bdstall.com

জেআইসি কেইস, সফটওয়্যার ছাড়াই এবার আইফোনে কল রেকর্ড

অবশেষে আপনার আইফোনে কল রেকর্ড করতে পারবেন কোন সফটওয়্যারের সাহায্য ছাড়াই। জেআইসি নামে একটি কেইস বাজারে আসছে যেটি আপনার আইফোনের সব ধরনের কল রেকর্ড করতে পারবে এবং একটি মাইক্রো এসডি কার্ডে সেগুলো জমা করে রাখবে। আইফোন ফাইভের জন্য ডিজাইন করা এই কাভারটিতে একটি ছোট বাটন থাকবে এবং ফোনের স্পিকারের কাছে একটি মাইক্রোফোন থাকবে। বাটনটি চাপ দেওয়ার সাথে সাথে সেটি রেকর্ড শুরু করবে। কেইসটিতে একটি স্পীকারও আছে যা দিয়ে আপনি অডিও প্লে করতে পারবেন। বর্তমানে আইফোনের জন্য যেসকল কল রেকর্ডার আছে সেগুলোতে অনেক বাধ্যবাধকতা থাকে। তবে এবার আর সেই ঝামেলা নেই। কেননা কেইসটিতে কোন অ্যাপ্লিকেশনেরই দরকার হয় না। একবার কেইসটি চার্জ দিলে টানা ৮ ঘণ্টা রেকর্ড করা যাবে এবং ব্যবহার করা না হলে ১ বছর পর্যন্ত এই চার্জ থাকবে। ২০১৬ এর মে মাস থেকেই কেসটি বাজারে পাওয়া যাবে।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: January 28, 2016
Reviews (0) Write a Review