bdstall.com

ব্লাড প্রেসার মেশিন এর দাম ২০২২ & ২০২৩

বর্তমানে ক্রমবর্ধমান সংখ্যক লোক বাড়িতে ব্যবহারের জন্য একটি ভালো ব্লাড প্রেশার মেশিন কিনছেন। এই ধরনের ডিভাইসগুলি দিন দিন শুধু যে দামে সস্তা এবং সহজ ব্যবহারযোগ্য হয়ে উঠছে তা কিন্তু নয় পাশাপাশি আপনার সামগ্রিক স্বাস্থের উপর একটা বিশেষ নজর রাখার গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসেবেও দারুন কাজ করছে। বেশির ভাগ চিকিৎসক এখন এমন একটি ডিভাইস সবার বাসায় রাখার পরামর্শ দিচ্ছেন।

বাজারে সাধারণত দুই ধরনের ব্লাড প্রেশার মেশিন দেখতে পাবেন একটি স্ফিগমোম্যানোমিটার এবং অন্যটি ডিজিটাল। স্ফিগমোম্যানোমিটার মূলত আগের দিনের পুরোনো মেশিন যার ডেটা পদ্ধতি সম্পূর্ণ এনালগ। এটি মানুষের বাহুতে ব্যবহার করে রক্তচাপ মাপা হয়। আর ডিজিটালটি মেশিনগুলো সম্পূর্ণ ডিটিটাল মনিটরের মাধ্যমে মানুষের রক্তচাপের রেজাল্টের উপর ডাটা প্রদান করে থাকে তাই এটি সাধারণত কজ্বিতে ব্যবহার করা হয়।


স্ফিগমোম্যানোমিটার মেশিন গুলোতে সাধারণত থাকে একটি স্ট্যান্ডার্ড সুতির কাফ এছাড়াও টিউব ব্লাডার এবং একটি ম্যানোমিটার। তবে ডিজিটাল মেশিন গুলো স্ফিগমোম্যানোমিটার থেকে অনেকটা আধুনিক। এটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্রা যা স্বয়ংক্রিয় পরিমাপ করতে সাহায্য করে। এছাড়াও এগুলোতে থাকে এটি বড় ডিজিটাল মনিটর পাশাপাশি মেরেমিও থাকে যা তারিখ এবং সময়ের মত কিছু ফাংশন প্রদান করে থাকে। ডিজিটাল মেশিনগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয় হওয়ায় এর পরিমাপ স্ফিগমোম্যানোমিটার থেকে অনেকটা নির্ভরযোগ্য হয়ে থাকে।

বাংলাদেশের সেরা ব্লাড প্রেসার মেশিন এর মূল্য তালিকা April, 2023

ব্লাড প্রেসার মেশিন মডেল বাংলাদেশে দাম
Getwell GWDBPM-002 Upper Arm Electronic BP Monitor ৳ ২,১০০
Digital LCD Wrist Cuff Arm Blood Pressure Monitor ৳ ৯৫০
Digital Scian LD520 Blood Pressure Machine ৳ ৩,৫০০
Automatic Digital Blood Pressure Monitor ৳ ১,২৫০
IML Analog Blood Pressure Machine with Stethoscope ৳ ৯৯৯
Omron JPN500 Upper Arm Automatic BP Monitor ৳ ৬,৫০০
Race Digital BP Monitor ৳ ১,৭০০
Yonker YK-BPA1 Arm Blood Pressure Monitor ৳ ২,২০০
ALPK2 V500 Aneroid Sphygmomanometer Set (Japan) ৳ ২,৯৫০
ALPK2 V500 Blood Pressure Machine (China) ৳ ১,১৯৯