bdstall.com

পৃথিবীর ইতিহাসের সর্বকালের সেরা ধনী মানসা মুসা

পৃথিবীর ইতিহাসের সর্বকালের সেরা ধনী মানসা মুসা। একজন আফ্রিকান শাসক। মালি সাম্রাজ্যের একজন সম্রাট। ধারণা করা হয় ১২৮০ সালে তার জন্ম এবং ১৩৩৭ সালে মৃত্যুবরন করেন তিনি। তিনি ইসলাম ধর্মাবলম্বী ছিলেন। তাঁর সম্পদের পরিমাণ এতই বেশি ছিল যে পৃথিবীর অন্য সকল ধনীর সম্পদের হিসাব থাকলেও মানসা মুসার সম্পদের নির্দিষ্ট কোন পরিমাণ নির্ধারণ করা যায়নি। বলা হয়ে থাকে যে একবার মুসা সৌদি আরবে হজ পালন করতে যাওয়ার পথে মিসরে এত অর্থ খরচ করেন যে সেদেশে তখন মুদ্রার সংকট দেখা দেয়। তারপর মিসরের সেই অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক হতে প্রায় ১২ বছর সময় লেগেছিল। সোনার মুকুট মাথায় দিয়ে সোনার তৈরি সিংহাসনে বসে সোনার রাজদণ্ড দিয়ে রাজকার্য পরিচালনা করতেন মুসা। ইসলাম ধর্ম প্রচারেও বেশ কাজ করেছিলেন এই সম্রাট। পবিত্র কোরআন শিক্ষার জন্য অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান গড়েছিলেন তিনি।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: June 16, 2016
Reviews (0) Write a Review