন্য চিন্তিত থাকতে হয় না।

২। টয়োটা প্রোবক্স গাড়িতে উন্নত ইঞ্জিন অন্তর্ভুক্ত করা হয়েছে ফলে প্রতি লিটার ফুয়েল ব্যবহার করে কমপক্ষে ১৩ থেকে ১৯ কিলোমিটার পথ চলতে পারে যা ব্যবহার কারীর জন্য খরচ সাশ্রয়ী।

৩। টয়োটা প্রোবক্স গাড়ি ক্লাসিক বডি স্টাইলের সাথে আসে, যা যেকোনো পরিস্থিতির সাথে মানানসই।

৪। টয়োটা প্রোবক্স গাড়িতে পাওয়ার উইন্ডোজ থাকে ফলে প্রয়োজন হলে বাটন ক্লিক করার মাধ্যমে গাড়ির জানালা খোলা বা বন্ধ করা যায়।

৫। টয়োটা প্রোবক্স গাড়িতে ভালো গুণমানের এসি অন্তর্ভুক্ত থাকে বিধায় আরামদায়ক ভাবে দীর্ঘ যাত্রা সম্পন্ন করা যায়।

টয়োটা প্রোবক্স গাড়িতে কোন ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে?

টয়োটা প্রোবক্স গাড়িতে ভিভিটিআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা উন্নত কর্মক্ষমতা প্রদান করতে সক্ষম। ফলে, এই গাড়ি নিম্ন আরপিএম এ হাই টর্কিউ প্রদান করতে পারে এবং কম জ্বালানি ব্যবহার করে তুলনামূলক অধিক পথ চলতে পারে।

টয়োটা প্রোবক্স গাড়ির ভারবহন ক্ষমতা কত?

টয়োটা প্রোবক্স গাড়িতে প্রশস্ত কার্গো জায়গা রয়েছে ফলে এটি  প্রায় ৪০০ কেজি ভারবহন করতে সক্ষম। এই গাড়ির ভারবহন ক্ষমতা অধিক হওয়ার কারনে বর্তমানে বাংলাদেশে ছোট অফিসগুলোতে মালামাল বা সরঞ্জার বহনের কাজে ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে।

টয়োটা প্রোবক্স গাড়ির নিরাপত্তা ব্যবস্থা কেমন?

টয়োটা প্রোবক্স গাড়ির উন্নত নিরাপত্তা ব্যবস্থার কারনে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। টয়োটা প্রোবক্স গাড়িতে ড্রাইভার এবং ফ্রন্ট প্যাসেঞ্জারের জন্য সাধারনত অ্যান্টি-লক ব্রেক, এয়ারব্যাগ, এবং ট্র্যাকশন কন্ট্রোল অন্তর্ভুক্ত থাকে। তাছাড়া, এই গাড়ির মডেল বছর ভেদে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে তাই টয়োটা প্রোবক্স গাড়ি কেনার আগে অবশ্যই কতিপয় নিরাপত্তা ব্যবস্থা যাচাই করে নিতে হবে।

টয়োটা প্রোবক্স গাড়ির মাইলেজ কত?

টয়োটা প্রোবক্স গাড়ি বাংলাদেশের শহরের রাস্তায় ব্যবহারে প্রতি লিটার জ্বালানি ব্যবহার করে প্রায় ৯ থেকে ১২ কিলোমিটার মাইলেজ প্রদান করে থাকে। তাছাড়া, এই গাড়ি মহাসড়কে প্রতি লিটার জ্বালানি ব্যবহার করে সর্বোচ্চ ১৯ কিলোমিটার মাইলেজ প্রদান করে থাকে।

বাংলাদেশে টয়োটা প্রোবক্স গাড়ির পার্টস এর দাম কেমন?

টয়োটা প্রোবক্স গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট পার্টস পরিবর্তন এর প্রয়োজন হয়। তবে, চিন্তার কোনো কারণ নেই,বাংলাদেশে টয়োটা প্রোবক্স এর পার্টস এর দাম তুলনামূলক অনেক কম। তাছাড়া, বিশেষ করে টয়োটা প্রোবক্স গাড়ির পার্টস এর গুণমান এর ভিত্তিতে দাম কমবেশী হয়ে থাকে।