bdstall.com

ইনটেলিজেন্ট রোবট কযমো

Anki কোম্পানি একটি নতুন রোবট তৈরি করেছে যার নাম কযমো। এতে আছে বিল্ট-ইন ইন্টেলিজেন্স। রোবটটি আকারে অনেক ছোট। এটি দেখতে অনেকটা পিক্সারের ওয়াল-ই’র মতো। রোবটটি চার্জিং ডকে মানুষের মতো ঘুমন্ত অবস্থায় থাকে। তাছাড়াও এটি চোখ পিট পিট করতে পারে। আইফোনের ব্লুটুথ বা ওয়াই-ফাই এর সাহায্যে ছোট রোবটটির সাথে সংযোগ স্থাপন করা যায়। কযমো অ্যাপের মাধ্যমে এর সক্রিয়তা নিয়ন্ত্রণ করতে হয়। ফর্ক লিফটের সাহায্যে কযমো যেকোনো কিছু ট্যাপ করতে পারে। রিয়েল-টাইম মানসিক প্রতিক্রিয়া, অ্যানিমেশন ও বিল্ট-ইন ব্যক্তিত্বের কারণে কযমোকে অন্য যেকোনো রোবটের তুলনায় জীবিত মনেহয়। রোবটটির প্রধান সেন্সর হচ্ছে ভিশন সেন্সিং। এর এলইডি চোখের নিচে রয়েছে একটি হিডেন ক্যামেরা যার সাহায্যে এটি দেখতে পায়। অমায়িক রোবটটি মানুষের মুখ চিনতে ও সেঅনুযায়ী প্রতিক্রিয়া দিতে পারে। রোবটটি একটি বিশেষ ধরনের গেম খেলতে পারে। গেমে জিততে না পারলে কযমো হতাশও হয়। Anki কোম্পানি মূলত ফিল্ম অ্যানিমেশন অ্যাপরোচ ও মায়া সফটওয়ারের মাধ্যমে রোবটটি তৈরি করেছে। কযমো রোবটের প্রতিক্রিয়ার ধরণই একে বিশেষ মর্যাদা দান করেছে। শুধু ১০ মিনিটেই এটি পুরোপুরি চার্জ হয়ে যায় এবং একবার চার্জে এটি ১ ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত কার্যত থাকে। অক্টোবর মাসে ছোট রোবটটি ১৭৯ ডলার মূল্যে বাজারে পাওয়া যাবে।   

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: June 30, 2016
Reviews (0) Write a Review