bdstall.com

ব্লুটুথ হেডফোনের দাম ২০২৩

বাংলাদেশে বিভিন্ন ধরনের হেডফোনের মধ্যে বিভিন্ন ধরনের হেডফোন জনপ্ৰিয়তা লাভ করেছে তার মধ্যে ব্লুটুথ হেডফোন এগিয়ে কারন ওয়্যারলেস এর সাহায্যে  এটি শব্দ প্রদান করতে পারে। তাই বাংলাদেশে এটিকে অনেকে ওয়্যারলেস হেডফোন বলে থাকে। যদিও এটি ওয়্যারলেস সংযোগের জন্য ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে থাকে তবে কিছু কিছু নুতন গেমিং ওয়্যারলেস হেডসেট ওয়াইফাই ব্যবহার করে তবে এগুলোর সংখ্যা কম।

ব্লুটুথ হেডফোন এর সুবিধা কি?

  • এটি হ্যান্ডস-ফ্রি কারন এটিতে কোন তার নেই ফলে দুই হাত কাজের জন্য বাধাপ্রাপ্ত হয় না
  • আর তার নেই বলে তার জড়িয়ে বা পেঁচিয়ে যায় না ফলে ব্যবহার করতে অনেক আরামদায়ক।
  • এটিকে সহজেই বহন করা যায়
  • যেকোন ডিভাইসে এটি সাপোর্ট করে ফলে নিদৃস্ট কোন পোর্টের উপর নির্ভর করতে হয় না
  • বিশেষ করে গেমিংয়ের জন্য এটি অনেক উপযগী

ব্লুটুথ হেডফোন গুলোর রেঞ্জ কেমন?

বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির ব্লুটুথ হেডফোন গুলোর রেঞ্জ খুব উন্নত মানের থাকে। ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত দূর থেকে ব্লুটুথ হেডফোন গুলো সক্রিয়ভাবে পরিচালিত হয়। এগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই মনোমুগ্ধকর। এছাড়াও কলে কথা বলার জন্য এগুলোতে মাউথ স্পীকারও যুক্ত থাকে। তাই কথা বলার সময় কলের বিপরীত মানুষটি সহজেই স্পষ্টভাবে সকল কথা শুনতে পারে।

বাংলাদেশে কত ধরণের ব্লুটুথ হেডফোন পাওয়া যায়?

বাংলাদেশে অনেক ধরণের ব্লুটুথ হেডফোন রয়েছে এগুলো হলোঃ

  • ইয়ারবাড ব্লুটুথ হেডফোনঃ এগুলো সাধারণত খুব ছোট হয় এবং কানের ভিতর আটকে থাকে ফলে বাইরের কোন শব্দ এটিতে সহজে প্রবেশ করে না। তবে কানের সাইজ অনুযায়ী এটি কেনা উচিত তা না হলে ভালভাবে এটি কানে আটকে থাকবে না।
  • নেকব্যান্ড ব্লুটুথ হেডফোনঃ এটির অতিরিক্ত ফিচার ঘাড়ের উপর থাকে ফলে অনেক উন্নতমানের সুবিধা পাওয়া যায় যেমন অতিরিক্ত ব্যাকাপ টাইম, নয়েস ক্যান্সল্যাশন ইত্যাদি।   
  • গেমিং ব্লুটুথ হেডফোনঃ এটি বড় সাইজের হয় এবং প্যাড থাকে আর ওভার-দি-ইয়ার স্টাইলের হয়। ফলে গ্যাম খেলার সময় এটি কোন সমস্যা তৈরী করে না।

বাংলাদেশে ব্লুটুথ হেডফোনের দাম কত?

বাংলাদেশে ব্লুটুথ হেডফোনের দাম শুরু ১৫০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকার বেশি পাওয়া যায়। এটিতে ব্লুটুথ এর সর্বাধুনিক ভার্শন রয়েছে ফলে এখন বেশি দূর থেকেও এই ব্লুটুথ হেডফোন চলতে সক্ষম। ৫০ মিলিএম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আছে এই ব্লুটুথ হেডফোনে যা একটানা ৬ ঘন্টা বা তার বেশি চলার ব্যাকআপ প্রদান করে। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন রকমের ব্লুটুথ হেডফোন পাওয়া যায়। তবে কম দামের ভিতর মিনি ব্লুটুথ হেডফোন ভাল যদিও এগুলো বেশি টেকসই নয় বা ব্যাটারি খুব ভাল নয় তবে দাম অনুযায়ী ভাল। আর ব্লুটুথ হেডফোনের দাম নির্ভর করে এগুলোর সাউন্ড কোয়ালিটি, ব্র্যান্ড, স্টাইল এবং আধুনিক প্রযুক্তির উপর।

ট্রু ওয়্যারলেস হেডফোন কি?

ট্রু ওয়্যারলেস হেডফোন মূলত ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে পরিচালিত হয়। এটিকে বহন করার জন্য কেসিং থাকে এবং কেসিং এর মধ্যে চার্জিং সিস্টেম যুক্ত থাকে। আকারে এগুলো ছোট হয় ফলে জামা বা প্যান্টের পকেটেও এটি রাখা যায়। ট্রু ওয়্যারলেস হেডফোনের অডিও কোয়ালিটি ভাল মানের হয়।

 

বাংলাদেশের সেরা ব্লুটুথ হেডফোন এর মূল্য তালিকা October, 2023

ব্লুটুথ হেডফোন মডেল বাংলাদেশে দাম
Motorola VerveBuds 100 Water Resistant Earbud ৳ ৫,২৫০
M32 TWS Mini Wireless 5.1 Earbuds ৳ ১,২০০
Realme Buds Air 3 Neo ৳ ২,৪৯৯
Realme Buds Air 3S ৳ ২,৯৯৯
AWEI T29 ANC TWS Bluetooth Earphone ৳ ৩,৯৯০
Anker Soundcore R500 Wireless Neckband Earphone ৳ ১,৮৯৯
Acefast T6 True Wireless Stereo Earbuds ৳ ৪,৯৯৯
Anker SoundCore Life Note 3 True Earbuds ৳ ৪,২৯৯
Lenovo XT92 True Wireless Bluetooth Gaming Earbuds ৳ ১,৮০০
Bluedio Hi Hurricane Wireless Bluetooth Earbuds ৳ ১,২৫০