bdstall.com

ফেসবুকে যোগ হচ্ছে ডিজলাইক বাটন

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার ডিজলাইক বাটন যোগ হতে যাচ্ছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের সদর দপ্তরে প্রশ্ন-উত্তরপর্বে এ তথ্য জানান ফেসবুকের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।ফেসবুকে কোন পোস্ট পছন্দ হলে তাতে লাইক দেওয়ার অপশন আছে। কিন্তু পছন্দ না হলে ডিজলাইক করার কোন অপশন নেই। তাই ব্যাবহারকারীরা দীর্ঘদিন থেকেই ফেসবুকে একটি ডিজলাইক বাটন আনার দাবি জানিয়ে আসছিলেন। পূর্বে এ বিষয়ে অনেকবার মার্ককে প্রশ্ন করা হলে তিনি বলতেন যে ডিজলাইক বিষয়টি তিনি পছন্দ করেন না। তবে এবার তিনি তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। আর খুব শীঘ্রই ফেসবুক ব্যাবহারকারীরা তাদের অপছন্দের মতামতও ডিজলাইক বাটনের মাধ্যমে প্রকাশ করতে পারবেন।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: September 17, 2015
Reviews (0) Write a Review