bdstall.com

এন্ড্রয়েড ফোনের ভুলে যাওয়া প্যাটার্ন লক রিসেট করুন

স্মার্টফোনের বেশিরভাগই এখন এন্ড্রয়েড ফোনের দখলে। আমাদের স্মার্টফোনে অনেক সময়ই আমরা নিজেদের ব্যক্তিগত ছবি কিংবা ফোন নাম্বার রাখই। এগুলো সুরক্ষিত রাখতে এন্ড্রয়েড ফোনে অনেক সময় আমরা প্যাটার্ন লক ব্যবহার করি।   এক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা ফোনের প্যাটার্ন লকটি ভুলে যাই। যার ফলে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারের সাহায্য নিতে হয়। কিন্তু একটু চেষ্টা করলেই আপনি নিজেই আপনার ফোনের প্যাটার্ন লকটি রিসেট করে নিতে পারবেন। এক্ষেত্রে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

প্রথম প্রক্রিয়াঃ এই প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ। এই প্রক্রিয়ায় আপনি আপনার ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যাবহার করে কোন ডাটা না হারিয়েই ফোনটি আনলক করতে পারবেন। 

১। বেশ কয়েকবার ভুল প্যাটার্ন আঁকুন।
২। এভাবে কয়েকবার ভুল প্যাটার্ন আঁকার পরে একটি রিকভারি বার আসবে।
৩। সেখানে লেখা থাকবে "To unlock, sign in with your Goolge account" এবং নিচে ই-মেইল আইডি ও পাসওয়ার্ডের ঘর থাকবে।
৪। এবার আপনি ফোন প্রথমবার সেটিং করার সময় যে ই-মেইল আইডি দিয়েছিলেন অথবা প্লে স্টোর ব্যাবহার করার সময় যে ই-মেইল আইডি দিয়ে সাইন ইন করেছিলেন সেটি ই-মেইল এর ঘরে টাইপ করুন।
৫। এরপর পাসওয়ার্ড এর ঘরে আপনার ই-মেইলের পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। ব্যস কাজ শেষ। আপনার ফোনটি আনলক হয়ে যাবে।

দ্বিতীয় প্রক্রিয়াঃ এই প্রক্রিয়াটি তুলনামূলকভাবে একটু কঠিন। এই প্রক্রিয়ায় আপনাকে ফোনের রিকভারি মোডে গিয়ে ফোনটি আনলক করতে হবে। এবং এই প্রক্রিয়ায় ফোনের সকল ডাটা মুছে যাবে।

১। ফোনের পাওয়ার বাটন + হোম বাটন + ভলিউম বাটন একসাথে চেপে ধরুন। রিকভারি মোড না আসা পর্যন্ত চেপে ধরে রাখুন।
২। এভাবে কিছুক্ষণ চেপে ধরে রাখার পর নতুন একটি মেনু আসবে।
৩। এখানে আপনাকে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন ব্যাবহার করে কাজ করতে হবে কেননা আপনার টাচস্ক্রিন তখন কাজ করবে না।
৪। এবার ভলিউম বাটন ব্যাবহার করে ওই মেনু থেকে "Wipe data / Factory Reset" অপশনটি সিলেক্ট করুন।
৫। এবার পাওয়ার বাটন ব্যাবহার করে ফোনটি রিসেট করে ফেলুন। মনে রাখবেন এই প্রক্রিয়ায় আপনার ফোনের সকল ডাটা মুছে যাবে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: May 10, 2015
Reviews (1) Write a Review
Md. Abu Sufian Chowdhury
Md. Abu Sufian Chowdhury | 18 August 2015 09.37 AM
very nice post.