bdstall.com

আসছে এ্যাপেলের নতুন আইপ্যাড


অবশেষে প্রযুক্তির বাজারের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান 'এ্যাপেল' একই সাথে ঘোষনা করলো তাদের আসন্ন নতুন ও আকর্ষনীয় দুটি আই-প্যাডের নাম। সম্প্রতি প্রতিষ্ঠানটির সিইও টিম কুক চমৎকার আই-প্যাড দুটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষনা করেন । তিনি আরও জানান 'আই-প্যাড মিনি' এবং 'আই-প্যাড এয়ার' নামের এই দুটি পণ্যে এ্যাপেল ক্রেতাদের এখনও পর্যন্ত তার সর্বোচ্চ প্রযুক্তি সুবিধা দেবে । এ্যাপেলের নিজস্ব অফিসিয়াল সাইট থেকে জানা যায়,৭.৫ মিমি স্লিম আই-প্যাড এয়ার ট্যাবলেটটির ওজন মাত্র ১ পাউন্ড ( উল্লেখ্য আই-প্যাডের ওজন ১.৪৪ পাউন্ড )। এতে ব্যবহার করা হয়েছে রেটিনা ডিসপ্লে। শুধু তাই নয় কর্তৃপক্ষ দাবী করেছে এর সিপিউ'র স্পীড যেকোন প্রচলিত ট্যাবলেটের তুলনায় এখনও পর্যন্ত সর্বোচ্চ।

অপরদিকে ৭.৯ ইঞ্চি স্ক্রিনবিশিষ্ট আই-প্যাড মিনিতেও ব্যবহার করা হয়েছে রেটিনা ডিসপ্লে । একইসাথে এতে যুক্ত করা হয়েছে সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন সিপিউ । ট্যাবলেট দুটিতে অন্যান্য সকল সুবিধার পাশাপাশি বাড়তি সুবিধা হিসেবে থাকছে অত্যাধুনিক এলটিই (LTE) সুবিধা। অসাধারন এই আই-প্যাড দুটি পাওয়া যাবে চমৎকার কয়েকটি রঙে। যেকোন বয়সের ব্যাক্তি তার ব্যাক্তিত্বের সাথে মিল রেখে আকর্ষনীয় এই ট্যাবলেট দুটি ব্যবহার করতে পারবেন । শুধু তাই নয়,ট্যাবলেট দুটির মূল্যও নির্ধারিত হয়েছে ৫০০ থেকে ৯৩০ মার্কিন ডলারের মধ্যে ।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: December 12, 2013
Reviews (0) Write a Review