শাওমি কর্পোরেশনের অন্যতম পন্য হলো স্মার্ট মোবাইল ফোন। এবং, শাওমি কর্পোরেশনের অন্যতম স্মার্ট মোবাইলের সাব-ব্র্যান্ড হলো রেডমি। রেডমি স্মার্ট মোবাইল ফোনের আধুনিক প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। রেডমির বিভিন্ন সিরিজের ও মডেলের ফোন বাংলাদেশে কমদামে পাওয়া যায়।
রেডমি ফোনের কয়টি সিরিজ আছে?
রেডমি ফোনের সর্বমোট ৪টি সিরিজের ফোন এশিয়া মহাদেশে বাজারজাত করা হয়েছে। রেডমি ফোনের সিরিজ সম্পর্কে বর্ণনা করা হলঃ
রেডমি সিরিজঃ রেডমি সিরিজের ফোনগুলো কমদামের ফোন হিসেবে এশিয়া মহাদেশে জনপ্রিতা পেয়েছে। রিজিওনাল ভিত্তিতে, রেডমি সিরিজের ফোনগুলো ইন্ডিয়া, চায়না, জাপান, এবং গ্লোবাল এই চার ধরনে একই মডেলের ফোনের কিছু ভিন্নতা দেখা যায়। অনেক সময় একই মডেলের ফোনর নামকরনেও ভিন্নতা দেখা যায়। বাংলাদেশে কমদামে হাই-কনফিগারেশনের ফোন হিসেবে রেডমি সিরিজের ফোন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
রেডমি নোট সিরিজঃ রেডমি ফোনের মধ্যে রেডমি নোট সিরিজের ফোন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। রেডমি নোট সিরিজের ফোনগুলো লো-রেঞ্জ বাজেট থেকে মিড-রেঞ্জ বাজেটের হয়ে থাকে। এই সিরিজের ফোনের ক্যামেরা কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি, চার্জিং ব্যাকআপ, এবং অন্যান্য প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো হাই-রেঞ্জ বাজেটের ফোনের সাথে প্রতিযোগিতা করার মত হয়ে থাকে।
রেডমি এ সিরিজঃ রেডমি ফোনের মধ্যে সবচেয়ে কমদামের ও লো-কনফিগারেশন ফোন হল রেডমি এ সিরিজের ফোন। রেডমি এ সিরিজের সর্বমোট ৪টি মডেলের ফোন এই পর্যন্ত বাজারজাত করা হয়েছে।
রেডমি কে সিরিজঃ রেডমি ফোনের মধ্যে সবচেয়ে হাই-কনফিগারেশনের ফোন হলো রেডমি কে সিরিজের ফোন। রেডমি কে সিরিজ ফোনগুলোর দামও তুলনামূলক বেশি হয়ে থাকে। রেডমি কে সিরিজ ফোনগুলোর ডিজাইন তুলনামূলক আকর্ষণীয় হয়ে থাকে।
বাংলাদেশে রেডমি মোবাইলের দাম কত?
বর্তমানে, বাংলাদেশে রেডমি মোবাইল ফোন নতুন ও পুরাতন উভয় কন্ডিশনে পাওয়া যায়। রেডমি মোবাইলের দাম এর কনফিগারেশন, কোয়ালিটি, এবং কন্ডিশনের ভিত্তিতে নির্ধারিত হয়। বাংলাদেশে রেডমি মোবাইলের দাম ৪,৫০০ টাকা থেকে শুরু যা ৩জিবি র্যাম / ৩২ জিবি স্টোরেজ ফোন, এবং পুরাতন কন্ডিশনের হয়ে থাকে। অন্যদিকে, নতুন কন্ডিশনের রেডমি মোবাইলের দাম ১২,০০০ টাকা থেকে শুরু যেটিও একটি ৩জিবি র্যাম / ৩২ জিবি স্টোরেজ ফোন।
রেডমি মোবাইলের বিশেষত্ব কি?
রেডমি মোবাইলের বিশেষত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলঃ
১। ডিজাইনঃ রেডমি মোবাইল ফোনগুলো বাজেট অনুসারে তুলনামূলক আকর্ষণীয় ডিজাইন প্রদান করে। ফলে, রেডমি ফোন হাতে ধরে রাখা অবস্থায় প্রিমিয়াম প্রদর্শিত হয়। তাই, বর্তমান আধুনিক ফ্যাশনেবল জেনারেশনের চাহিদার শীর্ষে অবস্থান করছে রেডমি মোবাইল ফোন।
২। অপারেটিং সিস্টেমঃ রেডমি স্মার্ট মোবাইলে এমআইইউআই অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। এমআইইউআই অপারেটিং সিস্টেমের ফলে রেডমি ফোনে তুলনামূলক অধিক প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং গ্রাফিক্সাল অ্যানিমেশন দেখতে পাওয়া যায়। এবং, এমআইইউআই অপারেটিং সিস্টেমের সিকিউরিটি সিস্টেম তুলনামূলক অধিক শক্তিশালী।
৩। ক্যামেরাঃ কম থেকে বেশী সকল বাজেট রেঞ্জের রেডমি মোবাইলে হাই-মাগাপিক্সেল ক্যামেরা অন্তর্ভূক্ত থাকে। ফলে, উন্নত কোয়ালিটির ছবি ও ভিডিও সহজেই ক্যাপচার করা যায়।
৪। স্থায়িত্বতাঃ রেডমি মোবাইল ফোন তুলনামূলক দীর্ঘদিন ব্যবহার করা যায়। এবং, দীর্ঘদিন ব্যবহারের পরেও রেডমি মোবাইলের পারফরমেন্স ড্রপ রেট তুলনামূলক অনেক কম।
৫। সাশ্রয়ী দামঃ রেডমি স্মার্ট ফোনগুলোর দাম কনফিগারেশনের অনুপাতে তুলনামূলক কম হয়ে থাকে। তাই, বাংলাদেশে সহ এশিয়া মহাদেশে রেডমি মোবাইল ব্যাপক জনপ্রিয়।