bdstall.com

থ্রি ডুডলার থ্রিডি প্রিন্টিং পেন

মনের মাধুরি মিশিয়ে কাগজের উপর পেনসিল কিংবা তুলি দিয়ে কিছু শিল্পকর্ম করার শখ অনেকেরই আছে। একটু অবসর পেলেই হয়ত রঙের বাহার নিয়ে বসে যান নিজের মনের চিন্তাগুলো কাগজে রঙে-ঢঙে ফুটিয়ে তুলতে। একটা সময় চিত্রটি এতই বাহারি হয় যে মনে হয় যদি বাস্তব আকারে এরকম একটি জিনিস থাকতো। এবার তাদের এই মনে হওয়াটাকেই সত্যি করতে যুক্তরাষ্ট্রের খেলনা তৈরিকারক একটি প্রতিষ্ঠান থ্রি ডুডলার নামের একটি থ্রিডি প্রিন্টিং পেন আবিষ্কার করেছে যা দিয়ে বাতাসের মধ্যেই আকা যাবে ছবি। পেনটিতে বিদ্যুৎ সংযোগ দিয়েই চাপ দিয়ে দিয়ে আঁকা যাবে ছবি এবং তা সাথে সাথে বাস্তব আকার ধারন করবে। সৌখিন চিত্রপ্রেমী মানুষদের জন্য এই গেজেটটি আসলেই খুবই কাজের।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: January 19, 2016
Reviews (0) Write a Review