bdstall.com

রোবট এবার টেবিল টেনিস ট্রেইনার

মানুষ রোবট আবিস্কার করছে। আবার এই রোবটই এখন মানুষকে শেখাবে কি করে টেবিল টেনিস খেলতে হয়। জাপানিজ কোম্পানি অমরন তাদের টেবিল টেনিস জানা রোবট পিং পং কে নতুন করে আপডেট করেছে যাতে এটি মানুষকে এই খেলাটির উপর আরও অভিজ্ঞ করে তুলতে পারে। ভাবতে অবাক লাগে, মানুষের তৈরি প্রযুক্তি আজ শুধু মানুষকে তার কাজে কেবল সাহায্যই করছে না, বিভিন্ন কাজের ব্যাপারে অভিজ্ঞও করে তুলছে। টেবিলটির উপর একটি সেন্সর আছে যা বলটিকে প্রতি সেকেন্ডে ৮০ বার নিরীক্ষণ করে এবং আগেই খেলোয়াড়কে দেখিয়ে দেয় ব্যাট কোথায় থাকা উচিত এবং কোথায় এর ফিরতি বলটি বাউন্স খাবে। এক কথায় এক প্রকার নিখুঁত ভবিষৎবাণী খেলোয়াড়কে প্রদান করে থাকে। আজকাল রোবটও মানুষের ট্রেইনার হয়ে যাচ্ছে।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: November 01, 2015
Reviews (0) Write a Review